paponblog

Friday, 18 May 2012

ব্লগস্পটকে এর জন্য মোবাইল উপযোগী টেমপ্লেট চালু করেছেন তো ?? Do you enable mobile templete on blogspot ?

আপনার ব্লগস্পট এর জন্য মোবাইল উপযোগী টেমপ্লেট চালু করুন। অনেক দিন ধরেই আমি ব্লগারের মোবাইল ভার্সন ব্যবহার করছি। বিশেষ করে যদি কোনো সাইটে যদি পপ আপ এডস থাকে তাহলে এটা মারাত্মক উপকারে আসে এবং ব্যান্ডউইডথ কম লাগে এটা লোড নিতে। যারা জানেন না কিভাবে এটা সেট করতে হয় নিজের ব্লগে, তারা দেখে নিতে পারেন।
 Dashboard >> Setting >> Email & Mobile এ গিয়ে Show mobile templete অপশন Yes করে দিন, তাহলে কাজ শেষ। আপনি ইচ্ছা করলে ডিজাইন চেঞ্জ করতে পারবেন - Choose mobile templete এর নিচে ড্রপ ডাউন মেনু থেকে। এবার সেভ করে ফেলুন। এখন মোবাইল ভার্সনের লিঙ্ক হবে "http://আপনার ব্লগ.blogspot.com/?m=1" অথবা আপনি যদি কাস্টম ডোমেইন ব্যবহার করেন তাহলে ইউয়ারএল হবে "http://কাস্টম ডোমেইন.com/?m=1" অর্থাৎ যে কোনো লিঙ্কের শেষে "?m=1" থাকবে।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop