paponblog

Wednesday, 18 April 2012

ব্লগস্পট ব্লগ [পর্ব-২২] :: আপনার ব্লগস্পট ব্লগেই দেখুন ক্রিকেটের লাইভ স্কোর

আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।
আসুন তাহলে আজকের টিউন শুরু করি।
আজ আমি আপনাদের শেয়ার করবো কিভাবে আপনি আপনার ব্লগে লাইভ ক্রিকেট স্কোর গেডজেড যোগ করবেন।
অনেকেই অনেক ভাবে এটি করে থাকে , তবে বেশির ভাগই কোন সাইটে গিয়ে রেজি: করে তারপর HTML কোডটি তার ব্লগে সেট করে।
তবে আমি আপনাদের রেডি করা  কোড দেব যা শুধু আপনার ব্লগের গেডজেডে সেইভ করলেই হবে।
আপনার ব্লগে লাইভ স্কোর গেডজেড যেভাবে যোগ করবেন :
  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করে নিন
  • তারপর Deshboard>> Design >> Add A Gadget এ ক্লিক করুন
  • তারপর নিচের কোড টুকু কপি করে পোস্ট করে সিভ করুন

<script>
 app="<a href="http://www.cricwaves.com/" target="_blank">http://www.cricwaves.com/</a>"; mo="f1"; nt="2"; wi ="w";
 co ="2"; ad="1";
 </script>
 <script type="text/javascript" src="<a href="http://www.cricwaves.com/widgets/script/scoreWidgets.js" target="_blank">http://www.cricwaves.com/<wbr>widgets/script/scoreWidgets.js</wbr></a><wbr>"></script>
 
 এবার প্রিভিউ দিয়ে দেখুন ।
 

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop