paponblog

Sunday, 15 April 2012

আপনার ব্লগকে করুন SEO বান্ধব করুন

আপনার ব্লগকে করুন SEO বান্ধব করুন 

 

এবারের এই পোস্ট টিতে দেখাতে চাই কিভাবে টাইটেল বদলিয়ে ব্লগকে seo বান্ধব করা যায়।এটা সাহায্য করবে আপনার ব্লগকে সহজে সার্চ ইন্জিন গুলোতে টপ স্থান দখলে। তাহলে আর দেরি কেন চলুন দেখি কিভাবে করা যায় -

এটি করারা জন্য আপনার ব্লগার থেকে  Dashboard  >>> Design >>> edit html 

এবার নিচের এই নিচের কোড টি খুজে বের করুন , এবং মুছে দিন। (যা প্রথম ১০-১৫ লাইনের মাঝেই আছে ।)

<title><data:blog.pageTitle/>title>


এবার   নিচের এই  কোডটাকে আগের কোডের স্থানে পেস্ট করুন

<b:if cond='data:blog.pageType == "index"'> <title><data:blog.pageTitle/></title> <b:else/> <title><data:blog.pageName/></title> </b:if>

এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।


 হয়ে গেল আপনার ব্লগ seo ব্ন্ধব । এবার দেখুন আপনার ব্লগের পোস্ট গুলো দেখুন । এবার একটা পোস্ট ওপেন করুন আর দেখুন এড্রেস বারে শুধু আপনার পোস্টের নাম দেখাচ্ছে । এতে করে তাড়াতাড়ি আপনার ব্লগের পোস্ট গুলো সার্চ ইন্জিনে index হবে ফলে আপনার ব্লগে আগরে চেয়ে বেশি লোক প্রবেশ করবে।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop