paponblog

Wednesday, 18 April 2012

ওয়ার্ডপ্রেস ব্লগের ইংরেজী ডিজিট গুলোকে বাংলায় রূপান্তর করুন

ওয়ার্ডপ্রেস এর লোকাইলাইজেশন ফাইল বা বাংলা ল্যাঙগুয়েজ প্যাক তৈরী হওয়া সত্বেও কিছু কিছু সংখ্যা ইংরেজী ডিজিট থেকে যায়। তবেএকটি কোডটি ব্যবহার করলে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ব্লগের ইংরেজী ডিজিট গুলোকে বাংলায় রূপান্তর করানো যায়। এই কোডটি মডিফাই করেছেন তারেক প্লানেট। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনিও ব্যবহার করে দেথতে পারেন।
ইংরেজী ডিজিট
ইংরেজী ডিজিট
এ জন্য আপনাকে যা করতে হবে:-
প্রথমে আপনার ব্লগের Dashboard এ লগিন করুন —সাজসজ্জা ( Appearance ) থেকে সম্পাদক ( Editor ) এ যান । functions.php ফাইলটি খুজে বের করুন, নীচে ?> এই কোডটির আগে অথবা নাহলে একদম শেষে অথবা লাইনের শেষ বুঝাচ্ছে এ রকম এর আগে
/**
* This function converts all english number's to bangla number
*/
function make_bangla_number($str)
{
$engNumber = array(1,2,3,4,5,6,7,8,9,0);
$bangNumber = array(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০);
$converted = str_replace($engNumber, $bangNumber, $str);
return $converted;
}
add_filter( 'get_the_time', 'make_bangla_number' );
add_filter( 'the_date', 'make_bangla_number' );
add_filter( 'comments_number', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_date', 'make_bangla_number' );
add_filter( 'get_comment_time', 'make_bangla_number' );

এই কোডটি বসিয়ে দিন এবং ফাইলটি ফাইল হালনাগাত ( Update ) এ ক্লিক করুন। এবার আপনার ব্লগে প্রবেশ করুন দেখুন হয়ে গেছে। কোন সমস্যা হলে আমাকে জানাবেন

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop