paponblog

Wednesday, 16 May 2012

চার কলাম টেমপ্লেট- 'বাংলা ব্লগ টিপস'

আমি প্রথমে ব্লগ লেখা শুরু করেছিলাম "বাংলা ব্লগ টিপস" নাম দিয়ে। এই ব্লগের মূল বিষয় ছিল ব্লগার.কম এ খোলা ব্লগ নিয়ে বিভিন্ন আলোচনা। পরবর্তীতে আমি "বাংলা হ্যাকস" নামের ব্লগ খুলি। 'বাংলা ব্লগ টিপস' ব্লগের টেমপ্লেটটিই ছিল আমার ডিজাইন করা প্রথম টেমপ্লেট। এটা বেশ হালকা, পাতলা একটি টেমপ্লেট। বাংলাদেশের নেট স্পীডে খুব দ্রুত লোড হয়। অতিরিক্ত কোনরকম ছবির ফাইল ছাড়াও যে আকর্ষণীয় কোন টেমপ্লেট তৈরি করা যায়, এটা তার একটি জ্বলন্ত উদাহরণ। আজ আমি সেই ব্লগের টেমপ্লেটটি আপনাদের সবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিচ্ছি।

কিছু বৈশিষ্ট্যঃ
এই টেমপ্লেটটির রঙকে ইউনিক করতে বিভিন্ন জায়গায় সরাসরি কালার কোড বসানো আছে। তাই সব জায়গার রঙ আপনি ব্লগের ডিফল্ট রঙ পাল্টানোর পদ্ধতি দিয়ে পাল্টাতে পারবেন না। যে সব জায়গার রঙ পাল্টাতে পারবেন সেগুলো হলঃ
  • Text color
  • Blog Title Color
  • Blog Description Color
  • Post Title Color
  • Border Color
  • Sidebar Title Background Color
  • Sidebar Title Text Color
  • Text Font
  • Sidebar Title Font
  • Blog Title Font
  • Blog Description Font
  • Post Footer Font
সাধারণ তথ্যঃ
  • ব্লগ বডির আকারঃ ৯৭০ পিক্সেল
  • বামপাশের কলাম আকারঃ ১২০ পিক্সেল
  • পোস্ট লেখার জায়গার আকারঃ ৪৮০ পিক্সেল
  • ডানপাশের উপরের প্রসস্থ কলাম আকারঃ ৩৫৫ পিক্সেল
  • ডানপাশের নিচের কলাম দুটির মধ্যে একটির আকার ২০০ পিক্সেল ও অপরটির আকার ১৫৫ পিক্সেল
  • ব্লগ ফুটারের চারটি কলামের আকার যথাক্রমে ২৫০ পিক্সেল, ২৫০ পিক্সেল, ২২০ পিক্সেল এবং ২০০ পিক্সেল।
আশা করি এই টেমপ্লেটটি আপনাদের সাধারণ চাহিদাকে তৃপ্ত করতে পারবে।
ডেমো ব্লগ ঠিকানা
ডাউনলোড। জিপ ফাইলে আছে, আকার ৮.৩ কিলোবাইট

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop