আজ থাকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে বিচরণ করেছিল এক সময়ের
পৃথিবীর সবচেয়ে বিশাল ও বিরাট আর শক্তিশালী জন্তু ডাইনোসর।
ডাইনোসর বিজ্ঞানীদের কাছে আজ ও এক রহস্য। ৬৫ মিলিয়ন বছর
পূর্বে বিলুপ্তি হওয়া জন্তুটি পৃথ
পৃথিবীর সবচেয়ে বিশাল ও বিরাট আর শক্তিশালী জন্তু ডাইনোসর।
ডাইনোসর বিজ্ঞানীদের কাছে আজ ও এক রহস্য। ৬৫ মিলিয়ন বছর
পূর্বে বিলুপ্তি হওয়া জন্তুটি পৃথ
িবীতে বিচরণ করেছিল প্রায় ১৬০
মিলিয়ন বছর যাবত।আসুন জেনে নিই রহস্যময় ডাইনোসর সম্পর্কে কিছু অজানা তথ্যঃ
১. ডাইনোসর গোষ্ঠীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ডাইনোসর
টিরোনোসরাস রেক্স বা টি রেক্স।ধারনা করা হত প্রাণীটি জীপ
গাড়ির মত দ্রুত বেগে ছুটতে পারে।কিন্তু সাম্প্রতিক গবেষণায়
দেখা যায় টি রেক্স এর গতি ঘণ্টায় ১০ থেকে ২৫ মাইল।
২. চীন দেশে সিটাকোসরাস নামের ডাইনোসরেরযে জীবাশ্ম
পাওয়া গেছে তার গায়ে সজারুর মত কাঁটা ছিল। ৩. বর্তমানে আমরা যে সকল পাখি দেখতে পাই,
তাদেরকে ডাইনাসোরেরই কিছু প্রজাতির বিবর্তিত রূপ
বলে ধারণা করা হয়।
৪. সম্প্রতি এক আবিস্কারে জানা যায় ডাইনোসরের নাসারন্ধ্র
এতদিন যেখানে ছিল
বলে ধারনা করা হয়েছে আসলে সেখানে ছিলনা। ছিল মুখের ঠিক নীচে এবং চোয়ালের কাছে।
৫. ডাইনোসর বিজ্ঞানীরা মাদাগাস্কারে ৭০ মিলিয়ন বছর আগের
টিটানোসারের সম্পূর্ন কঙ্কাল আবিস্কার করেন। এর নামকরন করা হয়
র্যাপেটোসরাস ক্রাউসি ।
মিলিয়ন বছর যাবত।আসুন জেনে নিই রহস্যময় ডাইনোসর সম্পর্কে কিছু অজানা তথ্যঃ
১. ডাইনোসর গোষ্ঠীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ডাইনোসর
টিরোনোসরাস রেক্স বা টি রেক্স।ধারনা করা হত প্রাণীটি জীপ
গাড়ির মত দ্রুত বেগে ছুটতে পারে।কিন্তু সাম্প্রতিক গবেষণায়
দেখা যায় টি রেক্স এর গতি ঘণ্টায় ১০ থেকে ২৫ মাইল।
২. চীন দেশে সিটাকোসরাস নামের ডাইনোসরেরযে জীবাশ্ম
পাওয়া গেছে তার গায়ে সজারুর মত কাঁটা ছিল। ৩. বর্তমানে আমরা যে সকল পাখি দেখতে পাই,
তাদেরকে ডাইনাসোরেরই কিছু প্রজাতির বিবর্তিত রূপ
বলে ধারণা করা হয়।
৪. সম্প্রতি এক আবিস্কারে জানা যায় ডাইনোসরের নাসারন্ধ্র
এতদিন যেখানে ছিল
বলে ধারনা করা হয়েছে আসলে সেখানে ছিলনা। ছিল মুখের ঠিক নীচে এবং চোয়ালের কাছে।
৫. ডাইনোসর বিজ্ঞানীরা মাদাগাস্কারে ৭০ মিলিয়ন বছর আগের
টিটানোসারের সম্পূর্ন কঙ্কাল আবিস্কার করেন। এর নামকরন করা হয়
র্যাপেটোসরাস ক্রাউসি ।
No comments:
Post a Comment