paponblog

Wednesday, 12 September 2012

the Flying Dragon


ছোট আকারের এই ড্রাগন সদৃশ প্রাণীটি Draco volans বা the Flying Dragon নামে পরিচিত।
এদের বাসস্থানের মূল অঞ্চল হল ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ায়।
এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ড্রাগনেরা উড়ন্ত অবস্থায় তাদের তাদের পেটের পাতলা ত্বক মেলে দেয় এবং এক নিমিষেই বহুদুর যেতে পারে।।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop