পৃথিবীর বাইরের রহস্যময়তা নিয়ে আলোচনা করা যাক...
মহাশূন্যে মহা বিস্ফোরণের মধ্য দিয়ে তারার মৃত্যুই হল সুপারনোভা। কিন্তু কখনো কি সুপারনোভা ফ্যাক্টরির কথা শুনেছেন? ২০১১ সালের শেষের দিকে সুইডেনের গবেষকরা এমন একটি গ্যালাক্সির সন্ধান পেয়েছিলেন য
েখানে
অহরহ তৈরি হয় সুপারনোভা। এ গ্যালাক্সিটির সুপারনোভা তৈরির প্রক্রিয়া
দেখে গবেষকরা বলেছিলেন, এটি যেন গ্যালাক্সি নয়, সুপারনোভা ফ্যাক্টরি!
পৃথিবী থেকে প্রায় ২৫ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সিতে এ 'সুপ
ারনোভা ফ্যাক্টরিটি'র অবস্থান। চালমার্সএবং আনসালা স্পেস অবজারভেটরির জ্যোতির্বিদরা একটি গ্যালাক্সিতে একসঙ্গে ৭টি সুপারনোভা আবিষ্কারের পর একে সুপারনোভা ফ্যাক্টরি বলেছিলেন। একটি গ্যালাক্সিতে এর আগে একই সময়ে আর এত বেশি সুপারনোভা কখনোই দেখা যায়নি। 'গ্যালাক্সি এআরপি ২২০' নামের এ গ্যালাক্সি কেন্দ্রে ৪০টি রেডিও তরঙ্গ উৎস খুঁজে পেয়েছিলেন গবেষকরা। এসব তরঙ্গের উৎস পাতলা গ্যাস এবং ধুলাস্তরের আড়ালে ঢাকা রয়েছে। এসব তরঙ্গ উৎস বিশ্লেষণ করেই 'সুপারনোভা ফ্যাক্টরি' আবিষ্কারের দাবি করেছিলেন গবেষকরা। এআরপি ২২০-এ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে অনেক বেশি সুপারনোভা তৈরি হয়। আমাদের মিল্কিওয়েতে শতবর্ষে যেখানে একটি নক্ষত্রের বিস্ফোরণ ঘটে, সেখানে এআরপি ২২০-এ প্রতি ২৫ বছরে একটি ঘটনা ঘটে।
ারনোভা ফ্যাক্টরিটি'র অবস্থান। চালমার্সএবং আনসালা স্পেস অবজারভেটরির জ্যোতির্বিদরা একটি গ্যালাক্সিতে একসঙ্গে ৭টি সুপারনোভা আবিষ্কারের পর একে সুপারনোভা ফ্যাক্টরি বলেছিলেন। একটি গ্যালাক্সিতে এর আগে একই সময়ে আর এত বেশি সুপারনোভা কখনোই দেখা যায়নি। 'গ্যালাক্সি এআরপি ২২০' নামের এ গ্যালাক্সি কেন্দ্রে ৪০টি রেডিও তরঙ্গ উৎস খুঁজে পেয়েছিলেন গবেষকরা। এসব তরঙ্গের উৎস পাতলা গ্যাস এবং ধুলাস্তরের আড়ালে ঢাকা রয়েছে। এসব তরঙ্গ উৎস বিশ্লেষণ করেই 'সুপারনোভা ফ্যাক্টরি' আবিষ্কারের দাবি করেছিলেন গবেষকরা। এআরপি ২২০-এ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে অনেক বেশি সুপারনোভা তৈরি হয়। আমাদের মিল্কিওয়েতে শতবর্ষে যেখানে একটি নক্ষত্রের বিস্ফোরণ ঘটে, সেখানে এআরপি ২২০-এ প্রতি ২৫ বছরে একটি ঘটনা ঘটে।
No comments:
Post a Comment