আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ। মোবাইল আমাদের সকলের কাছে একটি প্রিয়
জিনিস। বর্তমানে নোকিয়ার ফোনই সবার হাতে বেশি দেখা যায়। প্রায় সবারই
ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার এবং তাতে ভাল ভাল
সফটওয়ার ব্যবহার করার। আর নোকিয়ার ভাল
মোবাইল বলতে বর্তমানে Touch মোবাইলগুলোই সেরা। নিজের প্রিয় মোবাইলটি
মানুষের হাত থেকে রক্ষা করার জন্য আমরা মোবাইলকে সুরক্ষা কোড দিয়ে
সুরক্ষিত রাখি। অনেক সফটওয়্যারও রয়েছে, যেগুলো দিয়ে মোবাইলের নিরাপত্তা
নিশ্চিত করা যায়।
কিন্তু আমি আজকে আপনাদের যে সুরক্ষা সফট্ওয়ারটির কথা বলব সেটি একেবারে
ভিন্ন। এটি লক/আনলক করতে প্রয়োজন হয় আপনার আঙ্গুলের ছাপ। আর এই
ভিন্নধর্মী সফট্ওয়ারটির নাম হল “Fingerprint”। বাজারে এই সফট্ওয়ারটির দাম
$4.99 ডলার। কিন্তু আপনাদেরকে আমি এই সফট্ওয়ারটির Crack Version উপহার দিলাম।
নিচে সফট্ওয়ারটির ওয়েবসাইট থেকে নেওয়া ইংরেজিতে এর সম্পর্কে কিছু তথ্য ও ব্যাবহার দিলাম।
তবে
হ্যা আপনার মোবাইলটি যদি হ্যাক (Hack) করা না থাকে তাহলে আপনার মোবাইলে
সফট্ওয়ারটি ইন্সটল হওয়ার সময় সার্টিফিকেট এক্সপায়ার্ট (Certificate
Expired) বা Certificate Error contact the software publisher ইত্যাদি
রকমের তথ্যাদি দেখাতে পারে। এজন্য হয় আপনার মোবাইলটি হ্যাক করা থাকতে
হবে আর না হলে সফট্ওয়ারটি আপনাকে সাইন (Sign) করে ঢুকাতে হবে। সফট্ওয়ারটি
সাইন করার জন্য এখানে ক্লিক করতে পারেন।
এই সফটওয়ারটি যেসব মোবাইলে সাপোর্ট করবে তা হল-
Nokia: 5228, 5230, 5233, 5235, 5250, 5530, 5800, C6, N97, N97 Mini, X6, X7, C6
Samsung: GT i8910 Omnia
Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna
***************************************************************************************************
অনেক কথা বললাম এখন ডাউনলোডের পালা। ডাউনলোড করুন এখান থেকে।
ক্রুটি মার্জনীয়। আল্লাহ হাফেজ।

নিচে সফট্ওয়ারটির ওয়েবসাইট থেকে নেওয়া ইংরেজিতে এর সম্পর্কে কিছু তথ্য ও ব্যাবহার দিলাম।
Description When the
FingerPrint screen pops up, you need to touch your finger to the screen
to be “scanned” for your identity, there will be vibration and beep
sounds during the scan. The phone will be unlocked not depend on whose
finger it is, but on how many beeps or vibrations since your finger
touch the screen
Play the trick with your friend to show off your phone and make some fun with this top quality and most popular app TODAY!

How to use Unlock Condition (times) – Beep/Vibrate times to unlock
– if you set it to 0, once your finger is removed, the phone will be
unlocked! – if you set it to 3, remove your finger after hearing 3 beeps
or the phone vibrate for 3 times, the phone will be unlocked!
Otherwise, an “Access Denied” red box will be displayed
দুইটা স্কিনশর্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম


এই সফটওয়ারটি যেসব মোবাইলে সাপোর্ট করবে তা হল-
Nokia: 5228, 5230, 5233, 5235, 5250, 5530, 5800, C6, N97, N97 Mini, X6, X7, C6
Samsung: GT i8910 Omnia
Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna
***************************************************************************************************
অনেক কথা বললাম এখন ডাউনলোডের পালা। ডাউনলোড করুন এখান থেকে।
ক্রুটি মার্জনীয়। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment