paponblog

Friday, 18 May 2012

কম্পিউটার, নেট ও গেমের স্পিড বাড়ান গেম বুস্টার (Game Booster) দিয়ে

আমরা যখন কম্পিউটার চালু করি তখন প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক প্রোগ্রাম চালু হয়। অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলো চালু থেকে অযথা প্রসেসরের স্পিড ও র‍্যামের প্রয়োজনীয় যায়গা দখল করে রাখে। এসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করার জন্য গেম বুস্টার সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

 এটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম ও প্রসেস বন্ধ করে কম্পিউটারের গতি বাড়ায়ে দেয়। এতে নেটের স্পিড ও একটু বেশী পাবেন। কারন উইন্ডোজের যেসব সার্ভিস অকারনে নেট ইউজ করে যেমন অটোমেটিক আপডেট, টাইম আপডেট ইত্যাদি সার্ভিস গুলোকে গেম বুস্টার বন্ধ করে দেয়। সফটওয়্যারটি অপ্রয়োজনীয় প্রোসেস বন্ধ করে দেয় এতে আপনি গেম খেলার সময়ও পিসির সর্ব্বোচ্চ গতি পাবেন। এ সফটওয়্যারটি একদম ফ্রি। এর সাইজ প্রায় ৫ মেগাবাইট। এটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এটি ডাউনলোড করে ইনস্টল করে চালু করে Switch to Gaming Mode! বাটনে ক্লিক করলেই এটি অপ্রয়োজনীয় প্রোসেস বন্ধ করে এবং সয়ংক্রিয় হাইড হয়ে নোটিফিকেশন এরিয়াতে চলে যাবে। আশা করি সফটওয়্যারটি উপকারে আসবে। ভাল লাগলে কমেন্ট করবেন।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop