paponblog

Sunday, 15 April 2012

ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি যুক্ত করুন


আজ যে  বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল যুক্ত করা । ছোট একটি গেজেট এর মাধ্যমে আপনি আপনার ব্লগস্পট ব্লগে Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল যুক্ত করতে পারেন । 

এজন্য আপনার ব্লগার থেকে  Dashboard  >>> Design >>> Page Elements যান আর একটা Add a gadget এ ক্লিক করুন আর একটা  HTML/JavaScript type গেজেট যোগ করুন ।

ঠিক চিহ্নিত স্থানে নিচের কোড  কপি করে  নিয়ে ওই খানে পেস্ট করুন । Save  করে বের হয়ে আসুন দেখুন ব্লগের Title Bar এর মধ্যে ঘড়ি তারিখ সময় সাল দেখা যাচ্ছে ।
 
<Script Language="JavaScript" Type="Text/JavaScript">

var mytime1=24;
function mytime2() {
mytime3=mytime1+6;
mytime4=mytime1+mytime3;
timexx=mytime1+mytime3+mytime4;
timexxx=timexx/mytime4*mytime1; twelfth=mytime4*mytime1/12*mytime3;
timexxxx=mytime1+mytime3/timexxx-16*timexx;
timexxxxx=twelfth*(mytime1-5)/mytime4+timexx;
timexxxxxx=timexxxxx/timexxxx+mytime1*mytime4-timexx;
mytime5=(timexxxxxx+mytime1/mytime4*timexx+mytime3*timexxx)/twelfth+timexxxxx-timexxxxxx-1;
mytime6=Math.floor(mytime5);
mytime8=mytime6*mytime3/2+100;
mytime7 = window.setTimeout("mytime2()", mytime8);
var mytime9 = new Date();
var mytime10= mytime9.toLocaleString();
document.title = mytime10;}
function op(){mytime2()}
window.onload=op;

</script>




No comments:

Post a Comment

free counters
^ Back ToTop