ইদানিং ব্লগিং খুব জনপ্রিয়তা পেয়েছে। আবার ফেসবুকও অন্যতম সামাজিক
যোগাযোগের মাধ্যম। দুটোর মেলবন্ধনের জন্য ফেসবুক লাইক বাটনটি কাজের। কিভাবে
এটি ব্লগারে যুক্ত করা যায় ? খুবই সহজ।
ফেসবুক লাইক বাটন ব্লগারে যুক্ত করার জন্য Dashboard → Design → Edit HTML এ যেতে হবে। Expand Widget Templates এ ক্লিক করে নিচের কোডটি খুঁজে বের করতে হবে।
এটার পরে যুক্ত করতে হবে ফেসবুক কোডটি।
তারপর টেমপ্লেট সেভ করলেই পোস্টের শুরুতে যুক্ত হয়ে যাবে ফেসবুক লাইক বাটনটি।
আবার যদি পোস্টের শেষে লাইক বাটন দিতে চান তাহলে নিচের লাইনটি বের করে তার উপরে ফেসবুক কোডটি দিতে হবে।
তারপর টেমপ্লেট সেভ করলেই হবে।
ফেসবুক লাইক বাটন ব্লগারে যুক্ত করার জন্য Dashboard → Design → Edit HTML এ যেতে হবে। Expand Widget Templates এ ক্লিক করে নিচের কোডটি খুঁজে বের করতে হবে।
<div class='post-header-line-1'/>
এটার পরে যুক্ত করতে হবে ফেসবুক কোডটি।
<script
src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script><fb:like
show_faces="true" width="450" font="arial"></fb:like>
তারপর টেমপ্লেট সেভ করলেই পোস্টের শুরুতে যুক্ত হয়ে যাবে ফেসবুক লাইক বাটনটি।
আবার যদি পোস্টের শেষে লাইক বাটন দিতে চান তাহলে নিচের লাইনটি বের করে তার উপরে ফেসবুক কোডটি দিতে হবে।
<data:post.body/>
তারপর টেমপ্লেট সেভ করলেই হবে।
No comments:
Post a Comment