paponblog

Wednesday, 16 May 2012

কিভাবে ড্রপডাউন ব্লগরোল তৈরি করা যায়

ওয়ার্ডপ্রেসে (Wordpress) যা ব্লগরোল (Blogroll) ব্লগার.কম (Blogger.com)এ তাকেই ব্লগলিংকস (Bloglinks) বলে। এটা আসলে বিভিন্ন ওয়েবসাইট (Website) বা ব্লগের (Blog) একটি তালিকা (List) মাত্র। আপনি যেসব ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট (Visit) করেন। কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য নিজের ব্লগে লিংকগুলো (Links) রেখে দিতে চান, সেই কাজটি এই ব্লগরোল বা ব্লগলিংকস এর মাধ্যমে সহজে করা সম্ভব। ওয়ার্ডপ্রেসে এই ব্লগরোল গেজেটটি ড্রপডাউন মেনুর (Dropdown menu) মতো করে সাজিয়ে রাখা যায়। কিন্তু ব্লগার.কম এ তা ডিফল্টভাবে (Default) করা সম্ভব নয়। কিন্তু ড্রপডাউন মেনুর মতো করে সাজিয়ে রাখার সুবিধা রয়েছে অনেক বেশি। ধরি আপনার পছন্দের ব্লগের সংখ্যা ৫০টি। আবার পছন্দের ওয়েব সাইটের সংখ্যা ৫০টি। এই এতগুলো ব্লগের লিংক যদি ব্লগের সাইডবারে (Sidebar) রেখে দেই, তাহলে ব্লগের দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে। ব্লগ লোড হতেও অনেক সময় লাগবে। ব্লগের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এতগুলো ওয়েবসাইটকে যদি একটি মাত্র ড্রপডাউন মেনুর (Dropdown menu) মধ্যে লুকিয়ে রাখা যেত তাহলে কি সুবিধাই না হতো। আজ আমরা ব্লগার.কম ব্লগের সাইডবারে (Blog sidebar) কিভাবে একটি ড্রপডাউন ব্লগরোল (Dropdown Blogroll) বা ব্লগলিংক/ ওয়েবসাইট লিংকের তালিকা তৈরি করা যায় তাই শিখবো।

  • ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের Page Elements পাতায় প্রবেশ করুন।
  • একটি HTML/ JavaScripts গেজেট বক্স নিন।
  • এই গেজেটের বক্সে নিচের কোডটি সম্পূর্ণ পেস্ট করুন।
  • <form><select onchange="window.open(this.options[this.selectedIndex].value,'_blank')" name="menu" size="1">

    <option/> My BlogLinks

    <option value="http://site1.com/">SITE 1

    <option value="http://site2.com/">SITE 2

    <option value="http://site3.com/">SITE 3

    <option value="http://site4.com/">SITE 4

    <option value="http://site5.com/">SITE 5
    </select></form>
  • site 1, 2, 3, 4, 5 এর জায়গায় আপনার পছন্দের ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা লিখুন এবং বড় হাতের SITE 1, 2, 3, 4, 5 পরিবর্তন করে ঠিকানা সংশ্লিষ্ট সাইট বা ব্লগের নাম লিখুন।
  • এবার গেজেটটি সেভ করুন।
  • হয়ে গেল আপনার নিজস্ব পছন্দের সাইট ও ব্লগগুলোর লিংক এর একটি ড্রপডাউন মেনু

আপডেট: (পাঠকের মন্তব্যের প্রেক্ষিতে) আপনারা যারা ৫টির বেশি লিংক মেনুতে রেখে দিতে চান, তাঁরা:-
<option value="http://site5.com/">SITE 5
উপরের লাইনটি পরপর লিখে সাইট লিংক ও নাম পরিবর্তন করে দিন। অর্থাৎ http://site5.com এবং SITE5 শব্দগুলো পরিবর্তন করে দিন। এবার যত খুশি ততগুলো ওয়েবসাইট বা ব্লগের লিংক রেখে দিতে পারবেন। আমি পোস্ট লেখা সুবিধার্থে শুধুমাত্র ৫টি লিংক লেখার কোডটি দিয়েছি। কিন্তু আপনি যদি ৫টির অধিক লিংক রেখে দিতে চান তাহলে ওই একই কোড বারবার লিখতে হবে। কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। সহজে হয়ে যাবে।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে 'My BlogLinks' লেখাটি পরিবর্তন করে 'আমার ব্লগ তালিকা', 'প্রিয় ব্লগ', 'বন্ধুদের ব্লগ' 'নিয়মিত পড়ি' কিংবা যে কোন বাংলা শব্দ বা নাম ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop