আপনার ব্লগকে করুন SEO বান্ধব করুন
এবারের এই পোস্ট টিতে দেখাতে চাই কিভাবে টাইটেল বদলিয়ে ব্লগকে seo বান্ধব করা যায়।এটা সাহায্য করবে আপনার ব্লগকে সহজে সার্চ ইন্জিন গুলোতে টপ স্থান দখলে। তাহলে আর দেরি কেন চলুন দেখি কিভাবে করা যায় -
এটি করারা জন্য আপনার ব্লগার থেকে Dashboard >>> Design >>> edit html
এবার নিচের এই নিচের কোড টি খুজে বের করুন , এবং মুছে দিন। (যা প্রথম ১০-১৫ লাইনের মাঝেই আছে ।)
<title><data:blog.pageTitle/>title>
এবার নিচের এই কোডটাকে আগের কোডের স্থানে পেস্ট করুন
<b:if cond='data:blog.pageType == "index"'> <title><data:blog.pageTitle/></title> <b:else/> <title><data:blog.pageName/></title> </b:if>
No comments:
Post a Comment