paponblog

Saturday, 21 April 2012

ব্লগারে NavBar ফেরত আনুন

ব্লগারে নতুন টেমপ্লেট ইনস্টল করলে অনেক সময় NavBar দেখা যায় না। নতুন পোস্ট করার জন্য এটা উটকো ঝামেলা। তবে সমাধানও আছে। এজন্য প্রথমেই ড্যাশবোর্ডে যান। তারপর ডিজাইন এ যান। এডিট এইচটিএমএলে নিচের কোডটি খুঁজে বের করুন।

#navbar-iframe {
display: none !important;
}

এটি মুছে দিন অথবা ডিজেবল করে দিন নিচের মত।

#navbar-iframe {
#display: none !important;
#}

এবার কোডটি সেভ করে ব্লগে ঢুকুন। দেখবেন NavBar চলে এসেছে।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop