paponblog

Friday, 18 May 2012

ব্লগে বা সাইটে মিউজিক প্লেয়ার লাগান

                                                              অনলাইন মিউজিক
নেটে মিউজিক এবং মিউজিক প্লেয়ারের অভাব নেই। এমনকি বর্ণনাসহ পাবেন যদি কোনো কিছু লিখে ইঞ্জিন গুলাতে সার্চ দেন। আমার এই পোস্ট খুবই সিম্পল একটা টিপস। যদি আপনার কোনো ব্লগ বা সাইট থাকে এবং সেখানে কোন গান বা ক্লিপ লাগাতে চান যাতে পাঠক বা ভিসিটর তাদের ইচ্ছা মত প্লে করতে পারে তাহলে এই পোস্ট আপনার জন্য ১০০% কাজে দিবে।

তেমন আহামরি কিছু করতে হবে না :) নিচের কোডটা কপি পেস্ট করে দেন আপনার কাঙ্খিত পেজ বা পোস্টে। আর কিছু বর্নণা করে দিচ্ছি কিভাবে করতে হবে।


আপনাকে মনে রাখতে হবে এটা swf প্লেয়ার। নিজের পিসিতে যেমন এডোবি ফ্লাশ থাকা লাগবে অপরদিকে ভিসিটরের পিসিতেও ফ্লাশ থাকতে হবে।

কোডঃ

<embed flashvars="audioUrl=আপনার অডিউ লিংক" height="27" quality="best" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" type="application/x-shockwave-flash" width="400"></embed>

  • আপনার অডিউ লিংকঃ এখন যে গানটি প্লে করতে চান সেই লিঙ্কটি আপনাকে এড করে দিতে হবে। লিঙ্কটি এরকম হতে হবে http://sam.azgor.com/samazgor.mp3
    ব্যান্ডুইডথের কথা যদি চিন্তা করেন তাহলে গুগল সাইটসে আপলোড করে দিতে পারেন। যেমনঃ http://sites.google.com/site/bloggersentral/file-storage/GetaranJiwa.mp3 , অথবা songs.pk বা music.com.bd এর গান গুলো দিতে পাড়েন। এমন আরো অনেক সাইট আছে যেখান থেকে সরাসরি ডাউনলোড করা যায়।
  • width="400": এখানে আপনার সুবিধামত উইডথ বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
  • height="27": এখানে আপনার সুবিধামত হাইট বসিয়ে নিতে পারেন। অথবা যা আছে তাই রেখে দিতে পারেন।
আপনি হয়ত খেয়াল করলে দেখবেন যে কোডটি উপরে আছে সেটি গুগলের ফ্লাশ প্লেয়ার। গুগলের জিনিস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আমার গত পোস্টে মিউজিক প্লেয়ার এড করে একটা পোস্ট দিয়েছিলাম। তাই নতুন করে DEMO দিলাম না। >> রা ওয়ান ছবির চাম্মাক চাল্লুর লিরিক+ডাউনলোড লিংক

ফ্লাশ প্লেয়ার ছাড়া যদি অন্য প্লেয়ার ব্যবহার করতে চান তাহলে ইয়াহু এর মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। অন্তত অন্যগুলার চেয়ে ভালো হবে। আর যদি পারেন তাইলে নিজেই একটা প্লেয়ার বানাইতে পারেন। http://mediaplayer.yahoo.com/

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop