paponblog

Wednesday, 18 April 2012

ওয়ার্ডপ্রেস ওয়েব ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন সুবিধা

ব্লগার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন নানা কারণে ব্যস্ত থাকার কারণে বিপ্রতে লেখালেখি করতে পারি নাই। তাই দেখা মেলেনি। আবার কিছুটা সময় পেলাম, তাই চলে এলাম বিপ্রতে। আপাতভাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত একটি নতুন সংবাদের কথা জানাতে এই লেখা


লাখো লাখো ওয়ার্ডপ্রেস ওয়েব ব্যবহারকারীদের জন্য সুসংবাদ বয়ে এনেছে ফ্রি ওয়েব সেবাদাতা প্রতিষ্ঠান অটোম্যাটিক ও ফেডারেটেড মিডিয়া। এখন থেকে এসব ব্যবহারকারীদের ব্লগসাইটে বিজ্ঞাপন ব্যবহার করার সুযোগ থাকছে। ফলে উন্মুক্ত হচ্ছে আয়ের নতুন পথ। সম্প্রতি সান ফান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ সম্মেলনে সহযোগি প্রতিষ্ঠান দুটি এই ঘোষনা দেয়।
ফেডারেটেড মিডিয়ার প্রধান নির্বাহী ডেয়ানা ব্রাউন জানান, ‘বিভিন্ন ব্রান্ড ও বিজ্ঞাপনদাতারা যাতে তাদের পণ্যের প্রসারে ওয়ার্ডপ্রেস ওয়েবে বিজ্ঞাপন দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। পাঠকদের লক্ষ্য করে কনটেক্সচুয়াল বিজ্ঞাপন প্রদান করা হবে। এতে ব্লগটির মালিকসহ সকল পক্ষ উপকৃত হবে। ব্লগারা আর্থিক সুবিধা পাবেন।
তবে ওয়ার্ডপ্রেস ডটকম সাইট ব্যবহারীদের কাছ থেকে কিভাবে অটোম্যাটিক ও ফেডারেটেড মিডিয়া রাজস্ব আদায় করবে সেটা পরিষ্কার করে জানানো হয়নি। ওয়ার্ডপ্রেস জানিয়েছে, গত বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ইন্টারনেটের সকল ওয়েবসাইটটের মধ্যে ১৫ শতাংশ ওয়ার্ডপ্রেস ভিত্তিতে তৈরি করা হয়েছে। অটোম্যাটিকের প্রধান নির্বাহী টনি স্লেইডার বলেন, বর্তমানে ২২ শতাংশ নতুন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইন্সটলের জন্য নিবন্ধনভুক্ত হয়। ফলে নতুন এই সেবাটি সাফল্যজনক হবে।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop