তাদের কাছে ১ ডলার জমা হলেই টাকা দেয়, টাকা পাওয়া যায় এলার্ট-পে সহ অন্যান্য নানা ধরনের পদ্ধতিতে। পৃথিবীর যে কোন দেশ থেকে সদস্য হওয়া যায়।
পিটিসি
সাইট সম্পরের্ক প্রথম প্রশ্ন, তারা সত্যি সত্যি টাকা দেয় কি-না। সেদিক
থেকে এই সাইট পরীক্ষিত। ২০০৫ সাল থেকে এরা কাজ করছে। বিনামুল্যের সদস্য হয়ে
আয় শুরু করতে পারেন, ১০ ডলার দিয়ে একাউন্ট আপগ্রেড করে আয় আরো বাড়াতে
পারেন।
অন্যান্য
পিটিসি সাইটের মত তাদের মাধ্যমে যে আয় হয় সেটা নিতান্তই কম। তারপরও মুলকথা
তারা টাকা দেয়। কাজেই যদি সময় থাকে তাহলে আপত্তি থাকার কথা না।
রেফারেল আয়ের জন্য ৫ লেভেলে ১০% থেকে ১% পর্যন্ত আয় করা যায়। কাজেই ব্লগারদের জন্য সহজ আয়ের একটি পদ্ধতি হতে পারে ডংকি-মেইলস।
তাদের
আরেক প্রতিস্ঠান জিলস ক্লিক কর্নার এর মত তাদের সম্পর্কে একই অভিযোগ
রয়েছে। রেজিষ্ট্রেশনের সময় কোন ভুল তথ্য দিলে একাউন্ট মুছে দিতে পারে। সে
বিষয়ে সাবধান থাকাই ভাল।
তাদের
সদস্য হওয়ার জন্য শুরুতে শুধুমাত্র ই-মেইল এড্রেস দিতে হবে। তারা আপনার
নামে ই-মেইল করে একটি লিংক পাঠাবে। সেই লিংকে ক্লিক করে অন্যান্য তথ্য
দেবেন।
কিভাবে সাইটটি ব্যবহার করবেন
ব্যবহারের
সময় তাদের সাইটটি কিছুটা অগোছালো মনে হতে পারে। সদস্য হওয়ার পর লগ-ইন করলে
একটি বক্সের মত যায়গায় আয়ের বিভিন্ন পদ্ধতি লেখা স্ক্রিন পাওয়া যাবে
(ছবি)। যে কাজ করতে চান সেখানে ক্লিক করুন। যেমন পেইড২ক্লিক রয়েছে দ্বিতীয়
কলামের ৩ নাম্বার রো-তে। সেখানে ক্লিক করবেন। এরফলে ক্লিক করার জন্য
বিজ্ঞাপন পাওয়া যাবে।
বিজ্ঞাপনের
নিচে লেখা থাকবে সেখানে ক্লিক করলে কত টাকা পাওয়া যাবে। প্রথমবার ক্লিক
করার পর একটি কোড দেখা যাবে যার নিচে সেই কোডসহ আরো কয়েকটি কোড রয়েছে।
ওপরের লেখা কোডের সাথে মিলিয়ে নিচের কোডে ক্লিক করতে হবে। এরপর আপনাকে
জানানো হবে বিজ্ঞাপনটি কত সেকেন্ড দেখতে হবে। তত সেকেন্ড বিজ্ঞাপনটি ওপেন
থাকলে আপনার নামে টাকা জমা হবে এবং আপনাকে সেটা জানানো হবে।
প্রথমবার
একাজ করার পর পরবর্তী পেজে সরাসরি বিজ্ঞাপন লিংকে ক্লিক করে আয় করতে
পারেন। বিজ্ঞাপনগুলিতে কোন টাইমার নেই। আপনার নামে টাকা জমা হওয়ার মেসেজ
পাওয়া পর্যন্ত অপেক্ষা করে পেজ বন্ধ করে দিতে পারেন।একইভাবে অন্যান্য
বিজ্ঞাপন লিংকে ক্লিক করুন।
No comments:
Post a Comment