paponblog

Saturday, 21 April 2012

মোবাইল চোরের হাত থেকে সহজে সুরক্ষিত থাকার উপায়

মোবাইল চুরি হলে আমরা কত বিপাকে পড়ি তাই না? তারপরও চোরকে তো সামলানো যাবে না। যদি আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল চোরের মোবাইল নম্বর ও অবস্থান নির্ধারণ করা যায় বা দূরে বসেই চোরের হাতে থাকা আপনার মোবাইলের গোপন তথ্য মুছে ফেলতে পারেন অথবা মোবাইল লক করতে পারেন তাহলে কেমন হয়?
Picture
এজন্য আপনি F-Secure নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এই সফটওয়্যার দিয়ে সরাসরি চোরকে ধরতে বা প্রতিরোধ করতে না পারলেও চোরের মোবাইল নম্বর সহ স্থান নির্ধারণ করতে পারবেন (স্থানটা মোবাইল বা নেটওয়ার্ক এর উপর নির্ভরশীল)।

চাইলে  এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল দূর থেকেই লক বা  আপনার তথ্য লুকিয়ে রাখতে পারেন। এজন্য আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করে Lock Code ও  Wipe Code নির্ধারণ করতে হবে যা খুব সহজেই আপনি সফটওয়্যারটি Open করে করতে পারেন। Remotely Lock বা Remote Wipe করতে হলে দুটি অপশনই চালু রাখতে হবে ।  এসএমএস এলার্ট এর জন্য আপনার অন্য একটি মোবাইল  নম্বর সেট করতে হবে। উল্লিখিত সব কাজগুলো আপনি সেটিং এ ক্লিক করে Anti-Theft ট্যাব এর মাধ্যমে করতে পারবেন। আর এটি সক্রিয় করার পরে স্ট্যাটাস প্যানেলে নতুন একটি আইকন যুক্ত হবে।

আপনার মোবাইল যদি S60 সিরিজ এর  হয়, তাহলে একটি  সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। 

সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop