paponblog

Wednesday, 12 September 2012

নিউরোসিসটিসেরসিস --- neurocysticercosis


চিন্তা করে দেখুন,
জমাটবদ্ধ ফিতাকৃমি অপসারণের উদ্দেশ্যে আপনার মস্তিষ্কের অস্ত্রোপচার হচ্ছে !!
কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য এটিই এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নিউরোসিসটিসেরসিস (neurocysticercosis) নামক এই ব্যাধিতে পৃথিবীর মানুষ এখন আক

্রান্ত হচ্ছে ।
মগজচোষা এই পরজীবী জীবিত থাকা অবস্থায় মানুষের মাথায় তেমন সমস্যা সৃষ্টি করে না। বেঁচে থাকাকালীন সময়ে এদের সনাক্ত করা সম্ভব হয় না। কিন্তু মৃত অবস্থায় মাথা ব্যাথা সহ চরম আকারের সমস্যা সৃষ্টি করে এই পরজীবী।

1 comment:

free counters
^ Back ToTop