paponblog

Monday, 1 October 2012

২৫ কোটি রুপি আয় করলো 'হিরোইন'

মুক্তি পাবার এক সপ্তাহের মাথায় কারিনা কাপুর অভিনীত বলিউডি সিনেমা ‘হিরোইন’ আয় করেছে ২৫ কোটি রুপি। মাধুর ভাণ্ডারকার পরিচালিত সিনেমাটিতে একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করে কারিনা উঠে এসেছেন আলোচনার শীর্ষে। খবর জি নিউজ ব্যুরোর।

সিনেমাটি মুক্তির আগেই দর্শক এবং সমালোচকদের কৌতুহল সৃষ্টি করেছে। মুক্তি পাবার পরই সিনেমাটির গল্প এবং কারিনার সাবলীল অভিনয় দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সমালোচক এবং সাধারণ দর্শকদের। তার প্রমাণ হিসেবেই বক্স অফিস থেকে নিজেদের মূলধন ওঠাতে সক্ষম হলো সিনেমাটি।

সিনেমাটি নিয়ে বলিউডি ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইটারে লেখেন, ‘মুক্তির প্রথম সপ্তাহেই ‘হিরোইন’-এর নেট আয় ২৫ কোটি। মুক্তি পাবার পর ২১ সেপ্টেম্বর এর ঝুলিতে জমা হয় প্রায় সাড়ে সাত কোটি রুপি।’

২০ কোটি রুপি বাজেটের ‘হিরোইন’ সিনেমাটি ভাণ্ডারকারের সবচেয়ে বেশি আয়ের সিনেমা হবে বলেই ধারণা করা যাচ্ছে। ‘ফ্যাশন’ এবং ‘দিল তো বাচ্চা হ্যায়’-এর পর এটিই তার পরিচালিত অন্যতম হিট সিনেমা।

1 comment:

free counters
^ Back ToTop