
404 page :
কোন সাইটে আমরা যখন কোন লিংকে ক্লিক করি যদি সেই পোস্টটা না থাকে মানে আগেই ডিলিটেট হয়ে যায় অথবা লিংক ভুল হয় ,তখন আমাদের একটা পেইজে নিয়ে যায় , সেই পেইজের নাম 404 page . সেখানে মোটামোটি একটা কথা থাকে যে “দুঃখিত আপনি যেই পোস্টটা খুঁজছেন , সেইটা এখানে নাই “ ।
এ অবস্থায় ভিজিটর স্বভাবত ব্যাক বাটনে ক্লিক কইরা চলে যায় । এই পেইজটা এমনভাবে সাজানো যায় যে , ভিজিটর ব্যাক না করে সাইটের অন্য পোস্ট গুলো দেখে । এই পেইজে যদি সাইটের অন্য পোস্ট গুলো আর্কাইভ আকারে , ক্যাটেগরি আকারে সাজানো থাকে এবং সাইটের পেইজগুলি ও থাকে , তাহলে ভিজিটর এইগুলো দেখার আগ্রহ দেখাবে ।
এখন দেখা যাক ওয়ার্ডপ্রেসে কিভাবে এইরকম 404 page বানানো যায় । আপনার থিম ফোল্ডারে 404.php নামে একটা php ফাইল থাকে । না থাকলে এই নামে একটা বানাতে
হবে । এখন সেই ফাইলে কোডটা যোগ করতে হবে । আগে কোডটা দেখুন পরে বিস্তারিত আলাপ করতেছি ।
<h1> Not Found, Error 404 </h1>
<p> The page you are looking for no longer exists.</p>
<p> May be you can find what you are looking for by searching the site archives! </p>
<b> Search by page: </b>
<ul>
<?php wp_list_pages(‘title_li=’);?>
</ul>
<b> Search by Month: </b>
<ul>
<?php wp_get_archives(‘type=monthly’);?>
</ul>
<b> Search by category : </b>
<ul>
<?php wp_list_cats(‘sort_column=name’);?>
</ul>
এই হল কোড । এটা খুবই সোজা ।
Php কোড গুলো একটু দেখি । এখানে <?php wp_list_pages(‘title_li=’);?>
কোডটি দ্বারা সাইটের পেইজগুলি লিস্ট আকারে দেখাবে ।
তারপর <?php wp_get_archives(‘type=monthly’);?> কোডটি দিয়ে সাইটের আর্কাইভ দেখাবে । যেহেতু আমি একটা প্যারামিটার যোগ করে দিছি monthly সেহেতু এইটা
প্রতি মাসের নাম ধরে পোস্টগুলো নিয়ে একটা আর্কাইভ দেখাবে । অন্য প্যারামিটার ও যোগ করা যায় যেমন : yearly , daily ।
এরপর <?php wp_list_cats(‘sort_column=name’);?> কোডের জন্য ক্যাটেগরিগুলো
লিস্ট আকারে দেখা যাবে ।
ব্যস এইতো । আশাকরি বুঝতে সমস্যা হবে না ।
No comments:
Post a Comment