paponblog

Wednesday, 17 October 2012

লাল সমুদ্র সৈকত


অবিশ্বাস্য কিন্তু সত্যি লাল রঙের সমুদ্র সৈকত, যা অবস্থিত প্যাঞ্জিন শহরে, আর এই শহর চিনে অবস্থিত। চিনের উত্তর অঞ্চলে এই সমুদ্র সৈকত। এটা বিশ্বের সব থেকে বড় এবং সংরক্ষিত নিম্নাঞ্চল যা কিনা সারা বছরই পানির নিচে থাকে। সম্পূর্ন সৈকত আবৃত হয়ে আছে লাল রঙ্গের আগাছায় বা সমুদ্র ঘাসে। এখানে পাওয়া যায় কিছু দূর্লভ ঘাস এবং কিছু প্রানী। যা বিশ্বের আর কোথাও দেখা মিলে না। এখানকার অত্যাধিক লবনাক্ততা এবং মাটির মধ্যে অত্যাধিক ক্ষার থাকার কারন হিসেবে ধরা হয় এখানকার ঘাস বা আগাছা গুলির এরূপ লাল রঙের কারন হিসেবে। ১০০ স্কয়ার কিমি এলাকা জুড়ে আছে এই লাল রঙের আগাছা বা ঘাস যা কিনা এই সমুদ্র সৈকতকে দিয়েছে এক অপরূপ সৈন্দর্য। এখানে উল্লেখ যোগ্য কিছু পাখি পাওয়া যায় যা সত্যিকার অর্থে বিরল। যেমনঃ লাল মুকুট বক এবং Saunders' gulls এই দুটি পাখি। এটি চায়নার অন্যতম ট্যুরিষ্ট স্পট। এখানে সেপ্টেম্বর মাসে সর্বাধিক ট্যুরিষ্ট আসে কেননা এ সময় সব থেকে বেশী এলাকা জুড়ে থাকে এই লাল রঙ্গে রাঙ্গা ঘাস।

তাহলে আসুন দেখে নেওয়া যাক এই লাল রঙ্গে ঘেরা পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকতের আরো কিছু ছবি,

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop