paponblog

Friday, 18 May 2012

ডেস্কটপ থেকে জানুন আপনার আপনার ই-মেইল এসেছে কিনা

আমদের মধ্যে যারা বেশী ব্যস্ত থাকে তারা সব সময় মেইল চেক করতে পারেনা। তাদের জন্য একটি ছোট, ফ্রি এবং সুন্দর সফটওয়্যার হচ্ছে Meebo Notifier. এর সাইজ মাত্র ১.৫ মেগাবাইট। এটি ইয়াহু, জিমেইল, হটমেইল এবং এআইএম এ্যাকাউন্ট সাপোর্ট করে। এটি চালু রাখলে নতুন মেসেজ এলে আপনাকে অবহিত করবে। এটি একবারে কম ব্যান্ডউইথ ব্যবহার করে। এটি সয়ংক্রিয় উইন্ডোজ স্টার্ট এর সময় চালু এবং লগঅন করতে পারে। তাই আপনাকে লগঅন করে দিতে হবে না। এছাড়া আপনার ইমেইল ক্লায়েন্টের ইনস্ট্যান্ট ম্যাসেজের কোন ব্যবস্থা থাকলে কেউ অনলাইনে আসলে বা কোন ইনস্ট্যান্ট মেসেজ পাঠালেও এটি আপনাকে অবহিত করবে। এটি ব্যবহার একদম সহজ। প্রথমে এখান থেকে Meebo Notifier ডাউনলোড করুন। এর পর একে ইনস্টল করে চালু করুন। তাহলে নিচের মত উইন্ডো আসবে।


 এখানে Network বাক্স থেকে আপনার ইমেইল ক্লায়েন্ট সিলেক্ট করুন। এবার Login বক্সে ব্যবহারকারীর নাম এবং Password বক্সে পাসওয়ার্ড লিখে Login বাটনে ক্লিক করুন। কাজ শেষ। এবার আপনার নেট চালু থাকলে সয়ংক্রিয় এটি আপনার মেইল চেক করবে। নেট বন্ধ থাকলে এটি বন্ধ থাকবে এবং চালু হলে আবার সয়ংক্রিয় চালু হবে। আপনি চাইলে পরেও আপনার মেইল পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে সিস্টেম ট্রে থেকে Meebo চিহ্নটির উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করুন
 চিত্রের ১ চিহ্নিত আইকনটি নতুন মেইল আসলে দেখাবে। এতে ডাবল ক্লিক করলে আপনার ডিফল্ট ব্রাউজারে নতুন মেইলটি ওপেন হবে। Meebo আইকনে রাইট ক্লিক করে Account Settings… এ ক্লিক করুন। তাহলে নিচের উইন্ডোটি আসবে।

 এখানে Network থেকে আপনার ইমেইল ক্লায়েন্ট সিলেক্ট করে Login বক্সে ব্যবহার কারীর নাম এবং Password বক্সে পাসওয়ার্ড লিখে OK বাটনে ক্লিক করুন। আশা করি সফটওয়্যারটি কাজে লাগবে।



»» read more

কম্পিউটার, নেট ও গেমের স্পিড বাড়ান গেম বুস্টার (Game Booster) দিয়ে

আমরা যখন কম্পিউটার চালু করি তখন প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক প্রোগ্রাম চালু হয়। অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো চালু থেকে অযথা প্রসেসরের স্পিড ও র‍্যামের প্রয়োজনীয় যায়গা দখল করে রাখে। এসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করার জন্য গেম বুস্টার সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

 এটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও প্রসেস বন্ধ করে কম্পিউটারের গতি বাড়ায়ে দেয়। এতে নেটের স্পিড ও একটু বেশী পাবেন। কারন উইন্ডোজের যেসব সার্ভিস অকারনে নেট ইউজ করে যেমন অটোমেটিক আপডেট, টাইম আপডেট ইত্যাদি সার্ভিস গুলোকে গেম বুস্টার বন্ধ করে দেয়। সফটওয়্যারটি অপ্রয়োজনীয় প্রোসেস বন্ধ করে দেয় এতে আপনি গেম খেলার সময়ও পিসির সর্ব্বোচ্চ গতি পাবেন। এ সফটওয়্যারটি একদম ফ্রি। এর সাইজ প্রায় ৫ মেগাবাইট। এটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এটি ডাউনলোড করে ইনস্টল করে চালু করে Switch to Gaming Mode! বাটনে ক্লিক করলেই এটি অপ্রয়োজনীয় প্রোসেস বন্ধ করে এবং সয়ংক্রিয় হাইড হয়ে নোটিফিকেশন এরিয়াতে চলে যাবে। আশা করি সফটওয়্যারটি উপকারে আসবে। ভাল লাগলে কমেন্ট করবেন।
»» read more

ফেসবুকে কাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন তা দেখতে চান


আমরা ফেসবুকে যারা ফ্রেন্ড খুঁজতে ভালবাসি তারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই। কিন্তু ফেসবুকে কাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়েছে তা দেখার সরাসরি কোন ফাংশন দেয়া হয়নি। তাই আমরা ইচ্ছা করলেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারলেও তা দেখতে পারিনা। আবার বেশী রিকুয়েস্ট পাঠালে সে রিকুয়েস্ট গুলো গ্রহণ কম করলে ফেসবুক আর রিকুয়েস্ট পাঠাতে দেয় না। তাই আপনি কাদের রিকুয়েস্ট পাঠিয়েছেন তা দেখার জন্য একটি ফেসবুক এপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এটির ঠিকানা apps.facebook.com/friendrequests এখান থেকে আপনি কাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন তা দেখতে পারবেন এবং ফ্রেন্ড রিকুয়েস্ট Cancel করতে পারবেন। ভাল লাগলে বা সমস্যা হলে মন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
»» read more

নতুন স্টাইলে চালান ফেসবুক

বিসমিল্লাহির রহমানির রহিম
অনেক দিন পর আবার পোষ্ট করলাম। আসলে পোষ্ট করার জন্য কোন বিষয় পাই না। যেটা মাথায় আসে দেখি কেউ না কেউ তা নিয়ে পোষ্ট দিয়ে দিয়েছে। :(
সে কথা যাক। আজ আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব( জিনিসটা হয়ত পুরনো কিন্তু আশা করি বেশীর ভাগের কাছে তা নতুন হবে :) ) কথা আর না বাড়াই; নিচের ছবি গুলো দেখুন তো, নতুন লাগে? না পুরনো?
ফেসবুকের মেইন পেজঃ

ফেসবুকের সব অপশনঃ

নোটিফিকেশন উইন্ডোঃ

ম্যাসেজ উইন্ডোঃ

কি কেমন লাগছে দেখতে? যদি ভাল না লাগে তাহলে আর না পড়েলেও হবে। আর যদি ভাল লাগে তাহলে পড়তে থাকুন। :)
এটি আসলে iPhone / iPad এ ফেসবুকের রূপ। তবে আপনি ডেস্কটপে বসেই এ রূপ উপভোগ করতে পারবেন :)
তার জন্য বড় কোন কাজ করতে হবে না। শুধু চেনা একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে। ব্রাইজারটির নাম হল সাফারি (Safari) । ব্রাউজারটি এখান থেকে ডাউনলোড করুন। এবার ইন্সটল করুন। তারপর চালু করুন। এবার এড্রেস বারে লিখুন – m.facebook.com এবং Enter দিন। এবার ফেসবুকে লগইন করুন আর উপভোগ করুন ফেসবুকের এ নতুন রূপ। আপনার বন্ধুকে ফেসবুকের এ নতুন রূপ দেখিয়ে পার্টও মারতে পারবেন :)
আর যদি ফেসবুকের অপশন গুলো খুজে না পান তাহলে নিচের চিত্রে গোল করে দেয়া চিহ্নটি খুজে ক্লিক করলেই হবে।

এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি
আমি ব্যবহার করে যা দেখেছি তাতে বলা যায় যারা অপেরা ব্রাউজার ব্যবহার করেন তারা সাফারি ব্রাউজারটির ব্যবহার করে দেখতে পারেন। ফায়ারফক্স ব্যবহার করীরা 2nd ব্রাউজার হিসেবে এটি ব্যবহার করে দেখতে পারেন। বোনাস হিসেবে সাফারি ব্রাউজারের জন্য Adblock অড-অনস টির লিঙ্ক দিলাম।
লিঙ্কঃ Adblock for Safari
আজ এ পযন্তই। ধন্যবাদ।
»» read more

কোন কনভার্টার ছাড়াই মুভি ফাইল জোড়া লাগানোর পানির চেয়েও সহজ উপায়

আজ অসাধারন একটা সাধারন জিনিস নিয়ে আলোচনা করব :) । আশা করি ভাল লাগবে। তাহলে শুরু করা যাক।
ধরুন আপনার কম্পিউটারে কোন মুভি ফাইল আছে। এতে দুটি ফাইল আছে। একটি প্রথম অংশ এবং আরেকটি বাকী অংশ। এখন আপনি যদি ফাইল দুটি জোড়া লাগাতে চান তাহলে সাধারন ভাবে আপনাকে কনভার্টারের সাহায্য নিতে হবে। কিন্তু কোন কনভার্টার ছাড়া অর্থাৎ মুভি ফাইল কনভার্ট না করেও একসাথে যুক্ত করা যায়। একাধিক ফাইল একসাথে যুক্ত করাকে মার্জ (Marge) বা কম্বাইন (Combine) বলে।
কনভার্টার ছাড়া মুভি বা ভিডিও ফাইল মার্জ করার জন্য একটি ওপেন সোর্স ও ফ্রী ছোট একটি সফটওয়্যার লাগবে। যার নাম সবার জানার কথা। এর নাম সেভেন জিপ (7-Zip)।
অবাক হলেন! কম্প্রেস করার সফট দিয়ে আবার ভিডিও ফাইল মার্জ করা যায় ক্যামনে! যায়। এটা আসলে একটা ছোট ট্রিক্স। যা দিয়ে আপনি MKV, VOB ইত্যাদি মুভি ফাইল মার্জ করতে পারবেন। 7-Zip সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
7-Zip দিয়ে মার্জ করার নিয়ম নিচে বিস্তারিত দেখানো হলঃ
প্রথমে যে ফাইল গুলো মার্জ করবেন তাদের নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার নিয়ম হলঃ
  • ফাইল গুলোর একই নাম হতে হবে।
  • এবং ফাইল গুলোর নামের শেষে পর্যায়ক্রমিক ভাবে .001, .002, .003 ইত্যাদি যোগ করতে হবে।
যেমনঃ ধরি কোন একটা মুভির নাম S.one :) । এটি একটি VOB ফরমেটের মুভি। এর দুটি অংশ মার্জ করতে হবে। তাহলে প্রথম ফাইলেন নাম দিতে হবে S.one.vob.001 এবং ২য় অংশের নাম দিতে হবে S.one.vob.002 । যদি এতে ৩য় কোন ভাগ থাকত তাহলে তার নাম দিতে হত S.one.vob.003 । নিচের চিত্রে একটা উদাহরন দেয়া হয়েছে।

আশা করি রিনেম করার ব্যপারটা বুঝতে পেরেছেন।
৯৯ ভাগ কাজ শেষ। এখন শুধু তিনটা ক্লিক বাকী আছে। আপনাকে এবার প্রথম ফাইলটার অর্থাৎ যেটার শেষে .001 আছে সেটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে 7-Zip থেকে Extract Here এ ক্লিক করতে হবে। তাহলেই 7-Zip মুভি ফাইল গুলোকে মার্জ করে ফেলবে।

▼▼▼▼▼

▼▼▼▼▼

উপরের চিত্রে ব্ল্যাক বর্ডার দেয়াটা মার্জ হওয়ার পর নতুন ফাইল। বুঝতে সমস্যা হলে এখান থেকে 3.41 মেগাবাইটের ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারেন। ইউটিউবে দেখতে পারেন এখান থেকে।
7-Zip দিয়ে মুভি ফাইল মার্জ করার জন্য অবশ্যই ফাইল গুলো একই মুভির এবং অবশ্যই একই ফরমেটের হতে হবে। আমি নিজে MKV এবং VOB ফাইল মার্জ করে সফল হয়েছি। অন্য কোন ফরমেট মার্জ না হলে আমি দায়ী থাকব না :)
সাধারনত একাধিক মুভি যুক্ত ডিভিডি থেকে মুভি আলাদা করলে দেখা যায় একটা করে মুভির দুই থেকে চার,পাচটা ভাগ পর্যন্ত পাওয়া যায়। এসব মুভি মার্জ করতে উপরের পদ্ধতি ১০০% কার্যকরী। এছাড়া অনেক ডাউনলোড সাইট থেকে MKV মুভি ডাউনলোড করলে একাধিক ফাইল থাকলে এ পদ্ধতিতে তা মার্জ করতে পারবেন।
আশা করি ট্রিক্সটি কাজে লাগবে। কোন সমস্যা হলে কমেন্টে বলবেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
»» read more

উইন্ডোজ ৮ বেটা ভার্সনে ইন্টারনেট কানেকশন ছাড়াই ডটনেট ইনস্টল

বিসমিল্লাহির রহমানির রহিম
আপনারা নিশ্চই জানেন মাইক্রোসফট উইন্ডোজ ৮ বের করার জন্য কাজ করছে। ইতোমধ্যে এর ডেভেলপার প্রিভিউ এবং কনজিউমার প্রিভিউ নামে দুটি বেটা ভার্সনও বের করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে মেট্রো স্টাইল। তা ছাড়া উইন্ডোজ ৮ এ আমার নিজের অভিজ্ঞতা থেকে যা দেখলাম স্টার্টআপ স্পিড, শাটডাউন স্পিড, সফটওয়্যার চালু হওয়ার স্পিড Ovarally সম্পূর্ন কম্পিউটারের স্পিড উইন্ডোজ ৭ এর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যারা স্পিড কমে যাওয়ার ভয়ে ৭ চালাচ্ছেন না; XP তে পড়ে আছেন তারা উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করলে আর ছাড়তে চাইবেন না :)
কিন্তু আপনি এর কনজিউমার প্রিভিউ ভার্সনটি ইনস্টল করার পর একটা সমস্যায় অবশ্যই পড়বেন।(ডেভেলপার প্রিভিউ আমি ব্যবহার করি নাই; এতেও এসমস্যাটি থাকতে পারে) তা হল এতে আপনি ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে পারবেন না। যদিও ইন্টারনেট থাকলে তা ডাউনলোড করতে পারবেন (সাইজ মাশাল্লাহ ভালই ;) )। কিন্তু আপনার উইন্ডোজ ৮ এর সিডিতেই যদি তা থাকে তাহলে কেন ব্যন্ডউইথ খরচ করে ডটনেট ইনস্টল করবেন!
সিডিতেই আছে তাহলে উইন্ডোজ সেটাপের সময় ইনস্টল হয়না কেন?
যেহেতু এ ভার্সন উইন্ডোজ ৮ এর বেটা ভার্সন So বাগ থাকাই স্বাভাবিক…
সিডি থেকে ইনস্টলের উপায় কি আছে?
হা আছে। তাই এখন নিচে বর্ননা করা হবে :)
উপরের সমস্যার সমাধানের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
1. প্রথমে উইন্ডোজ ৮ এর ডিস্ক ডিভিডি ড্রাইভে প্রবেশ করান।

2. এবার স্টার্টমেনুতে যেতে যেখানে ক্লিক করতে হয় (বামে নিচে কোনে) সেখানে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন; যে মেনু আসবে সেখান থেকে Command Prompt (Admin) এ ক্লিক করুন।

3. এবার Command Prompt উইন্ডোতে নিচের কোডটি কপি-পেষ্ট করুন। তবে কোডটিতে যেখানে :K: লেখা আছে সেখানে আপনার ডিভিডি ড্রাইভের লেটারটি দিতে হবে; উপরের ১ম ধাপের চিত্র থেকে বুঝতেই পারছেন আমার ডিভিডির ড্রাইভ লেটার K ; তাই এখানে :K: ব্যবহার করেছি। কপি-পেষ্ট বা কোডটি লেখা শেষে শুধু Enter চপুন এবং অপেক্ষা করুন।
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:K:\sources\sxs /LimitAccess

কাজ শেষ হতে কয়েক মিনিট সময় লাগবে। ৬০% এর পর মনে হবে বেজে আছে। কিন্তু চিন্তার কারন নেই একটু অপেক্ষা করুন, দেখবেন কাজ শেষ হয়ে গেছে :)

কাজ শেষ হলে উপরের চিত্রের মত “The operation completed successfully.” দেখাবে।
»» read more

ফেভিকন গেজেট যুক্ত হল ব্লগারে - favicon in blogger

এতদিন আমরা ব্লগারে ফেভিকন পরিবর্তন করতাম টেমপ্লেট হ্যাক করে। আমি গত বছর এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। যদিও ঐটা নিয়ে হাজার হাজার ব্লগে পোস্ট আছে :) যারা ওয়ার্ডপ্রেস ডট কম বা অর্গ ব্যবহার করেন তাদের কাজে লাগতে পারে। নিচের লিঙ্কে দেখে নিতে পারেন।
আজকে ড্যাশবোর্ড থেকে ডিজাইনে যাওয়ার পর দেখি নতুন নতুন লাগতেছে। কিন্তু চোখে ধরা পরতেছিল না। হঠাৎ বামদিকে দেখি favicon নামে আরেকটা গেজেট। নিচের ছবিটার মত।

এখন জিনিস্টা আরো অনেক সহজ হয়ে গেলো। আপনার .ico ফাইলটি আপ্লোড করে দিন। সবচেয়ে ভালো হয় ফাইলটির রেশিও যদি বর্গাকৃতির হয়। যেমন ৫০x৫০ px।
»» read more

ব্লগে বা সাইটে মিউজিক প্লেয়ার লাগান

                                                              অনলাইন মিউজিক
নেটে মিউজিক এবং মিউজিক প্লেয়ারের অভাব নেই। এমনকি বর্ণনাসহ পাবেন যদি কোনো কিছু লিখে ইঞ্জিন গুলাতে সার্চ দেন। আমার এই পোস্ট খুবই সিম্পল একটা টিপস। যদি আপনার কোনো ব্লগ বা সাইট থাকে এবং সেখানে কোন গান বা ক্লিপ লাগাতে চান যাতে পাঠক বা ভিসিটর তাদের ইচ্ছা মত প্লে করতে পারে তাহলে এই পোস্ট আপনার জন্য ১০০% কাজে দিবে।

তেমন আহামরি কিছু করতে হবে না :) নিচের কোডটা কপি পেস্ট করে দেন আপনার কাঙ্খিত পেজ বা পোস্টে। আর কিছু বর্নণা করে দিচ্ছি কিভাবে করতে হবে।


আপনাকে মনে রাখতে হবে এটা swf প্লেয়ার। নিজের পিসিতে যেমন এডোবি ফ্লাশ থাকা লাগবে অপরদিকে ভিসিটরের পিসিতেও ফ্লাশ থাকতে হবে।

কোডঃ

<embed flashvars="audioUrl=আপনার অডিউ লিংক" height="27" quality="best" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" type="application/x-shockwave-flash" width="400"></embed>

  • আপনার অডিউ লিংকঃ এখন যে গানটি প্লে করতে চান সেই লিঙ্কটি আপনাকে এড করে দিতে হবে। লিঙ্কটি এরকম হতে হবে http://sam.azgor.com/samazgor.mp3
    ব্যান্ডুইডথের কথা যদি চিন্তা করেন তাহলে গুগল সাইটসে আপলোড করে দিতে পারেন। যেমনঃ http://sites.google.com/site/bloggersentral/file-storage/GetaranJiwa.mp3 , অথবা songs.pk বা music.com.bd এর গান গুলো দিতে পাড়েন। এমন আরো অনেক সাইট আছে যেখান থেকে সরাসরি ডাউনলোড করা যায়।
  • width="400": এখানে আপনার সুবিধামত উইডথ বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
  • height="27": এখানে আপনার সুবিধামত হাইট বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
আপনি হয়ত খেয়াল করলে দেখবেন যে কোডটি উপরে আছে সেটি গুগলের ফ্লাশ প্লেয়ার। গুগলের জিনিস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আমার গত পোস্টে মিউজিক প্লেয়ার এড করে একটা পোস্ট দিয়েছিলাম। তাই নতুন করে DEMO দিলাম না। >> রা ওয়ান ছবির চাম্মাক চাল্লুর লিরিক+ডাউনলোড লিংক

ফ্লাশ প্লেয়ার ছাড়া যদি অন্য প্লেয়ার ব্যবহার করতে চান তাহলে ইয়াহু এর মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। অন্তত অন্যগুলার চেয়ে ভালো হবে। আর যদি পারেন তাইলে নিজেই একটা প্লেয়ার বানাইতে পারেন। http://mediaplayer.yahoo.com/
»» read more

ব্লগস্পটকে এর জন্য মোবাইল উপযোগী টেমপ্লেট চালু করেছেন তো ?? Do you enable mobile templete on blogspot ?

আপনার ব্লগস্পট এর জন্য মোবাইল উপযোগী টেমপ্লেট চালু করুন। অনেক দিন ধরেই আমি ব্লগারের মোবাইল ভার্সন ব্যবহার করছি। বিশেষ করে যদি কোনো সাইটে যদি পপ আপ এডস থাকে তাহলে এটা মারাত্মক উপকারে আসে এবং ব্যান্ডউইডথ কম লাগে এটা লোড নিতে। যারা জানেন না কিভাবে এটা সেট করতে হয় নিজের ব্লগে, তারা দেখে নিতে পারেন।
 Dashboard >> Setting >> Email & Mobile এ গিয়ে Show mobile templete অপশন Yes করে দিন, তাহলে কাজ শেষ। আপনি ইচ্ছা করলে ডিজাইন চেঞ্জ করতে পারবেন - Choose mobile templete এর নিচে ড্রপ ডাউন মেনু থেকে। এবার সেভ করে ফেলুন। এখন মোবাইল ভার্সনের লিঙ্ক হবে "http://আপনার ব্লগ.blogspot.com/?m=1" অথবা আপনি যদি কাস্টম ডোমেইন ব্যবহার করেন তাহলে ইউয়ারএল হবে "http://কাস্টম ডোমেইন.com/?m=1" অর্থাৎ যে কোনো লিঙ্কের শেষে "?m=1" থাকবে।
»» read more

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot

ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ নিয়ে অনেক লেখালেখি আছে বিভিন্ন ব্লগে/ ফোরামে। আমার জ্ঞান খুব স্বল্প তাই এই বিষয় নিয়ে লেখতে বা ডিসকাস করতে একটু ভয় লাগে। যাই হোক এই পোস্টটা হয়ত নতুনদের কাজে আসবে।




 ব্লগস্পটের জন্য অনপেজ অপ্টিমাইজ - Onpage optimize for blogspot ব্লগস্পটের প্রতি পোস্টের জন্য আলাদা মেটা ডিস্ক্রিপশন এবং কিওয়ার্ড সাধারণত টেম্পলেটগুলাতে দেওয়া থাকে না। তাই এটাকে কিছুটা হ্যাক করতে হয়। তাহলে আমরা টেম্পলেট হ্যাক শুরু করি।


  • প্রথমে ব্লগারে লগ ইন করুন।
  • তারপর Design > Edit HTML > Expand Widget এ ক্লিক করুন।
  • এখন আগের মেটা টেগ এবং টাইল ডিলিট করে দিন।
  • উপরের ছবিটা দেখে নিতে পারেন। আমি পিকচার উইন্ডো টেম্পলেট থেকে নিয়েছি।
  • নিচের কোড পেস্ট করে দিন। উপরে ছবিতে দেখানো আছে।
<!-- Blogger All in One SEO Tags ~ sam -->
<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title>(Home page title হোম পেজের টাইটেল)</title>
<meta content='(homepage keywords হোম পেজের কিওয়ার্ড)' name='keywords'/>
<meta content='(home page description হোম পেজের ডিস্ক্রিপশন)' name='Description'/>
<b:else/>   
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<!-- Blogger Static page SEO Tags ~ sam -->
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='&quot;This page is about - &quot; + data:blog.pageName' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for page পেজের জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == &quot;archive&quot;'>
<!-- Blogger archive page SEO Tags ~ sam -->
<meta content='noindex, follow' name='robots'/>
<title>(Archive title আর্কাইভ টাইটেল)<data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<meta expr:content='data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle' name='keywords'/>
<b:else/>
<title><data:blog.pageName/> &#187; <data:blog.title/></title>
<!-- Blogger post SEO Tags ~ sam -->
<meta expr:content='&quot;This post is about - &quot; + data:blog.pageTitle' name='description'/>
<meta expr:content='data:blog.pageTitle + &quot; (Some Common keyword for post পোস্টে জন্য কিছু কমন কিওয়ার্ড)&quot;' name='keywords'/>
</b:if>
</b:if>
</b:if>
<!-- Gadget by sam azgor -->
কাটা অংশগুলাতে আপনার প্রয়োজন মত টাইটেল, কিওয়ার্ড এবং ডিস্ক্রিপশন বসিয়ে নিন। এই কোড খুবই সিম্পল একটা লজিকের উপর তৈরী। কোড বিশ্লেষন করার ইচ্ছা ছিল কিন্তু সময় কম তাই ওটা নিয়ে লিখছি না। অন্য কোনো পোস্টে এই কোড বিশ্লেষন করব।
বিঃদ্রঃ যদি ডিফল্ট টেমপ্লেট থাকে এবং কোনো এডিট না করা হয় তবে উপরের কোড এই লেখা সিলেক্ট করে পেস্ট করে দিন <title><data:blog.title/></title>
»» read more

অনলাইনে টাকা আয় - earn money from online

কিছু কিছু বিষয় মনের ভিতর থেকে যায়। ভিতর থেকে বের করার মত পরিস্থিতি বা পরিবেশ বা সময় হয় না। কখনো যদি দেখা যায় যে মনের কথা গুলা অন্য কেউ বলছে তাহলে খুশির অন্ত থাকে না। যেমন জেমসের গান শুনলে মনে হয় যেন এগুলা আমার নিজের মনে কথা। ঠিক এভাবেই ঘন্টা খানেক আগে একজনের স্ট্যাটাস দেখে এরকম মনে হলো। সরাসরি কপি পেস্ট মারলাম। কারন এই স্ট্যাটাস সংরক্ষন করা অতীব জরুরী।

ছাত্র জীবনে মরিয়া হয়ে টাকা আয় করার জন্য কেন ছুটতে হবে আমার বোধগম্য নয়। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়ও অনেক সুযোগ থাকা সত্ত্বেও ১/২ টার বেশি টিউশনি করতাম না। হালাল উপায় পরিশ্রম না করে আমি টাকা আয় করতে কোন ভাবেই রাজি নই। প্রোগ্রামিং স্কিল নাই এই রকম অনেকেই আমার কাছে অনলাইনে কাজের ব্যাপারে সাহায্যের জন্য বলেন, যখনই কাউকে কোন কিছু শিখার জন্য বলি আর খুঁজে পাওয়া যায় না। কারণ সবার ধারণা অনলাইনে কাজ করতে আবার পরিশ্রম করা লাগে নাকি ?


একঃ এক দল তরুনদের দেখা যাচ্ছে ডেস্টিনি টাইপের MLM কম্পানীর পেছনে ছুটছে যা তাদের সময় নষ্ট করতে, বাস্তব জীবনে লেখাপড়ার মাধ্যমে শেখা জ্ঞান ধীরে ধীরে ভুলে যাচ্ছে, স্কিল ডেভেলপ করার সময়টুকু সহজে টাকা ইনকাম করার জন্য নষ্ট করছে যা দীর্ঘ মেয়াদী হিসাবে চরম ক্ষতি করছে।


দুইঃ অনলাইনে নাকি ডলার ওড়ে, কিন্তু এর জন্যও পরিশ্রম করতে হয় সেই সত্যটা অনেকের ক্ষেত্রে পুরাই অজানা। একটা উদাহরণ দেই, সেদিন একজন বাবার সাথে কথা হচ্ছে। তার ছেলে অনলাইনে কাজ করে, সে ওয়েব ডেভেলপার, আমি জানি সে ভালো জানে এবং করে। তার বাবা তাকে কিছুতেই এই পেশাতে রাখতে চান কারণ অনেকেই নাকি আগে এই কাজ করতো আর এখন কাজ করে না বা পায় না। কিন্তু ঐ বাবা নিজেও জানেন না তার ছেলে আসলে কি কাজ করেন আর যাদের কথা বলছেন তারা কি কাজ করে। মানে উনার দৃষ্টিতে সবাই একই কাজ করে !


তিনঃ লিংক ক্লিক করে টাকা আয় করতে কোন পরিশ্রম বা মেধার প্রয়োজন হয় না। এটাতে যাবেনা না। এটা আপনার চিন্তাকে পঙ্গু করে দেবে। বরং এই সময়ে ফুল পেট না খেয়ে হাফ পেট খেয়ে নিজের স্কিল ডেভেলপ করেন , আপনি সারা দিন লিঙ্কে ক্লিক করে যে টাকা আয় করছেন তা এক ঘন্টা কাজ করেই ভবিষ্যতে আয় করতে পারবেন। লিংক ক্লিক করে টাকা আয় করা কি হারাম ? নিশ্চিৎ ভাবে হারাম নয় এবং আপনি প্রতিটি লিংক ক্লিকের মাধ্যমে অন্যায় করছেন এবং অন্যায় ভাবে টাকা আয় করছেন।


চারঃ ইদানিং শুনি নাকি অনলাইনে ডলার কিনতে লোকজন ঘুরে বেড়াচ্ছে ! মানে আগে কিছু ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর খেলা শুরু করে ! আপনি নিশ্চিৎ ভাবে এসব কিছুর সাথে জড়িত হয়ে নিজের সময় এবং অর্থ নষ্ট করছেন আর এর সাথে আপনার বন্ধুদের যুক্ত করে সামাজিক অবক্ষয় ডেকে আনছেন।


পাঁচঃ ফ্রি ল্যান্স মানে শুধু ঘরে বসে অনলাইনে টাকা আয় করা নয়, অনলাইন একটা মাধ্যম মাত্র।


ছয়ঃ কেউ বলতে পারেন তাহলে কি করবো ?যারা প্রোগ্রামিং জানেন না তাদের জন্য অনলাইনে ডাটা এন্ট্রি, লিঙ্ক বিল্ডিং, SEO, SEM, ফটোশপ ও ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন ইত্যাদি সহজ পথ গুলো খোলা আছে। এই কাজ গুলো করার জন্য প্রথমে আপনাকে শেখার জন্য সময় দিতে হবে, নিজের সামান্য মেধা অন্তত এগুলোর পেছনে ব্যয় করতে হবে। একাজ গুলো আপনি একটু সময় নিয়ে শিখে নিতে পারলে লিঙ্ক ক্লিক করা বা MLM এর পেছনে দৌড়াতে হবে না।


সাতঃ টাকার পেছনে অন্ধের মত দৌড়ানোর দরকার নাই। কাজ শিখেন টাকা এবং চাকরি আপনার পেছনে দৌড়াবে। স্বাভাবিক ভাবে যদি দেখেন আপনি টাকা আয় করছেন কিছু কিন্তু কোন প্রকার কায়িক এবং মানসিক পরিশ্রম করছেন না নিশ্চিৎ ভাবে ধরে নিতে পারেন আপনি সঠিক পথে নাই। উল্লেখ্য যে, নতুন কাউকে মগজ ধুলায় করে MLM চক্রে ঢুকানোকে আমি কোন ভাবেই কায়িক এবং মানসিক শ্রম হিসাবে মেনে নেই না।
»» read more

১০ মিনিটে বানিয়ে নিন নিজস্ব প্রক্সি সার্ভার - Create your own proxy in 10 minutes


বানিয়ে নিন পাইথনের প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার নিয়ে পোস্টটা অনেকদিন আগে করতে চেয়েছিলাম। কিন্তু আমার মত অলস মানুষের দ্বারা হয়ে উঠবে না এটাই স্বাভাবিক :P। কিছুক্ষন আগে রাফি ভাই এর অনুরোধে এই পোস্ট লিখতে বসলাম।

প্রথমে এই প্রক্সি সার্ভারের ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন তুষার ভাই। যদিও উনার দেওয়া ফাইলে আমি সফল হই নাই। তারপরও উনার সহযোগিতা না পেলে এটা পেতাম না।
যেভাবে করবেনঃ
    # যারা এপইঞ্জিন নিয়ে কাজ করেন নাই তারা এই পোস্ট পড়ে নিন। লিঙ্ক
  • প্রথমে এই লিঙ্কে যান https://appengine.google.com/start/createapp? একটা এপ্লিকেশন তৈরী করুন। subdomain.appspot.com এরকম হবে।
  • এখন পাইথন এবং গুগল এপ ইঞ্জিন লাঞ্চার ডাউনলোড করে নিন যদি না থাকে। পাইথন এবং গুগল এপ ইঞ্জিন ( আমি পাইথন ২.৭.২ ব্যবহার করি)
  • এই ফাইলটা ডাউনলোড করে ফোল্ডার রিনেম করে নিন আইডেন্টিফায়ার দিয়ে বা যে সাবডোমেইন দিয়ে এপ্লিকেশন খুলেছিলেন এবং এর ভিতরে app.yaml নাম-এ একটা ফাইল আপনাকে এডিট করতে হবে। (application: proxy) এখানে "proxy" চেঞ্জ করে আপনার আইডেন্টিফায়ার অর্থাৎ সাবডোমেইন যে নামে নিয়েছেলেন সেটা দিন।
  • এবার Google App Engine Launcher ওপেন করুন। File > Add Existing Application... অথবা CTRL + SHIFT + N প্রেস করুন। এবং এই ফোল্ডার গুগল এপ ইঞ্জিন লাঞ্চার দিয়ে ওপেন করুন।
  • এবার রান করে দেখুন ঠিক আছে নাকি। তারপর Deploy বাটনে প্রেস করে আপনার ইমেইলের লগইন পাসওয়ার্ড দিয়ে আপলোড করে দিন।
  • ব্যাস হয়ে গেল। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

Demo: এখানে ক্লিক করে দেখুন

বিঃ দ্রঃ গুগলে সার্চ দিলে পিএইচপি এর অনেক প্রক্সি পাওয়া যাবে। কিন্তু এটা পাইথন দিয়ে বানানো একটা সিম্পল প্রক্সি যা খুব সহজে ফ্রি হোস্ট করতে পারবেন। কুকি লাগে না এরকম প্রায় সবধরনের সাইট এই প্রক্সি দিয়ে ভিসিট করতে পারবেন।
# এই প্রক্সি সার্ভার একটি ওপেন সোর্স প্রজেক্ট Mirrorr থেকে নেওয়া যা তৈরী করেছেন Brett Slatkin
»» read more

How to upload/ install custom XML template to blogger

Blogger logo
Blogger
Learn How you can upload or install a custom XML templete to your blogspot blog. This tutorial is for beginner who just start blogging on blogspot or who currently using the old interface. And have no idea about the "New Interface". Please switch to the new, all accounts will be permanently upgraded very soon.

How to upload or install custom XML template to blogger:


  1. Go to Blogger Dashboard. Click Here
  2. You will find "Templete" option to a dropdown menu.
    Templete Option
    Templete Option
  3. Now Click "Backup / Restore" at the right top of the page.
    Backup or Restore Option
    Backup or Restore Option
  4. Then a popup will open. and you can upload or download your template
    Download or Upload Option
    Download or Upload Option
»» read more

How To Reset Blackberry Phone To Factory Setteings

Reset Blackberry Phone To Factory Setteings
Reset Blackberry Phone To Factory Setteings

My friend milon erased his dad's BlackBerry phone, last week without knowing anything. He told me how to reset Blackberry phone to factory settings, And also tell me his father's reaction after removing all data :D So i share that idea. If you need to reset Blackberry phone to factory setteings follow the instruction bellow.

Let's see How To Reset Blackberry Phone To Factory Setteings:

  1. Press the BB button
  2. Then go to Options
  3. Then Security Options
  4. Then General Settings
  5. Now BB button again
  6. Then click Wipe Handheld
  7. If you wanna loose them all Unmark third party applications
  8. Then Continue
  9. Now type blackberry to confirm
»» read more

নকিয়া ফোন ফরমেটিং

বিভিন্ন কারণে আপনার নোকিয়া (Nokia) ফোনটি ফরম্যাট করার দরকার হতে পারে। বিশেষ করে যদি আপনার ফোনে ভাইরাস আক্রমণ করে এবং কোনক্রমে ভাইরাস আপডেট করতে পারেন, তাহলে ফোনটি ফরম্যাট করার কোন বিকল্প নেই।

*(স্টার) 3 এবং call বাটন
এই ৩টি বাটন কে তিন আঙুলের সাহায্যে একসাথে প্রেস করে ধরে
এ অবস্থায় এবার অন বাটন প্রেস করে মোবাইল টা অন করুন
দেখবেন মোবাইল সেট টি ফরম্যাটিং হতে শুরু করেছে

শুধুমাত্র নকিয়ার সিমবিয়ান (Symbian) সফটওয়ার (Software) যেগুলি মোবাইল ফোনে (Mobile Phone) রয়েছে সেগুলিতে এই কমান্ড কাজ করবে।যেমন- নকিয়া ৬৬০০(6600), ৭৬১০(7610), এন৭০ (N70), এন৭২ (N72) ইত্যাদি।

শুধু সিম্পিয়ান সফটওয়ারের সিরিজ যেমন: ৬০, ভার্সন ৩ যুক্ত ফোনগুলিকে ফরম্যাট করার জন্য সেট অন থাকা অবস্থায় *#৭৩৭০# (*#7370#) প্রেস করতে হবে।
ফরমেট করার পর সেট অটোমেটিক সফটওয়ার (Software) রিইনস্টল করে নিবে।
»» read more

ফেসবুক ব্যবহারকারীরা সাবধান! ভাইরাস আসছে!





একটি ইমেইল ফেসবুক ব্যবহারকারীদের ইনবক্সে এসে জমা হচ্ছে। এই ইমেইলটিতে বলা হয়েছে যে,

"আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। তাই অতিদ্রুত ফেসবুক পাসওয়ার্ড রিসেট করুন।"
কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদেরকে এ ধরণের কোন ইমেইল পাঠানোর কথা স্বীকার করেনি। তারা বলছেন যে এটা একটা ভাইরাস বহনকারী ইমেইল। এটা একটা সম্পূর্ণ ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। আপনি যদি ইমেইলে দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করেন, যদি ইমেইলে এটাচ থাকা জিপ ফাইলটি ডাউনলোড করেন, তাহলে মরেছেন। ব্রাউজার দিয়ে যেসব ওয়েবসাইটে লগইন করবেন, তার সবগুলো আইডি ও পাসওয়ার্ড এই ভাইরাস চুরি করবে।

মেসেজটি প্রেরকের ঠিকানা হিসেবে help@facebook.com ব্যবহার করা হয়েছে। তাই অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কিন্তু জেনে রাখুন ফেসবুক কর্তৃপক্ষ এটাকে বিপদজনক একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করেছে। আর পাসওয়ার্ড রিসেট করার পরামর্শ সম্বলিত কোন ইমেইল তারা পাঠায়নি বলেও ঘোষণা দিয়েছে। তাই সতর্ক হয়ে যান। এখনও এরকম কোন ইমেইল এখনও না পেলে কয়েকদিনের মধ্যেই পেতে পারেন। তখন যেন কোন ভুল না হয়, সেটা মাথায় রাখুন।
»» read more

Wednesday, 16 May 2012

একইরকম পোস্ট কিভাবে পোস্টের শেষে প্রদর্শন করবেন

আজকাল 'একইরকম পোস্ট' (Related Posts) বা 'এই পোস্টটি পড়ে দেখতে পারেন' (You may like these posts / You might also like), 'প্রাসঙ্গিক লেখা' (Relevant Story) জাতীয় কিছু লিংক বিভিন্ন ব্লগ (Blog) বা ওয়েবসাইটের  (Website) পোস্টের নিচে দেখা যাচ্ছে। আমিও এ ধরণের একটি সুবিধা আমার ব্লগে স্থাপন করেছি।
কিছুদিন পূর্বে বিভিন্ন হ্যাকার (Hacker) নানারকম কোড (Code) তৈরি করেছিল এ ধরণের কাজ করার জন্য। আমি সেগুলোর কয়েকটি পরীক্ষা (Tested them) করে দেখেছি। কিন্তু এগুলোর বেশিরভাগই বাংলা সাইট বা ব্লগে (Bangla Site or Blog) কাজ করতো না। বাংলা ফন্টগুলো (Bangl Fonts) ভেঙে যেত। সঠিকভাবে প্রদর্শিত হতো না। কিন্তু একটি নতুন সাইট সম্প্রতি অনলাইনে (Online) এসেছে, যাঁদের দেয়া কোড বাংলা ব্লগে দারুণভাবে কাজ করে। বাংলা ফন্ট সঠিকভাবে প্রদর্শিত হয়। সেই সাথে পোস্টে কোন ছবি (Image) থাকলে তারও একটি প্রিভিউ (Preview) একসাথে প্রদর্শিত হয়। এই দারুণ সুবিধা ছাড়াও এদের কোড স্থাপন করা খুব সহজ। তাই আমি এদের দেয়া কোড আমার ব্লগে ব্যবহার করছি।

আমার ব্লগে প্রতিটি পোস্টের শেষে উপরের ছবির মতো কিচু পোস্টের লিংক ছবিযুক্ত হয়ে প্রদর্শিত হচ্ছে।

এই ধরণের খুবই উপকারী ও দারুণ কাজের গেজেট (Useful Gadget) আমাদেরকে উপহার দিচ্ছে Linkwithin নামক সাইটটি।

কিভাবে এই সাইট থেকে কোড নিয়ে আপনার ব্লগে স্থাপন করবেন, এখন আমি তা বিস্তারিত আলোচনা করছি:-

এই সাইটে (ক্লিক করুন) ভিজিট (Visit) করলে প্রথম পৃষ্ঠাতেই (First Page) নিচের ছবির মতো একটি ঘর দেখতে পারবেন।
 এখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। তবে কোন রকম রেজিস্ট্রেশন (Registration), পাসওয়ার্ড (Password) কিংবা লগইনের (Login) কোন বালাই এখানে নেই (No need)।
  • প্রথম টেক্সটবক্সে আপনার ইমেইল আইডি (Email Id) দিন।
  • দ্বিতীয় টেক্সট বক্সে আপনার ব্লগের ঠিকানা (Blog Address) লিখুন।
  • তৃতীয় টেক্সটবক্সে আপনার ব্লগিং প্লাটফরম (Blogging Platform) কি তা নির্বাচন করুন। ওয়ার্ডপ্রেস (নিজস্ব ডোমেইন) (Wordpress) বা ব্লগার (Blogger.com) কিনা তা সিলেক্ট (Select) করুন।
  • আপনি কয়টি প্রিভিউ ভিজিটরদেরকে (Visitor) দেখাতে চান তা '3 Stories' লেখা জায়গায় নির্বাচন করতে হবে। ডাউন এ্যারো বাটনে (Down Arrow Button) ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু (Drop Down Menu) চলে আসবে। সেখান ৪টি বা ৫টি- যে কয়টি পোস্টের প্রিভিউ পোস্টের নিচে দেখাতে চান, তা নির্বাচিত (Select) করুন।
  • আপনার ব্লগটির ব্যাকগ্রাউন্ড (Blog Background) কি গাঢ় রঙের (Dark color), নাকি হালকা রঙের (Light color)? যদি গাঢ় রঙের হয় তাহলে "My blog has light text on a dark background" লেখার পাশে একটি টিক চিহ্ন (Tick Mark) দিয়ে দিন।
  • ব্যাস আপনার প্রাথমিক কাজ হয়ে গেল।
  • এবার "Get Widget" লেখাতে ক্লিক করুন।
  • আরেকটি পেজ ওপেন হবে।
নিচের ছবিটি দেখুন। এখানে Linkwithin নিজে থেকেই আপনার ব্লগে একটি গেজেট স্থাপন করতে চাইবে। Add Widget লেখা বোতামে ক্লিক করে আপনার  ব্লগের Page Elements অংশে গেজেটটিকে স্থাপন করুন। তবে একটি সতর্কতা আমাদের সকলেরই বিবেচনায় থাকা উচিত। আপনি নিজে বা বিশ্বাসযোগ্য ব্যক্তি ছাড়া কাউকে ব্লগের একাউন্টে প্রবেশাধিকার দেয়া উচিত নয়। এই ধরণের থার্ডপার্টিগুলো কোন কোন ক্ষেত্রে কাজের কোড বা গেজেটের আড়ালে / লোভ দেখিয়ে আপনার একাউন্ট চুরি করে আপনার / অন্যের ক্ষতি করার সুযোগ নিতে পারে। সেক্ষেত্রে কাউকে আপনার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার দেবার আগে সম্পূর্ণ নিশ্চিত হয়ে নিন। আমি যা করেছি তা আপনারাও করতে পারেন। নিচের ছবিতে দেখুন। Edit Content লেখাতে ক্লিক করে কোডগুলো আমি কপি করে নিয়েছি। Linkwithin-কে ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করতে দেইনি। কপি করে নেয়া কোডগুলো আমি নিজে ব্লগের Page Elements অংশে Add a Gadget বোতামে ক্লিক করে একটি HTML/ JavaScript Gadget এর মধ্যে Paste করেছি।
 ডিফল্টভাবে নতুন ইনস্টল করা গেজেটটি ব্লগের সাইডবার বা যে কোন স্থানে স্থাপিত হয়ে যেতে পারে। তাকে ড্রাগ করে Blog Posts অংশের ঠিক নিচে স্থাপন করুন (ফুটারে নয়)। এবার Save বোতামে ক্লিক করে পরিবর্তনটুকু সংরক্ষণ করুন।
 
 অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। Linkwithin Gadget কাজ করা শুরু করবে (Active Instantly)। হয়তো সঙ্গে সঙ্গে Related post দেখানো শুরু করবে না। কয়েকমিনিট দেরি হতে পারে। কারণ ব্লগে কোডটি স্থাপিত হবার পর কোডটি মূল সার্ভারে (Main Server) সংকেত পাঠাবে। সেই অনুযায়ী সার্ভার থেকে রোবট (Robot) এসে আপনার ব্লগটি পাঠ করতে শুরু করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই সেই রোবট সিদ্ধান্ত নেবে যে কোন পোস্টের নিচে কোন পোস্টের প্রিভিউ দেখাতে হবে। সিদ্ধান্ত নেয়ার সময় প্রাসঙ্গিকতা, সাম্প্রতিকতা, জনপ্রিয়তা ইত্যাদি বিচার করে দেখা হবে। কয়েক ঘন্টা পার হলে (After some hours) অধিকতর সঠিকভাবে একইরকম পোস্ট দেখানো শুরু হবে।

এদের একটি বিশেষ ভালো দিক:
Linkwithin সাইটের হর্তাকর্তাদের মনোভাব খুবই বন্ধুত্বপূর্ণ (Friendly)। আপনি যে কোন সমস্যায় (In any problem) তাদের সাহায্য (Help) নিতে পারেন। আমি একাধিক কোম্পানীকে দেখেছি যে, তারা মেইল করার অপশনটি (Option) কোথাও রাখেনি। কিংবা মেইল করলেও সময়মতো উত্তর দেয় না অথবা কোন উত্তর না দিয়ে ফোরামের (Forum) ঠিকানা দিয়ে দেয়। কিন্তু এরা একেবারেই অন্যরকম (Different)। আপনি যে কোন সমস্যায় (In Any Problem) support [@] linkwithin [.] com ঠিকানায় (ব্রাকেট ও স্পেসগুলো বাদ দিয়ে ঠিকানাটি পড়তে হবে) চিঠি লেখার কয়েক ঘন্টার (Within some hours) মধ্যেই তারা উত্তর দিয়ে দেবে (They will answer)। কোন সমস্যায় (In any problem) পড়লে তার সমাধান করে দেবে (They will solve any problem) । আমি দুইটি সমস্যায় পড়েছিলাম।
  • Linkwithin এর গেজেট স্থাপন করলে ব্লগের প্রথম পাতাতেই (First Page) প্রত্যেক পোস্টের নিচে রিলেটেড পোস্টের লিংক (Related Post Link) দেখাতো। আমি এটা চাইনি। আমি চেয়েছি একইরকম পোস্টগুলি শুধুমাত্র পোস্টপাতার শেষেই (Only below post page) প্রদর্শিত হোক।
  • আমি ভুল করে তিনটি প্রিভিউ (3 preview) দেখানোর অপশন সিলেক্ট করেছিলাম। Linkwithin'কে চিঠি লেখার সাথে সাথেই তারা ৪টি প্রিভিউ (4 preview) দেখানোর ব্যবস্থা করে দেয়। আমাকে নতুন করে কোড ইনস্টল করতে হয়নি (Don't need to install any new code)।
  • আশা করি আপনারাও কোনরকম সমস্যায় পড়লে উপরে দেয়া ইমেইল ঠিকানা (Email Address) থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন।
  • উল্লেখ্য যে আমি আমার অন্য দুটি ব্লগ Nature of Bangladesh এবং BH Templates দুটিতেই এই Linkwithin এর কোড ডিফল্ট সুবিধাসহ ব্যবহার করছি। কোনরকম পরিবর্তন করে নেইনি।
»» read more

কিভাবে ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

একটি নতুন গেজেট (New Gadget) নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="http://banglahacks.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://banglahacks.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>
এই সুবিধাটি ব্লগে স্থাপন করা খুব সহজ।
  • উপরে দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
  • কোডের অভ্যন্তরের banglahacks লেখাটি (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে (ফায়ারফক্স ডাউনলোড করুন) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh)করে দেখুন আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রদশিত হচ্ছে।
সেটিংস পরিবর্তন করা
  • কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Post' লেখাটি (বোল্ড করা) পাল্টে 'পোস্ট সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Comments' শব্দটি (বোল্ড করা) পাল্টে 'মন্তব্য সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color="blue" পাল্টে 'black' কিংবা 'red' অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
»» read more

কিভাবে ড্রপডাউন ব্লগরোল তৈরি করা যায়

ওয়ার্ডপ্রেসে (Wordpress) যা ব্লগরোল (Blogroll) ব্লগার.কম (Blogger.com)এ তাকেই ব্লগলিংকস (Bloglinks) বলে। এটা আসলে বিভিন্ন ওয়েবসাইট (Website) বা ব্লগের (Blog) একটি তালিকা (List) মাত্র। আপনি যেসব ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট (Visit) করেন। কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য নিজের ব্লগে লিংকগুলো (Links) রেখে দিতে চান, সেই কাজটি এই ব্লগরোল বা ব্লগলিংকস এর মাধ্যমে সহজে করা সম্ভব। ওয়ার্ডপ্রেসে এই ব্লগরোল গেজেটটি ড্রপডাউন মেনুর (Dropdown menu) মতো করে সাজিয়ে রাখা যায়। কিন্তু ব্লগার.কম এ তা ডিফল্টভাবে (Default) করা সম্ভব নয়। কিন্তু ড্রপডাউন মেনুর মতো করে সাজিয়ে রাখার সুবিধা রয়েছে অনেক বেশি। ধরি আপনার পছন্দের ব্লগের সংখ্যা ৫০টি। আবার পছন্দের ওয়েব সাইটের সংখ্যা ৫০টি। এই এতগুলো ব্লগের লিংক যদি ব্লগের সাইডবারে (Sidebar) রেখে দেই, তাহলে ব্লগের দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে। ব্লগ লোড হতেও অনেক সময় লাগবে। ব্লগের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এতগুলো ওয়েবসাইটকে যদি একটি মাত্র ড্রপডাউন মেনুর (Dropdown menu) মধ্যে লুকিয়ে রাখা যেত তাহলে কি সুবিধাই না হতো। আজ আমরা ব্লগার.কম ব্লগের সাইডবারে (Blog sidebar) কিভাবে একটি ড্রপডাউন ব্লগরোল (Dropdown Blogroll) বা ব্লগলিংক/ ওয়েবসাইট লিংকের তালিকা তৈরি করা যায় তাই শিখবো।

  • ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের Page Elements পাতায় প্রবেশ করুন।
  • একটি HTML/ JavaScripts গেজেট বক্স নিন।
  • এই গেজেটের বক্সে নিচের কোডটি সম্পূর্ণ পেস্ট করুন।
  • <form><select onchange="window.open(this.options[this.selectedIndex].value,'_blank')" name="menu" size="1">

    <option/> My BlogLinks

    <option value="http://site1.com/">SITE 1

    <option value="http://site2.com/">SITE 2

    <option value="http://site3.com/">SITE 3

    <option value="http://site4.com/">SITE 4

    <option value="http://site5.com/">SITE 5
    </select></form>
  • site 1, 2, 3, 4, 5 এর জায়গায় আপনার পছন্দের ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা লিখুন এবং বড় হাতের SITE 1, 2, 3, 4, 5 পরিবর্তন করে ঠিকানা সংশ্লিষ্ট সাইট বা ব্লগের নাম লিখুন।
  • এবার গেজেটটি সেভ করুন।
  • হয়ে গেল আপনার নিজস্ব পছন্দের সাইট ও ব্লগগুলোর লিংক এর একটি ড্রপডাউন মেনু

আপডেট: (পাঠকের মন্তব্যের প্রেক্ষিতে) আপনারা যারা ৫টির বেশি লিংক মেনুতে রেখে দিতে চান, তাঁরা:-
<option value="http://site5.com/">SITE 5
উপরের লাইনটি পরপর লিখে সাইট লিংক ও নাম পরিবর্তন করে দিন। অর্থাৎ http://site5.com এবং SITE5 শব্দগুলো পরিবর্তন করে দিন। এবার যত খুশি ততগুলো ওয়েবসাইট বা ব্লগের লিংক রেখে দিতে পারবেন। আমি পোস্ট লেখা সুবিধার্থে শুধুমাত্র ৫টি লিংক লেখার কোডটি দিয়েছি। কিন্তু আপনি যদি ৫টির অধিক লিংক রেখে দিতে চান তাহলে ওই একই কোড বারবার লিখতে হবে। কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। সহজে হয়ে যাবে।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে 'My BlogLinks' লেখাটি পরিবর্তন করে 'আমার ব্লগ তালিকা', 'প্রিয় ব্লগ', 'বন্ধুদের ব্লগ' 'নিয়মিত পড়ি' কিংবা যে কোন বাংলা শব্দ বা নাম ব্যবহার করতে পারবেন।
»» read more

Blogger.com ব্লগের টেমপ্লেট রঙ HTML দিয়ে পরিবর্তন করা

আমরা এর আগে কিভাবে ব্লগার.কম ব্লগের টেমপ্লেটের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করতে হয় তা শিখেছি। আজ ব্লগ শরীরের বিভিন্ন অংশের রঙ পাল্টানো শিখবো। এজন্য প্রথমে একটু প্রস্তুতি নিতে হবে।
  1. ব্রাউজারের অন্য ট্যাবে কালার চার্ট পোস্টটি খুলে নিন।
  2. ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় টুল 'কালার কোডার' ডাউনলোড করুন, অথবা
  3. যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন পোস্টের সফটওয়ারটি ডাউনলোড করে নিন
  4. একটি ডেমো ব্লগ ব্রাউজারের অন্য ট্যাবে খুলে নিন। এই ডেমো ব্লগটিতে ব্লগারের minima টেমপ্লেট সেট করা থাকতে হবে। এই টেমপ্লেটটি বুঝতে এবং পরিবর্তন করা সহজ।
  5. আমরা এই ডেমো ব্লগে ব্লগের বিভিন্ন অংশের রঙ পরিবর্তন করা শিখবো
আচ্ছা, এবার কাজে আসি-
  1. যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে blogger.com এ লগইন হয়ে নিন।
  2. এবার Layout> HTML ট্যাবে চলে যান।
  3. এখানে খুব সাবধানে কাজ করতে হবে। কোনরকম ভুল হলে কাজ করবে না।
  4. প্রথমে body { অংশে যান। এর নিচে লেখা রয়েছে background:$bgcolor;
  5. এই লাইনের $bgcolor; লেখাটুকু মুছে দিন। এখানে লিখুন #000000;। এখানে #000000; কোডটি কাল রঙের। এই কোড ছাড়াও অন্য যে কোন রঙের কোড ব্যবহার করতে পারবেন।
  6. HTML ট্যাবের নিচে লেখা PREVIEW লেখাতে ক্লিক করে প্রিভিউ দেখুন।
  7. সম্পূর্ণ ব্লগটি কাল রঙের হয়ে গেছে।
  8. এবার /* Outer-Wrapper অংশে যান।
  9. দেখুন #outer-wrapper { লেখা রয়েছে। এর ঠিক ডান পাশে লিখুন background-color: #FF0000; এটা লাল রঙের কোড।
  10. প্রিভিউ দেখুন। ব্লগের যে অংশটা মূল অংশ সেটা সম্পূর্ণ লাল রঙের হয়ে গেছে। আর বাকী অংশটুকু কাল রয়ে গেছে।
  11. এবার আমরা পোস্ট লেখার জায়গার রঙ পরিবর্তন করব।
  12. এর জন্য HTML ট্যাবের একটু নিচে #main-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color: #FFFFFF; এটা সাদা রঙের কোড।
  13. এবার আমরা সাইডবারের রঙ পরিবর্তন করব।
  14. HTML ট্যাবের মধ্যেই #main-wrapper { একটু নিচে লেখা রয়েছে #sidebar-wrapper {
  15. #sidebar-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color:#8AFB17;
  16. এবার প্রিভিউ দেখুন। আপনার ব্লগের চেহারা দেখতে নিচের ছবির মতো হবে।
  17. হেডারের রঙ পাল্টাতে চান? তাহলে #header { লেখাটি খুঁজে বের করুন (উপরের দিকে আছে)। এই অংশের নিচে লেখা আছে color:$pagetitlecolor; এই লাইনের $pagetitlecolor; কোডটুকু মুছে দিন। তার বদলে # এবং ; এর মাঝখানে পছন্দের রঙের কোড বসান। যেমন #FFFFFF;
  18. পরিবর্তিত রঙের ব্লগ কি পছন্দ হয়েছে, তাহলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
  19. মনে রাখুন: প্রত্যেকটা পরিবর্তনের পর PREVIEW লেখাতে ক্লিক করে পরিবর্ততিত চেহারাটা দেখে নিবেন। কোনরকম ভুল হলে CLEAR EDITS লেখাতে ক্লিক করলে পূর্বরূপ ফিরে পাবেন।
  20. খেয়াল করেছেন কি যে বিভিন্ন জায়গায় মার্জিনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।
»» read more

চার কলাম টেমপ্লেট- 'বাংলা ব্লগ টিপস'

আমি প্রথমে ব্লগ লেখা শুরু করেছিলাম "বাংলা ব্লগ টিপস" নাম দিয়ে। এই ব্লগের মূল বিষয় ছিল ব্লগার.কম এ খোলা ব্লগ নিয়ে বিভিন্ন আলোচনা। পরবর্তীতে আমি "বাংলা হ্যাকস" নামের ব্লগ খুলি। 'বাংলা ব্লগ টিপস' ব্লগের টেমপ্লেটটিই ছিল আমার ডিজাইন করা প্রথম টেমপ্লেট। এটা বেশ হালকা, পাতলা একটি টেমপ্লেট। বাংলাদেশের নেট স্পীডে খুব দ্রুত লোড হয়। অতিরিক্ত কোনরকম ছবির ফাইল ছাড়াও যে আকর্ষণীয় কোন টেমপ্লেট তৈরি করা যায়, এটা তার একটি জ্বলন্ত উদাহরণ। আজ আমি সেই ব্লগের টেমপ্লেটটি আপনাদের সবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিচ্ছি।

কিছু বৈশিষ্ট্যঃ
এই টেমপ্লেটটির রঙকে ইউনিক করতে বিভিন্ন জায়গায় সরাসরি কালার কোড বসানো আছে। তাই সব জায়গার রঙ আপনি ব্লগের ডিফল্ট রঙ পাল্টানোর পদ্ধতি দিয়ে পাল্টাতে পারবেন না। যে সব জায়গার রঙ পাল্টাতে পারবেন সেগুলো হলঃ
  • Text color
  • Blog Title Color
  • Blog Description Color
  • Post Title Color
  • Border Color
  • Sidebar Title Background Color
  • Sidebar Title Text Color
  • Text Font
  • Sidebar Title Font
  • Blog Title Font
  • Blog Description Font
  • Post Footer Font
সাধারণ তথ্যঃ
  • ব্লগ বডির আকারঃ ৯৭০ পিক্সেল
  • বামপাশের কলাম আকারঃ ১২০ পিক্সেল
  • পোস্ট লেখার জায়গার আকারঃ ৪৮০ পিক্সেল
  • ডানপাশের উপরের প্রসস্থ কলাম আকারঃ ৩৫৫ পিক্সেল
  • ডানপাশের নিচের কলাম দুটির মধ্যে একটির আকার ২০০ পিক্সেল ও অপরটির আকার ১৫৫ পিক্সেল
  • ব্লগ ফুটারের চারটি কলামের আকার যথাক্রমে ২৫০ পিক্সেল, ২৫০ পিক্সেল, ২২০ পিক্সেল এবং ২০০ পিক্সেল।
আশা করি এই টেমপ্লেটটি আপনাদের সাধারণ চাহিদাকে তৃপ্ত করতে পারবে।
ডেমো ব্লগ ঠিকানা
ডাউনলোড। জিপ ফাইলে আছে, আকার ৮.৩ কিলোবাইট
»» read more

'বিস্তারিত পড়ুন' লিংককে ডানপাশে নিয়ে আসার পদ্ধতি

ব্লগার.কম ব্লগে ডিফল্টভাবে 'বিস্তারিত পড়ুন' নামক সুবিধাটি থাকে না। কিন্তু আমরা সামান্য একটু কোড স্থাপন করে এইরকম একটি সুবিধা ব্লগে স্থাপন করতে পারি। এজন্য আমি আপনাদেরকে বেশ কয়েকটি পদ্ধতি এর আগে জানিয়েছিলাম। এদের মধ্যে সবচাইতে সহজ হল "খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করুন" পোস্টটি। ডিফল্টভাবে এই লিংকটি বামপাশে থাকে। নিচের নমুনা ছবি দেখুন।

 আজ বাংলা হ্যাকস ব্লগের একজন নিয়মিত পাঠক মন্তব্য করেছেন যে এই "বিস্তারিত পড়ুন" লিংকটিকে বামদিক থেকে ডানপাশে নিয়ে যাওয়া যায় কি না। তার মন্তব্য'র প্রেক্ষিতে আজকের এই পোস্টটি লিখছি। আজ আমরা জানবো কিভাবে এই লিংকটিকে বামদিক থেকে ডানদিকে নিয়ে যাওয়া যায়।
  • 'বিস্তারিত পড়ুন' সুবিধা স্থাপনের যে কোড দুটি আছে, তার দ্বিতীয় কোডটির এক জায়গায় দেখুন লেখা রয়েছেঃ
<a class='readmore' expr:href='data:post.url'>Read More ... »</a>
  • এই লাইনটির ঠিক উপরে ও শেষে দুইটি ছোট কোড লিখে দিন। উপরে লিখুন
  • <div style='float:right;padding:5px 10px 5px 0px'>
  • আর শেষে লিখুন
  • </div>
  • ব্যাস হয়ে গেল।
  • PREVIEW তে ক্লিক করে দেখে নিন কেমন দেখাচ্ছে।
  • পছন্দ হলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনটুকু সংরক্ষণ করুন।
»» read more

ব্লগে Top Post গেজেট স্থাপন করার পদ্ধতি

আজ আমরা জানবো কিভাবে ব্লগে একটি 'টপ পোস্ট' গেজেট (Top Post Gadget) স্থাপন করা যায়। আমরা এর আগে সবচেয়ে বেশি মন্তব্য এসেছে যেসব পোস্টে তার তালিকা দেখানোর একটি গেজেট ব্লগে স্থাপন করার পদ্ধতি জেনেছিলাম। আজ আমরা সবচেয়ে বেশি দেখা হয়েছে যেসব পোস্ট সেসব দেখার একটি গেজেট কিভাবে পাওয়া যেতে পারে, তার পদ্ধতি জানবো।


 আমরা এই প্রয়োজনীয় গেজেটটি সংগ্রহ করবো Postrank নামক সাইট থেকে। সাইটে গিয়ে নাম ঠিকানা, ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন।
লগইন করার পর ডানপাশের সাইডবারে Top Post Widget লেখাতে ক্লিক করুন।
 উপরের ছবির মতো পেজের Get Widget লেখাতে ক্লিক করুন। ড্রপডাউন মেনু থেকে আপনি কোন প্লাটফরমের জন্য এই টপ পোস্ট গেজেটটি খুজছেন, তা নির্বাচন করুন। এই গেজেটটি আপনি Blogger.com, Wordpress, Typepad এবং আরও অন্যান্য কয়েকরকম CMS এর জন্য তৈরি করে নিতে পারবেন। আপনার ব্লগিং প্লাটফরম নির্বাচন করুন।Add a top post gadget in your blog. It support all kind of CMS. Blogger, wordpress, typepad gadget is available.
অথবা, একেবারে নিচের ফুটার লিংকগুলোর Widget Customization লেখা লিংকে ক্লিক করুন।

 সরাসরি নিচের ছবির মতো একটি পাতায় চলে আসবেন।
 এখানে ব্লগের নাম, পছন্দের রঙ, কতটি পোস্ট দেখাতে চান- ইত্যাদি বাছাই করুন। সবশেষে একই পাতার সবনিচের কোডবক্স থেকে কোড সংগ্রহ করে নিন।
এবার Blogger.com এর ক্ষেত্রে সরাসরি Layout> Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/JavaScripts গেজেটে কোডটি স্থাপন করুন।
»» read more
free counters
^ Back ToTop