paponblog

Wednesday, 22 August 2012

অক্টোপাস


অক্টোপাসের হৃদয়ের সংখ্যা ৩ টি ।
এছাড়াও আটটি পা ও পুরো শরীর
নিয়ে এরা সাগরে মেতে উঠে এক
অবিস্বাশ্য খেলায় ।নিজের শরীরের
রং পাল্টে ছদ্ধবেশ ধারন
করা অক্টোপাসের একটি সহজাত গুন ।
মূহুর্তের মধ্যে এরা বার বার যে কোন
রং ধারন করে শুধু মাত্র হান্টারের কবল
থেকে নিজেকে রক্ষার জন্য ।
বড় বিচিত্র এদের শিকারের
কায়দা,প্রথমে শিকারকে লক্ষ্য
করে নিজের শরীরে উত্পন্ন
কালো রং ছুঁড়ে দিবে তার পর
শিকারকে বদ করবে ।কিন্তু মজার
বিষয়টি হল অক্টোপাসের চোখ আয়তাকার
বলে এরা পানিতে খুব
ভালো একটা দেখতে পায় না । খাদ্যের
অভাব পড়লে নিজ গোত্রের-ই (অক্টোপাস)
কাউকে ছাড়ে না এই অক্টোপাস ।আবার
অতিরিক্ত খাদ্যাভাব
দেখা দিলে নিজের পা-ই
খেয়ে ফেলে এই প্রানীটি ।কিন্তু সেই
পা আবারো গজিয়ে যায় ।অবশ্য
নিজেকে রক্ষার জন্যই প্রকৃতির এই
অভিনব ব্যবস্থা ।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop