paponblog

Monday, 1 October 2012

কখনো বিয়ে করবেন না মল্লিকা!


হলিউডি অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাসের সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কখনো বিয়ে করবেন না বলে জানিয়েছেন বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।

সংবাদ সংস্থাটিকে মল্লিকা বলেছেন, ‘আমি বিয়ের কথা ভাবছি না। এমন বলছি এজন্য যে, বিয়েকে প্রচীন ধারণা বা বিশ্বাসের বেশি কিছু ভাবিনা আমি। আমি একা থাকতেই পছন্দ করি। বিয়ে করে ভক্তদের ভালোবাসা ও আন্তরিকতা নষ্ট করবো নাকি!’

এছাড়াও কর্মব্যস্ততার কথা জানিয়ে মল্লিকা আরো বলেছেন, ‘এমনকি কেমন পুরুষ আমার জন্য উপযুক্ত হবে, তাও ভাবিনি কখনো। বর্তমানে দেশ-বিদেশে অভিনয় ও ভ্রমণ নিয়ে বেশ উপভোগ্য এবং ব্যস্ত সময় কাটছে আমার।’

কান ফিল্ম ফেস্টিভ্যালের অ্যান্টোনিওর সঙ্গে পার্টিতে নাচ ও অন্তরঙ্গ সময় কাটানোর কথা জিজ্ঞেস করা হলে মল্লিকা জানিয়েছেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য নেই আমার। আমি ঠিক জানিনা, কেন এমন হচ্ছে। তাই কোনো মন্তব্য নেই আমার।’

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop