paponblog

Friday, 18 May 2012

নকিয়া ফোন ফরমেটিং

বিভিন্ন কারণে আপনার নোকিয়া (Nokia) ফোনটি ফরম্যাট করার দরকার হতে পারে। বিশেষ করে যদি আপনার ফোনে ভাইরাস আক্রমণ করে এবং কোনক্রমে ভাইরাস আপডেট করতে পারেন, তাহলে ফোনটি ফরম্যাট করার কোন বিকল্প নেই।

*(স্টার) 3 এবং call বাটন
এই ৩টি বাটন কে তিন আঙুলের সাহায্যে একসাথে প্রেস করে ধরে
এ অবস্থায় এবার অন বাটন প্রেস করে মোবাইল টা অন করুন
দেখবেন মোবাইল সেট টি ফরম্যাটিং হতে শুরু করেছে

শুধুমাত্র নকিয়ার সিমবিয়ান (Symbian) সফটওয়ার (Software) যেগুলি মোবাইল ফোনে (Mobile Phone) রয়েছে সেগুলিতে এই কমান্ড কাজ করবে।যেমন- নকিয়া ৬৬০০(6600), ৭৬১০(7610), এন৭০ (N70), এন৭২ (N72) ইত্যাদি।

শুধু সিম্পিয়ান সফটওয়ারের সিরিজ যেমন: ৬০, ভার্সন ৩ যুক্ত ফোনগুলিকে ফরম্যাট করার জন্য সেট অন থাকা অবস্থায় *#৭৩৭০# (*#7370#) প্রেস করতে হবে।
ফরমেট করার পর সেট অটোমেটিক সফটওয়ার (Software) রিইনস্টল করে নিবে।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop