ব্লগারে নতুন টেমপ্লেট ইনস্টল করলে অনেক সময় NavBar দেখা যায় না। নতুন
পোস্ট করার জন্য এটা উটকো ঝামেলা। তবে সমাধানও আছে। এজন্য প্রথমেই
ড্যাশবোর্ডে যান। তারপর ডিজাইন এ যান। এডিট এইচটিএমএলে নিচের কোডটি খুঁজে
বের করুন।
এটি মুছে দিন অথবা ডিজেবল করে দিন নিচের মত।
এবার কোডটি সেভ করে ব্লগে ঢুকুন। দেখবেন NavBar চলে এসেছে।
#navbar-iframe {
display: none !important;
}
এটি মুছে দিন অথবা ডিজেবল করে দিন নিচের মত।
#navbar-iframe {
#display: none !important;
#}
এবার কোডটি সেভ করে ব্লগে ঢুকুন। দেখবেন NavBar চলে এসেছে।
No comments:
Post a Comment