paponblog

Sunday, 29 April 2012

ব্লাগারে floating share buttons যুক্ত করুন :-




১.  আপনার ব্লাগার লগইন করুন এবং  Design >> Page Element যান।
২. Gadget ক্লিক করুন এবং 'HTML/Javascript' সিলেক্ট করুন ।
৩.নিচের কোড কপি করে Paste করুন।


<pre><style>
#sharebar {position:fixed; bottom:15%; margin-left:-71px; float:left; border-radius:5px;-moz-border-radius:5px;-webkit-border-radius:5px;background-color:#fff;padding:0 0 2px 0;z-index:10;right:0;}
#sharebar .sbutton {float:left;clear:both;margin:5px 5px 0 5px;}
.fb_share_count_top {width:48px !important;}
.fb_share_count_top, .fb_share_count_inner {-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small, .FBConnectButton_RTL_Small {width:49px !important; -moz-border-radius:3px;-webkit-border-radius:3px;}
.FBConnectButton_Small .FBConnectButton_Text {padding:2px 2px 3px !important;-moz-border-radius:3px;-webkit-border-radius:3px;font-size:8px;}
</style>
<div>
<div id="sharebar">
<div id="fb">
<a href="http://www.facebook.com/sharer.php" name="fb_share" type="box_count">Share</a><script src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share" type="text/javascript">
</script>
</div>
<div id="rt">
<script src="http://tweetmeme.com/i/scripts/button.js" type="text/javascript">
</script>
</div>
<div id="su">
</script>
</div>
<div id="digg">
<script src="http://widgets.digg.com/buttons.js" type="text/javascript">
</script>
<a href=""></a>
</div>
<div id="gb">
<a data-button-style="normal-count" href="http://www.google.com/buzz/post" title="post on google buzz">
<script src="http://www.google.com/buzz/api/button.js" type="text/javascript">
</script>
</a>
<div style="clear: both;font-size: 9px;text-align:center;"><a href="http://www.bloggertrix.com">Get widget</a></div>
</div>
</div>
</div>

৪.Save করুন ।
»» read more

ব্লগারের হোম পেজে শুধু শিরেনাম শো করবে

১. আপনার ব্লাগার লগইন করুন এবং  Design >> Edit HTML যান।
২. Ctrl+F চেপ </head> এই কোডটা খুজে বাহির করুন।নিচের কোড গুলা কপি করুন।


<style type='text/css'>
<b:if cond='data:blog.pageType != "item"'>
.post {
margin:.5em 0 1.5em;
border-bottom:0px dotted $bordercolor;
padding-bottom:1.0em;
height:50px;
}
.post h3 {
margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:20px;
font-family:Tahoma,Georgia,Century gothic,Arial,sans-serif;
font-weight:normal;
line-height:1.4em;
color:#cc6600;
}
.post h3 a, .post h3 a:visited, .post h3 strong {
display:block;
text-decoration:none;
color:#cc6600;
font-weight:normal;
}
.post h3 strong, .post h3 a:hover {color:#333333;}
.post-body {display:none;}
.post-footer {display:none;}
.comment-link {display:none;}
.post img {display:none;}
.post blockquote {display:none;}
.post blockquote p {display:none;}
h2.date-header {display:none;}
.post-labels {display:none;}
.post-rating {display:none;}
</b:if>
</style>
 ৩.
1
.  <span style="color: #ff00ff;"><strong></head></strong></span>
কোডের ঠিক আগে Paste করুন।৪. আপনার save template এ ক্লিক করুন।
»» read more

Saturday, 21 April 2012

মোবাইল চোরের হাত থেকে সহজে সুরক্ষিত থাকার উপায়

মোবাইল চুরি হলে আমরা কত বিপাকে পড়ি তাই না? তারপরও চোরকে তো সামলানো যাবে না। যদি আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল চোরের মোবাইল নম্বর ও অবস্থান নির্ধারণ করা যায় বা দূরে বসেই চোরের হাতে থাকা আপনার মোবাইলের গোপন তথ্য মুছে ফেলতে পারেন অথবা মোবাইল লক করতে পারেন তাহলে কেমন হয়?
Picture
এজন্য আপনি F-Secure নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এই সফটওয়্যার দিয়ে সরাসরি চোরকে ধরতে বা প্রতিরোধ করতে না পারলেও চোরের মোবাইল নম্বর সহ স্থান নির্ধারণ করতে পারবেন (স্থানটা মোবাইল বা নেটওয়ার্ক এর উপর নির্ভরশীল)।

চাইলে  এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল দূর থেকেই লক বা  আপনার তথ্য লুকিয়ে রাখতে পারেন। এজন্য আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে Lock Code ও  Wipe Code নির্ধারণ করতে হবে যা খুব সহজেই আপনি সফটওয়্যারটি Open করে করতে পারেন। Remotely Lock বা Remote Wipe করতে হলে দুটি অপশনই চালু রাখতে হবে ।  এসএমএস এলার্ট এর জন্য আপনার অন্য একটি মোবাইল  নম্বর সেট করতে হবে। উল্লিখিত সব কাজগুলো আপনি সেটিং এ ক্লিক করে Anti-Theft ট্যাব এর মাধ্যমে করতে পারবেন। আর এটি সক্রিয় করার পরে স্ট্যাটাস প্যানেলে নতুন একটি আইকন যুক্ত হবে।

আপনার মোবাইল যদি S60 সিরিজ এর  হয়, তাহলে একটি  সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। 

সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক
»» read more

ব্লগারে যুক্ত করুন ভাসমান শেয়ার বাটন

ব্লগারে ভাসমান শেয়ার বাটন যুক্ত করার ফলে আপনি দুইটা সুবিধা পেতে পারেন। এটি একদিকে আপনার ব্লগের সৌন্দর্য বৃদ্বি করবে, অপরদিকে এটি ব্যবহার করে আপনার পাঠক সহজে আপনার ব্লগ ও ব্লগের পোস্টসমূহকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে তুলে ধরতে পারবে। আজকে এমনই একটি কৌশল আপনাদের সামনে উপস্থাপন করব যা দিয়ে আপনি আপনার ব্লগে ওয়ার্ডপ্রেসের মত ব্লগারেও ফ্লোটিং শেয়ার বাটন যোগ করতে পারবেন। আগেই বলেছি ব্লগারে তো ওয়ার্ডপ্রেসের মত প্লাগিনের সুবিধা নেই তাই আপনাকে এটি যোগ করতে হলে কোডিং করতে হবে। তবে পদ্ধতিটি তেমন কঠিন কিছু নয়। তাহলে চলুন ময়দানে অবতরণ করা যাক।

Picture

উপরের চিত্রের মতই একটি ভাসমান শেয়ার বাটন বসাব ।তাহলেই প্রথমেই ব্লগার আইডিতে লগিন করে Dashboard(ড্যাশবোর্ড) থেকে Design(ডিজাইন) Edit Html(HTML সম্পাদনা) Expand Widget templates (উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন) টিক দিন। তারপর Ctrl+f চাপুন এবং নিচের কোডটি খুঁজুন।

]]></b:skin>

এবার এই নিচের এই কোডটি উপরের কোডের আগে বসিয়ে দিন।

#floating-share {
position:fixed;
border:#fff solid 1px;
padding-bottom:2px;
}

তারপর <body> ট্যাগটি খুঁজুন এবং ট্যাগটির নিচে নিচের কোডটি বসিয়ে দিন

<div id=’floating-share’>
<li><a ’twitter-share-button’ data-count=’vertical’ data-via=’rahilanouar’ href=’http://twitter.com/share‘>Tweet</a><script src=’http://platform.twitter.com/widgets.js‘ ’text/javascript’></script></li><li><a ’google-buzz-button’ data-button-’normal-count’ href=’http://www.google.com/buzz/post‘ title=’Post on Google Buzz’></a>
<script src=’http://www.google.com/buzz/api/button.js‘ ’text/javascript’></script></li><li><a ’DiggThisButton DiggMedium’></a></li><li><script src=’http://www.stumbleupon.com/hostedbadge.php?s=5‘></script></li>
<li><a href=’http://www.facebook.com/sharer.php‘ name=’fb_share’ ’box_count’>Share</a><script src=’http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share‘ ’text/javascript’></script></li>
</div>
এবার আপনার টেম্পলেটটি সেভ করার আগে একবার প্রিভিউ দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর টেম্পলেটটি সেভ করুন।
»» read more

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ নিয়ে অনেক লেখালেখি আছে বিভিন্ন ব্লগে/ ফোরামে। আমার জ্ঞান খুব স্বল্প তাই এই বিষয় নিয়ে লেখতে বা ডিসকাস করতে একটু ভয় লাগে। যাই হোক এই পোস্টটা হয়ত নতুনদের কাজে আসবে।

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot
ব্লগস্পটের প্রতি পোস্টের জন্য আলাদা মেটা ডিস্ক্রিপশন এবং কিওয়ার্ড সাধারণত টেম্পলেটগুলাতে দেওয়া থাকে না। তাই এটাকে কিছুটা হ্যাক করতে হয়। তাহলে আমরা টেম্পলেট হ্যাক শুরু করি।
  • প্রথমে ব্লগারে লগ ইন করুন।
  • তারপর Design > Edit HTML > Expand Widget এ ক্লিক করুন।
  • এখন আগের মেটা টেগ এবং টাইল ডিলিট করে দিন।
  • উপরের ছবিটা দেখে নিতে পারেন। আমি পিকচার উইন্ডো টেম্পলেট থেকে নিয়েছি।
  • নিচের কোড পেস্ট করে দিন। উপরে ছবিতে দেখানো আছে।
<!-- Blogger All in One SEO Tags ~ sam -->
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title>(Home page title হোম পেজের টাইটেল)</title>
<meta content='(homepage keywords হোম পেজের কিওয়ার্ড)' name='keywords'/>
<meta content='(home page description হোম পেজের ডিস্ক্রিপশন)' name='Description'/>
<b:else/>   
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<!-- Blogger Static page SEO Tags ~ sam -->
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='&quot;This page is about - &quot; + data:blog.pageName' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for page পেজের জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == &quot;archive&quot;'>
<!-- Blogger archive page SEO Tags ~ sam -->
<meta content='noindex, follow' name='robots'/>
<title>(Archive title আর্কাইভ টাইটেল)<data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle' name='keywords'/>
<b:else/>
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<!-- Blogger post SEO Tags ~ sam -->
<meta expr:content='&quot;This post is about - &quot; + data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for post পোস্টে জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
</b:if>
</b:if>
</b:if>
<!-- Gadget by sam azgor -->
কাটা অংশগুলাতে আপনার প্রয়োজন মত টাইটেল, কিওয়ার্ড এবং ডিস্ক্রিপশন বসিয়ে নিন। এই কোড খুবই সিম্পল একটা লজিকের উপর তৈরী। কোড বিশ্লেষন করার ইচ্ছা ছিল কিন্তু সময় কম তাই ওটা নিয়ে লিখছি না। অন্য কোনো পোস্টে এই কোড বিশ্লেষন করব।
বিঃদ্রঃ যদি ডিফল্ট টেমপ্লেট থাকে এবং কোনো এডিট না করা হয় তবে উপরের কোড এই লেখা সিলেক্ট করে পেস্ট করে দিন <title><data:blog.title/></title>
»» read more

ব্লগারে ফেসবুক লাইক বাটন

ইদানিং ব্লগিং খুব জনপ্রিয়তা পেয়েছে। আবার ফেসবুকও অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যম। দুটোর মেলবন্ধনের জন্য ফেসবুক লাইক বাটনটি কাজের। কিভাবে এটি ব্লগারে যুক্ত করা যায় ? খুবই সহজ।

ফেসবুক লাইক বাটন ব্লগারে যুক্ত করার জন্য Dashboard → Design → Edit HTML এ যেতে হবে। Expand Widget Templates এ ক্লিক করে নিচের কোডটি খুঁজে বের করতে হবে।

<div class='post-header-line-1'/>
এটার পরে যুক্ত করতে হবে ফেসবুক কোডটি।
<script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script><fb:like show_faces="true" width="450" font="arial"></fb:like>
তারপর টেমপ্লেট সেভ করলেই পোস্টের শুরুতে যুক্ত হয়ে যাবে ফেসবুক লাইক বাটনটি।

আবার যদি পোস্টের শেষে লাইক বাটন দিতে চান তাহলে নিচের লাইনটি বের করে তার উপরে ফেসবুক কোডটি দিতে হবে।
<data:post.body/>
তারপর টেমপ্লেট সেভ করলেই হবে।
»» read more

ব্লগারে NavBar ফেরত আনুন

ব্লগারে নতুন টেমপ্লেট ইনস্টল করলে অনেক সময় NavBar দেখা যায় না। নতুন পোস্ট করার জন্য এটা উটকো ঝামেলা। তবে সমাধানও আছে। এজন্য প্রথমেই ড্যাশবোর্ডে যান। তারপর ডিজাইন এ যান। এডিট এইচটিএমএলে নিচের কোডটি খুঁজে বের করুন।

#navbar-iframe {
display: none !important;
}

এটি মুছে দিন অথবা ডিজেবল করে দিন নিচের মত।

#navbar-iframe {
#display: none !important;
#}

এবার কোডটি সেভ করে ব্লগে ঢুকুন। দেখবেন NavBar চলে এসেছে।
»» read more

Wednesday, 18 April 2012

জেনে নিন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু কম্পিউটার তথ্য

আমরা জানি যে, কম্পিউটার বর্তমান সময়ের সবচেয়ে কল্যাণকর ও জনপ্রিয় প্রযুক্তি। এজন্য বর্তমান যুগকে বলা হয় কম্পিউটারের যুগ। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কম্পিউটার প্রযুক্তির দ্রুত প্রসার ঘটে চলেছে। কম্পিউটার বিষয়ে জানা এবং কম্পিউটার ব্যবহারে  কারোরই আগ্রহের কমতি নেই।  তবে মাঝে মাঝে যখন কাউকে কম্পিউটার বিষয়ক কোন প্রশ্ন করি  বেশির ভাঘই উত্তর দিতে ব্রেনের ঘাম কপালে বের করে পেলে। তাই  আমার সকল বন্ধুদের জন্য নিছে কিছু কমন থিউরি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি থিউরিগুলো থেকে আপনারা উপকৃত হবেন।






প্রশ্নঃ কম্পিউটার কি?
উত্তরঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। যা মানুষের দেয়া তথ্য যুক্তিসংঙ্গত নির্দেশের ভিত্তিতে অতি্দ্রুত এবং নির্ভূলভাবে গণনা ও সম্পাদন সহ সঠিক ফলাফল প্রদান করতে পারে। তবে বর্তমানে কম্পিউটার শুধু গণনা কাজেই নয়, প্রায় সব ধরনের কাজে ব্যবহৃত হয়। যেমনঃ লেখাপড়া করা, মদ্রণ করা, তথ্য সংরক্ষন করা, গান শোনা, সিনেমা দেখা, খেলা করা, টেলিফোন করা, দেশ-বিদেশের সাথে তথ্য আদান-প্রদান করা ইত্যাদি।
প্রশ্নঃ কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তরঃ কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন কমপুটেয়ার (Computare) থেকে যার অর্থ গণনা করা। সে হিসেবে কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র।
প্রশ্নঃ কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
উত্তরঃ কম্পউটার একটি বহুবিধ বৈশিষ্ট্যসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলঃ নির্দেশনা অনুযায়ী কাজ করা, দ্রুতগতি, নির্ভূলতা, ক্লান্তিহীনতা, বহুমুখীতা, স্মৃতিতে সংরক্ষণ ক্ষমতা, কাজের সূক্ষ্মতা, সহনশীলতা ইত্যাদি।
প্রশ্নঃ কম্পিউটার কে আবিস্কার করেছেন?
উত্তরঃ কম্পিউটার উদ্ভাবনের কৃতিত্ব কোন একক ব্যক্তির নয়। যুগ যুগ ধরে বিভিন্ন দেশের অজস্র বিজ্ঞানী ও উদ্ভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফসল কম্পিউটার। এ প্রচেষ্টায় ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যবেজ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বলে তাঁকে একজন খামখেয়ালি ও বাতিকগ্রস্ত মানুষ মনে করা হলেও তাঁর ধারণা ও পরিকল্পনার জন্য তিনি আধুনিক কম্পিউটারের জনক হয়ে আছেন।
প্রশ্নঃ কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটারের যান্ত্রিক অংশসমূহকে হার্ডওয়্যার বা যন্ত্রসামগ্রী বলা হয়। হার্ডওয়্যার বা যন্ত্রাংশসমূহ পরিচালনার জন্য উপযুক্ত সফ্টওয়্যার বা প্রেগ্রামসামগ্রীর প্রয়োজন হয়। হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সম্মিলিত কার্যকলাপের মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে। এদের একটি ছাড়া অন্যটি কিছু করতে পারে।
প্রশ্নঃ অপারেটিং সিস্টেম বলতে কি বুঝায়?
উত্তরঃ কম্পিউটারের নিজস্ব অভ্যন্তরীণ কার্যপ্রণালীর নিয়ন্ত্রন ও পরিচালনার কাজে ব্যবহৃত সফ্টওয়্যারকে অপারেটিং সিস্টেম বলা হয়। অপারেটিং সিস্টেম মূলত কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারকারীর কাজের পরিবেশ সৃষ্টি করে এবং ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই কম্পিউটারকে অনবরত চালু রাখতে সহায়তা করে।
প্রশ্নঃ ইন্টারনেট কি?
উত্তরঃ ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমবায়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারটের মাধ্যমে এক নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সাথে ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সাথে যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেটওয়ার্কিং (Internetworking) বলা হয়। সে হিসেবে ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কও বলা হয়।
সময়ের সল্পতার কারনে অল্প কিছু তথ্য দেয়া হয়েছে। আপনাদের মতামত পেলে আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো।
»» read more

হার্ট ভালো রাখবেন কীভাবে?

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। বর্তমানে যে শারীরিক সমস্যাটা বেশ লক্ষ্য করা যায় তা কি জানেন? হ্যা হৃদরোগ। বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষই হৃদ রোগে আক্রান্ত। গত বছরের তুলনায় বর্তমানে হার্ট এটাক ও অন্যান্য রোগ গুলো বাড়ছে চরম গতিতে। মুলত বিশেষজ্ঞদের মতে খাবার ও চলাফেরার অনিয়ম এবং বংশের সূত্র ধরেও হৃদ রোগ হতে পারে। সত্যি বলতে হার্টের রোগ খুবই মারাত্বক ও যন্ত্রনাদায়ক একটা রোগ। যার হার সময়ের সাথে সাথে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু নিজেদের প্রতি সচেতন হই তাহলে মুলত হার্ট ভালো রাখার কিছুটা ভরসা পাওয়া যেতে পারে। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম।

হার্টের যত্ন নেবার কিছু টিপসঃ

  • প্রথমেই যদি মুসলমান হয়ে থাকেন তাহলে নিয়মিত পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করুন। কারণ বিজ্ঞানে এখন এটা প্রমাণিত যে সকল প্রকার রোগ ব্যাধি নামাযের মাধ্যমে দূর করা সম্ভব।
  • সকল প্রকার মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
  • তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহন পরিহার করুন। বিশেষ করে “সিগারেট” ।
  • স্বাস্থ্যকর খাবার খান।
  • তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার পরিহান করুন। বিশেষ করে ফাষ্টফুড এবং ফুটপাতের খোলা খাবার।
  • বেশী বেশী করে সকল প্রকার ফলমূল ও শাক সবজি খান।
  • লবণ ও চিনি কম খান।
  • প্রয়োজনে নিয়মিত আদা ও অন্যান্য মসলা দিয়ে রং চা খান। তবে চিনি ছাড়া।
  • নিয়মিত ব্যায়াম করুন এবং সাথে সাথে নিয়মিত হাটার অভ্যাস করুন।
  • আপনার দেহের গঠন ও উচ্চতা অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখুন।
  • উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন।
  • রক্তে কোলেষ্টেরলের মাত্রা সঠিক রাখার চেষ্টা করুন। আপনার বয়স যতি চল্লিশ বা তার বেশী হয় তাহলে প্রতি ছয় মাসে অন্তত একবার রক্তে চর্বির পরিমাণ পরীক্ষা করুন।
  • অতিরিক্ত মানসিক চাপ ত্যাগ করুন।
  • বাচ্চাদের ক্ষেত্রে যদি গলা ব্যাথা ও বাতজ্বর হয় তাহলে অতি সত্তর ডাক্তারের কাছে যান।
  • যাদের বংশসূত্রে হৃদরোগ আছে তারা বেশী সাবধানতা অবলম্বন করুন।
  • কম বয়সে হৃদরোগ হবে না এমন ধারণা মোটেও করবেন না।
সব শেষে বলবো হার্টের সুস্থতা মানে আপনার নিজের সুস্থতা। মনে রাখবেন হার্টের যত্ন নিবেন তো হার্ট আপনার যত্ন নিবে। সুতরাং কিছু সাধারণ নিয়ম মেনে চলে হার্টকে সুস্থ রাখুন। আমাদের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমীন
»» read more

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার নোকিয়া ফোনের নিরাপত্তা নিশ্চিত করুন

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ। মোবাইল আমাদের সকলের কাছে একটি প্রিয় জিনিস। বর্তমানে নোকিয়ার ফোনই সবার হাতে বেশি দেখা যায়। প্রায় সবারই ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার এবং তাতে ভাল ভাল সফটওয়ার ব্যবহার করার। আর নোকিয়ার ভাল মোবাইল বলতে বর্তমানে Touch মোবাইলগুলোই সেরা। নিজের প্রিয় মোবাইলটি মানুষের হাত থেকে রক্ষা করার জন্য আমরা মোবাইলকে সুরক্ষা কোড দিয়ে সুরক্ষিত রাখি। অনেক সফটওয়্যারও রয়েছে, যেগুলো দিয়ে মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
কিন্তু আমি আজকে আপনাদের যে সুরক্ষা সফট্ওয়ারটির কথা বলব সেটি একেবারে ভিন্ন। এটি লক/আনলক করতে প্রয়োজন হয় আপনার আঙ্গুলের ছাপ। আর এই ভিন্নধর্মী সফট্ওয়ারটির নাম হল “Fingerprint”। বাজারে এই সফট্ওয়ারটির দাম $4.99 ডলার। কিন্তু আপনাদেরকে আমি এই সফট্ওয়ারটির Crack Version উপহার দিলাম।
নিচে সফট্ওয়ারটির ওয়েবসাইট থেকে নেওয়া ইংরেজিতে এর সম্পর্কে কিছু তথ্য ও ব্যাবহার দিলাম।
Description When the FingerPrint screen pops up, you need to touch your finger to the screen to be “scanned” for your identity, there will be vibration and beep sounds during the scan. The phone will be unlocked not depend on whose finger it is, but on how many beeps or vibrations since your finger touch the screen ;-) Play the trick with your friend to show off your phone and make some fun with this top quality and most popular app TODAY!
How to use Unlock Condition (times) – Beep/Vibrate times to unlock – if you set it to 0, once your finger is removed, the phone will be unlocked! – if you set it to 3, remove your finger after hearing 3 beeps or the phone vibrate for 3 times, the phone will be unlocked! Otherwise, an “Access Denied” red box will be displayed ;-)
দুইটা স্কিনশর্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম
Unlock Screen
Optionsতবে হ্যা আপনার মোবাইলটি যদি হ্যাক (Hack) করা না থাকে তাহলে আপনার মোবাইলে সফট্ওয়ারটি ইন্সটল হওয়ার সময় সার্টিফিকেট এক্সপায়ার্ট (Certificate Expired) বা Certificate Error contact the software publisher ইত্যাদি রকমের তথ্যাদি দেখাতে পারে। এজন্য হয় আপনার মোবাইলটি   হ্যাক করা থাকতে হবে আর না হলে সফট্ওয়ারটি আপনাকে সাইন (Sign) করে ঢুকাতে হবে। সফট্ওয়ারটি সাইন করার জন্য এখানে ক্লিক করতে পারেন।
এই সফটওয়ারটি যেসব মোবাইলে সাপোর্ট করবে তা হল-
Nokia: 5228, 5230, 5233, 5235, 5250, 5530, 5800, C6, N97, N97 Mini, X6, X7, C6
Samsung: GT i8910 Omnia
Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna
***************************************************************************************************
অনেক কথা বললাম এখন ডাউনলোডের পালা। ডাউনলোড করুন এখান থেকে
ক্রুটি মার্জনীয়। আল্লাহ হাফেজ।
»» read more

নিশ্চিত করুন ফেইসবুকের নিরাপত্তা

বর্তমানে ফেইসবুক একাউন্ট এ সবারই কিছু না কিছু গুরুত্বপূর্ন স্পর্শকাতর তথ্য থাকে। আর এ জন্য একাউন্টের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ন বিষয়। আপনি কি নিশ্চিত যে আপনার অগোচরে কেউ আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করছে না? যদি নিশ্চিত হতে চান তাহলে আপনাকে করতে হবে ছোট্ট একটি কাজ। আর এ জন্য প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। এরপর Account Settings এ যান
ধাপ-১Account Security এর পাশের Change বাটনে ক্লিক করুন
ধাপ-২
যে কয়েকটি লোকেশন থেকে আপনার একাউন্ট এ লগইন করা হয়েছে, সেগুলো এখানে দেখানো হবে। এছাড়াও এখানে দু’টি সিকিউরিটি অপশন থাকবে। কেউ যদি ভিন্ন লোকেশন থেকে আপনার একাউন্ট এ লগইন করে, তাহলে একটি ই-মেইল অথবা টেক্সট ম্যাসেজ পাওয়ার অপশন এখানে রয়েছে। Send me an email অথবা Send me a text message এ টিক দিয়ে এ Save ক্লিক করুন।
ধাপ-৩
এখন লগ আউট করুন। এবার আবার লগইন করুন। নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেনঃ
ধাপ-৪
Computer Name এ যে কোন একটি নাম দিয়ে Continue করুন। এই কাজটি করতে হবে আপনার নিজের কম্পিউটার অর্থাৎ যেটি দিয়ে আপনি সাধারনত ফেইসবুকে লগইন করেন সেটি থেকে। এবার আপনার ইমেইল চেক করুন। দেখবেন একটি ইমেইল পৌছে গেছে।
ধাপ-৫
ব্যাস কাজ শেষ। এরপর থেকে ঐ কম্পিউটার ছাড়া ভিন্ন কোন লোকেশন থেকে আপনার একাউন্ট এ লগইন করা হলে আপনাকে একটি ইমেইল অথবা টেক্সট ম্যাসেজ সেন্ড করা হবে। আশা করি কাজে লাগবে।
»» read more

পরিচিত হোন ফেইসবুকের সবচেয়ে বয়স্ক ব্যবহারকারীর সাথে

এক সময় ফেইসবুক শুধুমাত্র তরুন প্রজন্মের ক্রেজ ছিল। কিন্ত এখন আর সেই দিন নেই। আমার মামা-মামী যখন ফেইসবুকে একাউন্ট খুললো, তখন সত্যি অবাক হয়েছিলাম। আর ভাবছিলাম কবে জানি আমার মা-বাবা বলে তাদেরও ফেইসবুকে একাউন্ট আছে। এখন প্রায় সবার বন্ধু-বান্ধবের পাশাপাশি, মামা, চাচা, খালা এমনকি বাবা-মাও ফ্রেন্ড লিস্টে রয়েছেন। তবে আজকাল আরেকটি মজার বিষয় দেখা যাচ্ছে। দুনিয়ার সবচেয়ে বয়স্ক ব্যাক্তিরাও যোগ দিচ্ছেন ফেইসবুকে :)
Lillian Lowe
Lillian Lowe
ইনি Lillian Lowe। ১০৩ বছর বয়স্ক ইনিই বর্তমানে ফেইসবুকের সবচেয়ে বয়স্ক ব্যবহারকারী। এর আগে ১০৪ বছর বয়স্ক এক ব্যবহারকারী গত জুলাই এ মারা যাওয়ার পর, এই খেতাব অর্জন করেন Lillian। তারা দু’জনেই ইংল্যান্ডের নাগরিক। আর বলাই বাহুল্য, ইংরেজরা সহজে বুড়ো হয়না :P এখানে ৬০-৭০ বছর বয়স্ক পুরুষ-মহিলারা যুবকদের মতই দিব্যি রাস্তায় ঘুরে বেড়ায়।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালকে তিনি বলেছেন যে ফেইসবুকে তার ৩৪ জন বন্ধু রয়েছে। তাদের মধ্যে তার ৭ জন নাতী-নাতনী এবং তাদের ছেলেমেয়েও রয়েছেন। মূলত আইপ্যাড ব্যবহার করেই তিনি ফেইসবুক ব্রাউজ করেন। ফেইসবুক সম্পর্কে তার মতামতঃ
“I love it — it’s very exciting. It’s a wonderful way of finding out about things. I recommend it for any grandparents to keep in touch with family.”
যদিও ফেইসবুক এখনো নিশ্চিত করেনি যে তিনিই ফেইসবুকের সবচেয়ে বয়স্ক ব্যাক্তি। তবে তিনি তার পরিবারের সাথে ফেইসবুকের মাধ্যমে আরেকটু ঘনিস্ট হওয়ার সুযোগ পেয়ে সত্যি আনন্দিত।
»» read more

আজ আপনাদের একটা মজার কাজের সফটওয়্যারের কথা বলতে এসেছি

আজ আপনাদের একটা মজার কাজের সফটওয়্যারের কথা বলতে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের ফোল্ডার লোক, হাইড, এ ধরনের সফট এর কথা শুনেছেন এবং ব্যবহার করে আসছেন। যদি এমন কোন সফটওয়্...যার পাওয়া যায়, যা দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ, সিডি, ইউ এস বি সহ লক কিংবা হাইড করে রাখা যায় আপনার ইচ্ছে অনুসারে, তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজ এমনই একটি সফটওয়্যার এর কথা বলবো। যার নাম হল Hide My Drives। এটা দিয়ে আপনি কম্পিউটারের যে কোন ড্রাইভকে লুকানো, লক করে রাখতে পারেন।

ডাউনলোড লিংক ও চিত্র সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/?p=20271
»» read more

ওয়ার্ডপ্রেস ব্লগের ইংরেজী ডিজিট গুলোকে বাংলায় রূপান্তর করুন

ওয়ার্ডপ্রেস এর লোকাইলাইজেশন ফাইল বা বাংলা ল্যাঙগুয়েজ প্যাক তৈরী হওয়া সত্বেও কিছু কিছু সংখ্যা ইংরেজী ডিজিট থেকে যায়। তবেএকটি কোডটি ব্যবহার করলে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ব্লগের ইংরেজী ডিজিট গুলোকে বাংলায় রূপান্তর করানো যায়। এই কোডটি মডিফাই করেছেন তারেক প্লানেট। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনিও ব্যবহার করে দেথতে পারেন।
ইংরেজী ডিজিট
ইংরেজী ডিজিট
এ জন্য আপনাকে যা করতে হবে:-
প্রথমে আপনার ব্লগের Dashboard এ লগিন করুন —সাজসজ্জা ( Appearance ) থেকে সম্পাদক ( Editor ) এ যান । functions.php ফাইলটি খুজে বের করুন, নীচে ?> এই কোডটির আগে অথবা নাহলে একদম শেষে অথবা লাইনের শেষ বুঝাচ্ছে এ রকম এর আগে
/**
* This function converts all english number's to bangla number
*/
function make_bangla_number($str)
{
$engNumber = array(1,2,3,4,5,6,7,8,9,0);
$bangNumber = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);
$converted = str_replace($engNumber, $bangNumber, $str);
return $converted;
}
add_filter( 'get_the_time', 'make_bangla_number' );
add_filter( 'the_date', 'make_bangla_number' );
add_filter( 'comments_number', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_date', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_time', 'make_bangla_number' );

এই কোডটি বসিয়ে দিন এবং ফাইলটি ফাইল হালনাগাত ( Update ) এ ক্লিক করুন। এবার আপনার ব্লগে প্রবেশ করুন দেখুন হয়ে গেছে। কোন সমস্যা হলে আমাকে জানাবেন
»» read more

ওয়ার্ডপ্রেস ওয়েব ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন সুবিধা

ব্লগার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন নানা কারণে ব্যস্ত থাকার কারণে বিপ্রতে লেখালেখি করতে পারি নাই। তাই দেখা মেলেনি। আবার কিছুটা সময় পেলাম, তাই চলে এলাম বিপ্রতে। আপাতভাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত একটি নতুন সংবাদের কথা জানাতে এই লেখা


লাখো লাখো ওয়ার্ডপ্রেস ওয়েব ব্যবহারকারীদের জন্য সুসংবাদ বয়ে এনেছে ফ্রি ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান অটোম্যাটিক ও ফেডারেটেড মিডিয়া। এখন থেকে এসব ব্যবহারকারীদের ব্লগসাইটে বিজ্ঞাপন ব্যবহার করার সুযোগ থাকছে। ফলে উন্মুক্ত হচ্ছে আয়ের নতুন পথ। সম্প্রতি সান ফান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ সম্মেলনে সহযোগি প্রতিষ্ঠান দুটি এই ঘোষনা দেয়।
ফেডারেটেড মিডিয়ার প্রধান নির্বাহী ডেয়ানা ব্রাউন জানান, ‘বিভিন্ন ব্রান্ড ও বিজ্ঞাপনদাতারা যাতে তাদের পণ্যের প্রসারে ওয়ার্ডপ্রেস ওয়েবে বিজ্ঞাপন দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। পাঠকদের লক্ষ্য করে কনটেক্সচুয়াল বিজ্ঞাপন প্রদান করা হবে। এতে ব্লগটির মালিকসহ সকল পক্ষ উপকৃত হবে। ব্লগারা আর্থিক সুবিধা পাবেন।
তবে ওয়ার্ডপ্রেস ডটকম সাইট ব্যবহারীদের কাছ থেকে কিভাবে অটোম্যাটিক ও ফেডারেটেড মিডিয়া রাজস্ব আদায় করবে সেটা পরিষ্কার করে জানানো হয়নি। ওয়ার্ডপ্রেস জানিয়েছে, গত বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ইন্টারনেটের সকল ওয়েবসাইটটের মধ্যে ১৫ শতাংশ ওয়ার্ডপ্রেস ভিত্তিতে তৈরি করা হয়েছে। অটোম্যাটিকের প্রধান নির্বাহী টনি স্লেইডার বলেন, বর্তমানে ২২ শতাংশ নতুন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইন্সটলের জন্য নিবন্ধনভুক্ত হয়। ফলে নতুন এই সেবাটি সাফল্যজনক হবে।
»» read more

আসুন ওয়ার্ডপ্রেস সাইটে ভিজিটর ধরে রাখার মত একটা 404 বানাই



404 page :
কোন সাইটে আমরা যখন কোন লিংকে ক্লিক করি যদি সেই পোস্টটা না থাকে মানে আগেই ডিলিটেট হয়ে যায় অথবা লিংক ভুল হয় ,তখন আমাদের একটা পেইজে নিয়ে যায় , সেই পেইজের নাম 404 page . সেখানে মোটামোটি একটা কথা থাকে যে “দুঃখিত  আপনি যেই পোস্টটা খুঁজছেন , সেইটা এখানে নাই “  ।
এ অবস্থায় ভিজিটর স্বভাবত ব্যাক বাটনে ক্লিক কইরা চলে যায় । এই পেইজটা  এমনভাবে সাজানো যায় যে , ভিজিটর ব্যাক না করে সাইটের অন্য পোস্ট গুলো দেখে । এই পেইজে যদি সাইটের অন্য পোস্ট গুলো আর্কাইভ আকারে , ক্যাটেগরি আকারে সাজানো থাকে  এবং সাইটের পেইজগুলি ও থাকে , তাহলে ভিজিটর এইগুলো দেখার আগ্রহ দেখাবে ।
এখন দেখা যাক ওয়ার্ডপ্রেসে কিভাবে এইরকম 404 page বানানো যায় । আপনার থিম ফোল্ডারে 404.php নামে একটা php ফাইল থাকে । না থাকলে এই নামে একটা বানাতে
হবে । এখন সেই ফাইলে কোডটা যোগ করতে হবে । আগে কোডটা দেখুন পরে বিস্তারিত আলাপ করতেছি ।
<h1> Not Found, Error 404 </h1>
<p> The page you are looking for no longer exists.</p>
<p> May be you can find what you are looking for by searching the site archives! </p>
<b> Search by page: </b>
<ul>
<?php wp_list_pages(‘title_li=’);?>
</ul>
<b> Search by Month: </b>
<ul>
<?php wp_get_archives(‘type=monthly’);?>
</ul>
<b> Search by category : </b>
<ul>
<?php wp_list_cats(‘sort_column=name’);?>
</ul>
এই হল কোড । এটা খুবই সোজা ।
Php কোড গুলো একটু দেখি । এখানে  <?php wp_list_pages(‘title_li=’);?>
কোডটি দ্বারা সাইটের পেইজগুলি লিস্ট আকারে দেখাবে ।
তারপর  <?php wp_get_archives(‘type=monthly’);?> কোডটি দিয়ে সাইটের আর্কাইভ দেখাবে । যেহেতু আমি একটা প্যারামিটার যোগ করে দিছি  monthly  সেহেতু এইটা
প্রতি মাসের নাম ধরে পোস্টগুলো নিয়ে একটা আর্কাইভ দেখাবে । অন্য প্যারামিটার ও যোগ করা যায় যেমন : yearly , daily ।
এরপর  <?php wp_list_cats(‘sort_column=name’);?>  কোডের জন্য ক্যাটেগরিগুলো
লিস্ট আকারে দেখা যাবে ।
ব্যস এইতো । আশাকরি বুঝতে সমস্যা হবে না ।
»» read more

ভিজ্যুয়াল বেসিক শিখুন খুব সহজে

কম্পিউটার  জীবনকে যেমন আধুনিক করেছে তেমনি পূরণ করেছে আশা আকাঙ্ক্ষা ! আর কম্পিউটারটা আসলে কি ? কাউকে প্রশ্ন করলে মানুষ হাসবে কেননা মানুষ জানে television (TV) এর মত দেখতে এবং সাথে একটি বাক্স আর typewriter এর মত একটি বোর্ড থাকে !!  কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন , এটা যদি একজন প্রোগ্রামার কে বলা হয় তবে সে বলবে SystemUnit +Monitor+ keyboard+Mouse দ্বারা একটি সম্পূর্ণ Computer হয় । কম্পিউটার মূলত যন্ত্র । এটিকে মানুষ দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেয় । আর  দিকনির্দেশনা কিভাবে দেয় ? এটাও একটা প্রশ্ন , এটা কম্পিউটার এর নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেওয়া হয় । কম্পিউটার এর আবার ভাষা ? হ্যাঁ কম্পিউটার এর ভাষা বলতে (0 & 1 ) বা (High & Low)  বুঝায় ।

computer এর বিভিন্ন ধরনের ভাষা রয়েছে যেমন : C, C++, Visual Basic , Java এরকম আরও অনেক ভাষা রয়েছে । যা দ্বারা কম্পিউটারকে আওত্তে আনা হয় ! এসব ভাষা compiler দ্বারা 0 , 1 পরিবর্তন করে কম্পিউটার কে বুঝিয়ে দেওয়া হয় ।
এদের মধ্যে বাস্তব সম্মত কাজ করা হয় মূলত Visual Basic দিয়ে। আর এটা শেখা সাধারন মানুষের  জন্য মোটামুটি সহজ!
আজ শেখাবো visual basic এর সাধারন একটি Programme  করা যায় ,    তবে তার আগে
Toolbar এর সাথে পরিচিত হই ।

এবার আপনি Download করে বা Disk হতে  PC তে Visual Basic 6.0 ইন্সটল দিয়ে ফেলুন । Install হয়ে গেলে প্রোগ্রাম click করে ওপেন করুন দেখবেন যে একটি Dialog Box এসেছে এখান থেকে আপনি Standard exe Select করে ওপেন করুন দেখবেন যে একটি নতুন window ওপেন হয়েছে । যার বাম পাশে Toolbar টি রয়েছে । এবং মাঝখানে form  রয়েছে একে Object বলে এবং এর নিচে code লিখতে হয় ।

ছবিতে আপনারা কিছুটা ধারনা পেলেন । এখন আশা যাক কিভাবে programme লিখবেন ।
আমরা   ১ থেকে ২০০ পর্যন্ত জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম করব ।
আমরা প্রথম বামপাশ থেকে অর্থাৎ Toolbar থেকে Command Box  Select করে Form এর উপর আঁকবো দেখতে  পাব একটি command box এসেছে এখন আমরা  command box এ Double Click করব আরেকটি window open হবে এতে নিম্নের  দুটি কোড লেখা থাকবে

Private Sub Command1_Click()
End Sub
এ দুটির মাঝে  নিচের কোড গুলো হুবহু লিখব
Dim a
For a = 1 To 200 Step 2
Print a
Next a
এরপর উপরের মেনু হতে RUN > Start  Click করলে রান হবে । এখন আপনি command 1 Button click  করুন  বা F5 চাপুন , দেখবেন বামপাশে Result show করবে ।
ব্যাস আপনার প্রোগ্রাম তৈরি complete । হ্যাঁ এটাকেই প্রোগ্রাম বলে ।
এবার আপনি project টি save করুন ।  এ জন্য File > Save Project As এবার আপনি Directory দেখিয়ে দিন এবং নাম দিয়ে Save করুন । দেখবেন সেভ হয়ে গেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আগামি পর্বে দেখাবো কিভাবে Color Set করা যায় এবং properties পরিবর্তন করতে হয়। এভাবে আস্তে আস্তে visual Basic এর অনেক প্রোগ্রাম দেখাবো । আশা করি আপনারা খুব সহজে visual Basic শিখতে পারবেন ।
পূর্বে প্রকাশিত
»» read more

যেভাবে ইন্টারনেটে আনন্দ নিতে পারেন

আপনার কি মনে হয় যে আপনি সবকিছু করে ফেলেছেন? আর খুব বিরক্ত বা ক্লান্ত হয়ে এই আর্টিকেলটি পড়ছেন? আচ্ছা, এই হল কিছু জিনিস যা আপনি ইন্টারনেটে করতে পারেন যখন ক্লান্তি বোধ করে থাকেন। বিষয়গুলি যাচাই করে দেখতে পারেন ইন্টারনেটের মজাদার দিকগুলো আবিষ্কার করতে।
১। ইন্টারনেট ব্রাউজারটি খুলুন। ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি যাই ব্যবহার করুন না কেন, সেটা ওপেন করুন।
২। গেম খেলুন! BeFunGames, AddictingGame, Miniclip, ShockWave ইত্যাদি সাইটগুলো অনলাইন গেমের জন্য বিখ্যাত সাইট। আপনার পছন্দ অনুযায়ী আরও সাইট নির্বাচন করতে পারেন। এছাড়াও JayIsGames থেকে আপনি ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় গেমের তালিকা পাবেন।
৩। গান শুনুন! Pandora, Rhapsody, AOL Radio, Mysapce Music এবং Playlist হচ্ছে কিছু সাইট যেখানে আপনি ফ্রি অনলাইন মিউজিক শুনতে পারেন।
৪। কিছু কুইজে অংশ নিন! Quizilla, Quibblo, Quizfarm ইত্যাদি সাইটগুলোতে আপনি অনেক আকর্ষনীয় কুইজে অংশগ্রহন করতে পারেন। আপনাকে সাইটগুলোতে রেজিস্টার করার কোন প্রয়োজন নেই। আপনি ফেসবুক বা মাইস্পেসেও এই ধরনের কিছু কুইজের অ্যাপ খুঁজে পাবেন।
৫। চ্যাট করুন! বিভিন্ন চ্যাটিং সাইট যেমন Omegle –এ যোগ দিন যেখানে আপনি সারা বিশ্বের হাজার হাজার নতুন লোকদের সাথে পরিচিত হতে পারেন, চ্যাট বা ভিডিও চ্যাটও করতে পারেন।
৬। ভিজিট করুন Bored ! আপনি Bored, তাইনা? Bored.com আপনাকে Bored হতে দিবে না।
৭। ফ্রি টিভি শো গুলো দেখুন! একদম লেটেস্ট থেকে শুরু করে আপনার পছন্দের পুরনো শো, সবকিছুই আপনার হাতের নাগালে। এর জন্য আপনি Hulu, Veoh, MySpaceTV, YouTube এর মত জনপ্রিয় সাইট দেখতে পারেন।
৮। ভিডিও দেখুন! Youtube বা DailyMotion এ যান মজাদার ও আমদপ্রদ যে কোন রকম ভিডিও দেখতে।
৯। ইমেইল চেক করুন। আপনি হয়তবা মজাদার অনেক ইমেইল পেতে পারেন যদি আপনি কোন একটি সার্ভেতে সাবসক্রাইব করে থাকেন।
১০। বিভিন্ন সাইট যেমন Digg ভিসিট করুন নানান বিষয়ের উপর আর্টিকেল বা ভিডিও পেতে। আপনার মত ইন্টারনেট ইউজার দ্বারা শেয়ার করা অনেক জিনিসই আপনি এখানে পাবেন যা আপনাকে হয়তবা ইন্টারনেটের সর্বোত্তম ব্লগের মতই মনে হবে।
১১। আপনার পছন্দের সার্চ ইঞ্জিনে যান এবং সার্চ করুন সেই সব বিষয় যাতে আপনি আগ্রহী। যেমন আপনি সার্চ করতে পারেন আপনার নাম, বন্ধুর নাম, বিভিন্ন শহর বা বিখ্যাত স্থানসমূহ ইত্যাদি।
১২। আপনার ফেসবুক, মাইস্পেস বা টুইটার অ্যাকাউন্ট চেক করুন। আজকের দিনে সোসিয়াল নেটওয়ার্কিং এর মত জনপ্রিয় বিষয়কে ইন্টারনেট বাবহারকারিরা এড়িয়ে চলতে পারে না। এই সব অ্যাকাউন্টগুলো আপনাকে বেশ কিছুভাবে আনন্দ দিতে সক্ষম। যেমনঃ বিভিন্ন পেজ আপডেট, অনলাইন গেম বা অ্যাপ্লিকেশান ইত্যাদি।
১৩। বিভিন্ন অনলাইন সার্ভে তে অংশ নিন। সময় অতিবাহিত করার এটি একটি ভাল মাধ্যম।
১৪। আপনি যদি সর্বশেষ খবরের প্রতি আগ্রহী হন, তাহলে আপনার পছন্দের বিষয় বা খেলাধুলার খবর রাখতে পারেন। CNN, New York Times ইত্যাদি সাইটগুলো থেকে শুরু করতে পারেন।
১৫। নিজের ব্লগ তৈরি করুন বা ব্লগ পড়ুন। WordPress বা Blogger এ আপনি নিজের ব্লগ খুলতে পারেন। নিজের অভিজ্ঞতা বা যেকোনো বিষয় শেয়ার করুন।
১৬। আপনি যদি তথ্যভাণ্ডারের খোঁজ রাখতে ভালবাসেন, তবে Wikipedia আপনার জন্য সর্বোত্তম। প্রয়োজনে তাদেরকে এডিটও করতে পারেন। যেমনঃ Wikihow
১৭। বিভিন্ন Strategic গেম খেলুন (ikariam, travian etc)! এগুলো আপনাকে আনন্দ দেবে আর সেই সাথে নতুন বন্ধু তৈরির সুযোগও দিবে।

টিপসঃ

  • আপনি যদি করার কিছুই না পান তবে Google এ যান এবং আপনার যেই শব্দটিই মনে হয় তা দিয়ে সার্চ করুন। মুহূর্তেই আপনি সেই বিষয়ের হাজার হাজার সার্চ রেজাল্ট পেয়ে যাবেন।
  • ইন্টারনেট বাবহারের ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অজানা বা নতুন কোন বাক্তির সাথে চ্যাটিং করার সময় এই বিষয়ে সতর্ক থাকবেন।
  • আপনার অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি আপডেটেড রাখুন যাতে করে ক্ষতিকর কোন লিঙ্ক বা ভাইরাস থেকে সুরিক্ষিত থাকতে পারেন।
  • আপনি যদি ১৮ বছরের কম বয়সী হন, তবে অবশ্যই বিশেষ নিরাপত্তা নিশ্চিত করুন। কোন বিষয়ে সমস্যার বা নিশ্চিত না হলে বড়দের সাহায্য নিন।
  • ইন্টারনেট ব্যবহার করার সময় খেয়াল রাখবেন আপনি কতখানি ডাটা ব্যবহার করছেন। বিশেষ করে যদি আপনি লিমিটেড বা প্রি-পেইড প্যাকেজ ব্যবহার করে থাকেন।
  • ইন্টারনেটে আসক্ত হয়ে পরবেন না। বাস্তবিক জীবনে প্রায় যেকোনো ধরনের লোকের জন্যই এটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়ায়।
  • ইন্টারনেট সংযোগ (ব্রডব্যান্ডই বাঞ্ছনীয়)
  • ইন্টারনেট ব্যবহার সম্পর্কে মোটামুটি ধারণা
  • সাধারণ জ্ঞানবোধ
  • অভিভাবকের অনুমতি (প্রয়োজন হলে)

সতর্কতাঃ

  • ইন্টারনেট বাবহারের ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অজানা বা নতুন কোন বাক্তির সাথে চ্যাটিং করার সময় এই বিষয়ে সতর্ক থাকবেন।
  • আপনার অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি আপডেটেড রাখুন যাতে করে ক্ষতিকর কোন লিঙ্ক বা ভাইরাস থেকে সুরিক্ষিত থাকতে পারেন।
  • আপনি যদি ১৮ বছরের কম বয়সী হন, তবে অবশ্যই বিশেষ নিরাপত্তা নিশ্চিত করুন। কোন বিষয়ে সমস্যার বা নিশ্চিত না হলে বড়দের সাহায্য নিন।
  • ইন্টারনেট ব্যবহার করার সময় খেয়াল রাখবেন আপনি কতখানি ডাটা ব্যবহার করছেন। বিশেষ করে যদি আপনি লিমিটেড বা প্রি-পেইড প্যাকেজ ব্যবহার করে থাকেন।
  • ইন্টারনেটে আসক্ত হয়ে পরবেন না। বাস্তবিক জীবনে প্রায় যেকোনো ধরনের লোকের জন্যই এটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়ায়।

যা যা প্রয়োজনীয়ঃ

  • ইন্টারনেট সংযোগ (ব্রডব্যান্ডই বাঞ্ছনীয়)
  • ইন্টারনেট ব্যবহার সম্পর্কে মোটামুটি ধারণা
  • সাধারণ জ্ঞানবোধ
  • অভিভাবকের অনুমতি (প্রয়োজন হলে)
»» read more

একসাথে যুক্ত করুন আপনার একাধিক পিডিএফ ফাইল

PDF ফাইলের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি আমাদের অতি প্রয়োজনীয় একটি ফাইল ফরম্যাট। অনেক সময় আমাদের একাধিক পিডিএফ ফাইলকে একসাথে যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজটি খুব দ্রুত ও সহজে করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।

১। প্রথমে PDFBinder সফটওয়্যার এর সাহায্য নিতে হবে, তাই code.google.com/p/pdfbinder এই লিংকে প্রবেশ করুন।
২। PDFBinder হোমপেজ থেকে, Download ট্যাবে ক্লিক করুন।
৩। ফাইলের তালিকা থেকে, সফ্টওয়্যার সাম্প্রতিকতম ভার্সনটি নির্বাচন করুন।
৪। ফাইলের তালিকা থেকে, সাম্প্রতিকতম সফ্টওয়্যারটি নির্বাচন করে সঠিক ভাবে ইনস্টাল করুন।
৫। ইনস্টল করার পরে PDFBinder খুলুন। আপনি যদি আপনার ডেস্কটপে শর্টকাট কি দেখতে না পান, তাহলে আপনার স্টার্টমেনু চেক করুন।
৬। সফ্টওয়্যারটি ওপেন হলে, Add Fileএর মাধ্যমে প্রথম ফাইল টি নির্বাচন করুন।
৭। Add File মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী PDF ফাইলগুলি  যোগ করুন।
৮। PDF ফাইল গুলো আপনার পছন্দ মত উপর নিচ করে পুনর্বিন্যাস করতে পারবেন।
৯। Bindবাটনে ক্লিককরুন।
সবশেষে নতুন ফাইলটির নাম দিয়ে আপনার কম্পিউটার এ সংরক্ষণ করুন। কিছুক্ষণ এর মধ্যেই আপনারনতুন তৈরি হওয়া PDF ফাইলটি দেখতে পাবেন।
»» read more

ব্লগস্পট ব্লগ [পর্ব-২২] :: আপনার ব্লগস্পট ব্লগেই দেখুন ক্রিকেটের লাইভ স্কোর

আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।
আসুন তাহলে আজকের টিউন শুরু করি।
আজ আমি আপনাদের শেয়ার করবো কিভাবে আপনি আপনার ব্লগে লাইভ ক্রিকেট স্কোর গেডজেড যোগ করবেন।
অনেকেই অনেক ভাবে এটি করে থাকে , তবে বেশির ভাগই কোন সাইটে গিয়ে রেজি: করে তারপর HTML কোডটি তার ব্লগে সেট করে।
তবে আমি আপনাদের রেডি করা  কোড দেব যা শুধু আপনার ব্লগের গেডজেডে সেইভ করলেই হবে।
আপনার ব্লগে লাইভ স্কোর গেডজেড যেভাবে যোগ করবেন :
  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করে নিন
  • তারপর Deshboard>> Design >> Add A Gadget এ ক্লিক করুন
  • তারপর নিচের কোড টুকু কপি করে পোস্ট করে সিভ করুন

<script>
 app="<a href="http://www.cricwaves.com/" target="_blank">http://www.cricwaves.com/</a>"; mo="f1"; nt="2"; wi ="w";
 co ="2"; ad="1";
 </script>
 <script type="text/javascript" src="<a href="http://www.cricwaves.com/widgets/script/scoreWidgets.js" target="_blank">http://www.cricwaves.com/<wbr>widgets/script/scoreWidgets.js</wbr></a><wbr>"></script>
 
 এবার প্রিভিউ দিয়ে দেখুন ।
 
»» read more

ব্লগস্পট ব্লগ [পর্ব-০৩] :: কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের টাইটেল স্টাইল পরিবর্তন করবেন


আজ আমি আপনাদের কাছে হাজির হলাম কিভাবে আপনার ব্লগের টাইটেল  স্টাইল পরিবর্তন করবেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা, একেবারেই সহজ।
  • ১)  প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন।
  • ২) তারপর ব্লগারে ড্যাসবোর্ড থেকে Design > Page Element এ গিয়ে Add a gadget এ ক্লিক করুন
  • ৩) এরপর HTML/JavaScript সিলেক্ট করলে একটি এডিটর খুলবে। এখানে Title এর জায়গা খালি রেখে Content এর জায়গায় নিচের কোডসমুহ কপি করে পেস্ট করুন। এখানে Write Your Title লেখার জায়গায় আপনার পছন্দমত লেখা দিলে তা টাইটেল বারে প্রদর্শিত হবে।   

<script language="JavaScript1.2">
// *******************************************************************
// script by drevil_nz, Michael Dillon, Christchurch New Zealand.
// Permission granted to use this script provided this credit
// remains intact. Visit my homepage <a href="http://www.chc.quik.co.nz/juggler/mikey.html" target="_blank">www.chc.quik.co.nz/juggler/mikey.html</a>
// Script written for Internet Explorer 4.0+.
// *******************************************************************
var message="Write Your Title"     //specifys the title
var message=message+"          " //gives a pause at the end,1 space=1 speed unit, here I used 10 spaces@150 each = 1.5seconds.
i="0"         //declares the variable and sets it to start at 0
var temptitle=""                 //declares the variable and sets it to have no value yet.
var speed="150"                  //the delay in milliseconds between letters
function titler(){
if (!document.all&&!document.getElementById)
return
document.title=temptitle+message.charAt(i)  //sets the initial title
temptitle=temptitle+message.charAt(i)       //increases the title by one letter
i++    //increments the counter
if(i==message.length)    //determines the end of the message
{
i="0"    //resets the counter at the end of the message
temptitle=""    //resets the title to a blank value
}
setTimeout("titler()",speed)   //Restarts. Remove line for no-repeat.
}
window.onload=titler
</script>
<script language="JavaScript1.2">// *******************************************************************// script by drevil_nz, Michael Dillon, Christchurch New Zealand. // Permission granted to use this script provided this credit        // remains intact. Visit my homepage <a href="http://www.chc.quik.co.nz/juggler/mikey.html//" target="_blank">www.chc.quik.co.nz/juggler/mikey.html//</a> Script written for Internet Explorer 4.0+.// ******************************************************************* var message="Supernova Solar Systems"     //specifys the titlevar message=message+"          " //gives a pause at the end,1 space=1 speed unit, here I used 10 spaces@150 each = 1.5seconds. i="0"         //declares the variable and sets it to start at 0var temptitle=""                 //declares the variable and sets it to have no value yet.var speed="150"                  //the delay in milliseconds between letters function titler(){if (!document.all&&!document.getElementById)returndocument.title=temptitle+message.charAt(i)  //sets the initial titletemptitle=temptitle+message.charAt(i)       //increases the title by one letteri++    //increments the counterif(i==message.length)    //determines the end of the message{i="0"    //resets the counter at the end of the messagetemptitle=""    //resets the title to a blank value}setTimeout("titler()",speed)   //Restarts. Remove line for no-repeat.} window.onload=titler</script>
 আশা করি সবাই পারবেন। সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
 
                                               
»» read more

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০১] :: আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করুন

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করবেন। এটি অনেকেরই জানা থাকতে পারে। তবে ব্লগের মন্তব্য পরে যা বুজতে পারছি, এখানে অনেকেই আমার মত নতুন ব্লগার। আমি মনে করি তাদের এই পোস্টটি অনেক উপকারে লাগবে।
এভাবে ব্লগের লেভেল কে দেখালে আপনার ব্লগ ডিজাইন সুন্দর দেখাবে এবং পাশাপাশি আপনার ব্লগের পেইজ লোড হওয়ার সময়ও কমে আসবে। আর আপনার ব্লগে যদি বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ধরে, তাহলে এখনি এই গেজেটটিকে ড্রপডাউন মেনুর মতো করে নিন। ব্লগের জায়গা বাঁচবে। আসুন তবে দেখে নেয়া যাক কিভাবে করবেন আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর।
  • ১) প্রথমে ব্লগার.কম এ লগইন করে dashboard থেকে আপনার desired ব্লগটার layout এ যান ।
  • ২) add a Gedjet ট্যাব এ ক্লিক করে সেখান থেকে একটি লেবেল গেজেট নিয়ে সেভ করুন।
  • ৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে।
  • ৪) Expand Widget Templates লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দিবেন না।
  • ৫) এবার contrl+F চেপে নিচের লাইনটি খুঁজে বের করুন ।
1
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
৬) আশা করি পেয়ে গেছেন এখন খুঁজে পাওয়া লাইনটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি স্থাপন করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<h2><data:title/></h2>
</b:if>
<div class=’widget-content’>
<br/>
 
<select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’>
<option>Label Gadget Name</option>
<b:loop values=’data:labels’ var=’label’>
<option expr:value=’data:label.url’><data:label.name/>
</option>
</b:loop>
</select>
 
<b:include name=’quickedit’/>
</div>
</b:includable>
</b:widget>
পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।
যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন। উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।
»» read more

Tuesday, 17 April 2012

সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিস্টোর করুন !

কারণে-অকারণে, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত অথবা ফোনের যেকোন জটিল সমস্যার জন্য মাঝে মধ্যেই ফোন রিষ্টোর/রিসেট দেয়া ছাড়া উপায় থাকে না। তবে অনেকেই কিছুটা সমস্যায় পড়েন এই রিষ্টোর/রিসেট নিয়ে। কারণ তারা জানেননা কিভাবে এটি করতে হয়। আর জানলেও অনেকেই দেখা যায় তাদের ফোনের সিকিউরিটি কোড জানেন না। ফলে ফোন রিষ্টোর/রিসেট করা তাদের পক্ষে সম্ভব হয় না।
ফোন মূলত দুইভাবে রিষ্টোর/রিসেট করা যায়
যথাঃ
  • সফট রিসেট
  • হার্ড রিসেট

যেভাবে আপনার ফোনের সফট রিসেট করবেনঃ

সফট রিসেটটি মূলত ফোন রিষ্টোরের প্রথম ধাপ। এই রিসেটের মাধ্যমে শুধুমাত্র ফোনের সেটিং সমূহ রিষ্টোর হবে অর্থাৎ আপনার ফোনের কোনকিছু ডিলিট হবে না। হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে সফট রিসেট করে দেখা উচিত।
সফট রিসেট করতে-
(ক) আপনার ফোনে *#7380# প্রেস করুন। এবং Yes করুন।
(খ) ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK করুন। (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না তাই কোড জানা না থাকলে হার্ড রিসেট-এর ফোন অনুযায়ী ২য়-৫ম পদ্ধতিগুলি অনুসরণ করুন)
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ফোন চালু হলে লোকেশন চাইবে "Bangladesh" দিলে OK করুন।
(ঙ) আপনার ফোনের সফট রিসেট কমপ্লিট !
আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। যদি এখনো সমস্যা করে তাহলে হার্ড রিসেট করুন।

যেভাবে আপনার ফোন হার্ড রিসেট করবেনঃ

হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে হবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরী কার্ডটি ফরমেট করতে পারেন। অথবা ফোনটি পিসিতে লাগানোর সময় "Mass Storage" সিলেক্ট করে বা মেমোরী কার্ড রিডারের সাহায্যে পিসিতে মেমোরী কার্ডটি লাগিয়েও এটি করতে পারেন। আর যদি আপনি আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে না চান তাহলে আপনার মেমোরী কার্ডটি থেকে শুধুমাত্র sys, system, resource ও Private ফোল্ডারগুলি মুছে ফেলুন। তবে সবথেকে ভাল হয় যদি আপনি মেমোরী কার্ডটি থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে নিয়ে ফরমেট দিয়ে দেন।
বিদ্রঃ হার্ড রিসেট করলে আপনার ফোন মেমোরীতে থাকা ম্যাসেজ, নম্বর ইত্যাদি মুছে যাবে তাই এগুলি প্রয়োজনীয় হলে ব্যাকআপ নিয়ে নিন। (উল্লেখ্যঃ সীমকার্ডে থাকা কোন নম্বর মুছে যাবে না)
এখন আসা যাক হার্ড রিসেটে। আপনি এটি বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারেন-
১ম পদ্ধতিঃ
(ক) আপনার সেটে *#7370# ডায়াল করুন।
(খ) Yes এ ক্লিক করে আপনার ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK তে ক্লিক করুন (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না। সিকিউরিটি কোড জানা না থকলে পরের পদ্ধতিগুলি অনুসরণ করুন)।
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ব্যাস ! এখন আপনার ফোনটি বন্ধ হয়ে পূণরায় চালু হবে ততক্ষণে একটু অপেক্ষা করুন।
বিদ্রঃ এই পদ্ধতিটি সকল প্রকার সিমবিয়ান ফোনের জন্য প্রযোজ্য।
যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন।
২য় পদ্ধতিঃ যে সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র কিপেড আছে (সাধারণত 2nd এবং 3rd ইডিশন ফোনগুলি) সেগুলির জন্য প্রযোজ্য।
(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের * (ষ্টার) বাটন 3 বাটন এবং Green/Call বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন
৩য় পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির (সাধারণত 5th এডিশনগুলি) জন্য প্রযোজ্য।
(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Red বাটন Green/Call বাটন এবং Camera বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৪র্থ পদ্ধতিঃ এটি সিমবিয়ান সাধারণত S^3, Anna ও Belle এডিশনগুলির জন্য প্রযোজ্য।
(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Menu বাটন, Camera বাটন এবং Volume Down বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৫ম পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির যেগুলির স্লাইড কোয়ার্টি কিপেট আছে সেগুলির জন্য প্রযোজ্য। (উদাঃ N97, C6)
(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Space বাটন Delete কী (Left Arrow Logo) এবং Caps/Shift কী (Up Arrow Logo) একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

ব্যাস ! আপনার ফোনের হার্ড রিসেট কমপ্লিট। আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। আর এরপরেও যদি সমস্যা থেকেই যায় তাহলে আপনার ফোন ফ্লাস করে দেখতে পারেন।
»» read more

সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৫] :: ফোন ফ্লাস দিতে গিয়ে JAF এ আপনার ফোনের মডেল খুজে পাচ্ছেন না?

১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোডকৃত জিপ ফোল্ডারটি রাইট বাট ক্লিক করে Extract করুন।
৩। jaf_nok4models.ini ফাইলটিতে ডাবলক্লিক করে ওপেন করুন অথবা রাইট বাটন ক্লিক করে Open With > Notepad এ ক্লিক করুন।

৪। এরপর ফাইলটির সবচেয়ে নিচে " [RM-আপনার ফোনের RM] " এবং তারনিচে " Description=আপনার ফোনের মডেল নাম " লিখুন। উদাহরণ হিসেবে আপনার ফোন যদি Nokia C5-03 হয় তাহলে
[RM-697]
Description=Nokia C5-03
এভাবে লিখতে হবে।

৫। মডেল লেখা হয়ে গেলে ফাইলটি Ctrl+S দিয়ে Save করে নিন।
৬। এরপর ফাইলটিকে কপি করে C:\Program Files\ODEON\JAF এ গিয়ে পেষ্ট করুন।
৭। এখন Jaf ওপেন করে দেখুন আপনার মডেল হাজির। এবার ইচ্ছামত ফোন ফ্লাস করুন ;)
ভাল থাকবেন
হ্যাপি ফ্লাসিং !
»» read more

Sunday, 15 April 2012

ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি যুক্ত করুন


আজ যে  বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল যুক্ত করা । ছোট একটি গেজেট এর মাধ্যমে আপনি আপনার ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল যুক্ত করতে পারেন । 

এজন্য আপনার ব্লগার থেকে  Dashboard  >>> Design >>> Page Elements যান আর একটা Add a gadget এ ক্লিক করুন আর একটা  HTML/JavaScript type গেজেট যোগ করুন ।

ঠিক চিহ্নিত স্থানে নিচের কোড  কপি করে  নিয়ে ওই খানে পেস্ট করুন । Save  করে বের হয়ে আসুন দেখুন ব্লগের Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল দেখা যাচ্ছে ।
 
<Script Language="JavaScript" Type="Text/JavaScript">

var mytime1=24;
function mytime2() {
mytime3=mytime1+6;
mytime4=mytime1+mytime3;
timexx=mytime1+mytime3+mytime4;
timexxx=timexx/mytime4*mytime1; twelfth=mytime4*mytime1/12*mytime3;
timexxxx=mytime1+mytime3/timexxx-16*timexx;
timexxxxx=twelfth*(mytime1-5)/mytime4+timexx;
timexxxxxx=timexxxxx/timexxxx+mytime1*mytime4-timexx;
mytime5=(timexxxxxx+mytime1/mytime4*timexx+mytime3*timexxx)/twelfth+timexxxxx-timexxxxxx-1;
mytime6=Math.floor(mytime5);
mytime8=mytime6*mytime3/2+100;
mytime7 = window.setTimeout("mytime2()", mytime8);
var mytime9 = new Date();
var mytime10= mytime9.toLocaleString();
document.title = mytime10;}
function op(){mytime2()}
window.onload=op;

</script>




»» read more

আপনার ব্লগকে করুন SEO বান্ধব করুন

আপনার ব্লগকে করুন SEO বান্ধব করুন 

 

এবারের এই পোস্ট টিতে দেখাতে চাই কিভাবে টাইটেল বদলিয়ে ব্লগকে seo বান্ধব করা যায়।এটা সাহায্য করবে আপনার ব্লগকে সহজে সার্চ ইন্জিন গুলোতে টপ স্থান দখলে। তাহলে আর দেরি কেন চলুন দেখি কিভাবে করা যায় -

এটি করারা জন্য আপনার ব্লগার থেকে  Dashboard  >>> Design >>> edit html 

এবার নিচের এই নিচের কোড টি খুজে বের করুন , এবং মুছে দিন। (যা প্রথম ১০-১৫ লাইনের মাঝেই আছে ।)

<title><data:blog.pageTitle/>title>


এবার   নিচের এই  কোডটাকে আগের কোডের স্থানে পেস্ট করুন

<b:if cond='data:blog.pageType == "index"'> <title><data:blog.pageTitle/></title> <b:else/> <title><data:blog.pageName/></title> </b:if>

এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।


 হয়ে গেল আপনার ব্লগ seo ব্ন্ধব । এবার দেখুন আপনার ব্লগের পোস্ট গুলো দেখুন । এবার একটা পোস্ট ওপেন করুন আর দেখুন এড্রেস বারে শুধু আপনার পোস্টের নাম দেখাচ্ছে । এতে করে তাড়াতাড়ি আপনার ব্লগের পোস্ট গুলো সার্চ ইন্জিনে index হবে ফলে আপনার ব্লগে আগরে চেয়ে বেশি লোক প্রবেশ করবে।

»» read more

Saturday, 14 April 2012

কোমল পানীয় পান করার ক্ষতিসমূহ এবং যা করা উচিত

কোমল পানীয় পছন্দ করেন এমন কয় জন আছেন? হাত তোলেন! ;) দেখবেন ১০ জনের মধ্যে ৮ জনই হাত তুলবে। হ্যা এটাই স্বাভাবিক। বাজারে হাতের নাগালেই পেয়ে যাবেন নাম জানা – অজানা নানান কোমল পানীয় অর্থাৎ যাকে আমরা আদর করে ডাকি এনার্জি ড্রিকংস। আমরা অনেকেই জানি না যে এই সব এনার্জি ড্রিকংস গুলোতে আসলে কি থাকে। তবে খেতে অবশ্য বেশ মজা পাই। কারণ কোমল পানীয় গুলো আসলে খেতে ভারি মজাদার। কিন্তু প্রশ্ন হলো, নাম কোমল পানীয় হলেও তা কি সত্যি আমাদের দেহের জন্য কোমলীয়? নাহ একদম না। কোমল পানীয় আমাদের দেহের জন্য মারাত্তক ক্ষতি কর। মুলত কোমল পানিতে আছে ফসফরিক এসিড, ক্যাফেইন, সুগার, কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ইত্যাদি। যা মুলত আমাদের দেহের ক্ষতি করার পাশা পাশি কোলেস্ট্রল মানে অতিরিক্ত মেদ বাড়িয়ে দেয়। সহজ কথায় আমাদের শরীরের ওজন বৃদ্ধি করে। যাই হোক আজ আমি আপনাদের সামনে এই কোমল পানীয়র কিছু বিশেষ ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরবো।

ক্ষতিকর দিক সমূহঃ

  • দুধ, ভিটামিন ডি, বি৬, বি১২, ক্যালসিয়ামের শোষণ হ্রাস পায়। যার ফলে হাড়ের ঘনত্ব কমে।
  • দাঁতের এনামেল নষ্ট হয়। ক্যাবিজের ঝুঁকি বৃদ্ধি পায়।
  • দেহে কোলেস্ট্রল বৃদ্ধি করে মানে শরীরের ওজন বাড়ায়। ক্ষুদা মন্দা সৃষ্টি করে এবং অতিরিক্ত পানে তা বৃদ্ধি পেতে থাকে।
  • কোমল পানীয় অ্যাসিডিক, তাই অ্যাসিডিটি বাড়ায়।
  • কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।
  • চামড়ায় ভাঁজের সৃষ্টি হয়। ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে।

যা করা উচিতঃ

  • যতদুর সম্ভব কোমল পানীয় পান করা থেকে নিজেকে বিরত রাখুন।
  • যদি পান করা থেকে বিরত না থাকতে পারেন তাহলে নিয়মিত নয়, মাঝে মাঝে (২০০-২৫০ মিলি) পান করতে পারেন।
  • খালি পেটে কখনোই পান করবেন না।
  • ক্ষার জাতীয় খাবার খাওয়ার পর পান করুন।
  • কোমল পানীয় পান করার সময় স্ট্র ব্যবহার করুন।
  • পান করার পর ব্রাস করে নিতে ভুলবেন না যেন
কিছু সাধারণ ও সহজ নিয়ম মেনে চলা উচিত। শুধু কোমল পানীয় পানের ক্ষেত্রে নয়। সব ক্ষেত্রেই। আমি বলবো কোমল পানীয় পানের মায়া ত্যাগ করুন। এতে আপনার নিজেরই উপকার হবে। কারণ এই সব ফাষ্টফুড শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে যা আমরা কখনোই কল্পনা করতে পারবো না।
»» read more
free counters
^ Back ToTop