paponblog

Saturday, 14 April 2012

ফ্রিল্যান্সারের রাশিফল ২০১২

নতুন বছর কেমন যাবে এবিষয়ে সকলেরই কমবেশি আগ্রহ থাকে। অনেকে রীতিমত গুরুত্ব দিয়ে রাশিফল দেখেন। কেউ বিশ্বাস করেন গ্রহ নক্ষত্রের অবস্থান, সংখ্যাতত্ব ইত্যাদির ওপর কেউ এসবে বিশ্বাস করেন না। তাদের নির্ভরতা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ঘটনাপ্রবাহ। এসব দেখেই ধারনা পেতে চেষ্টা করেন সামনের দিনগুলি কেমন যেতে পারে। এই পদ্ধতিতে ফ্রিল্যান্সিং ২০১২ সালে কেমন যাবে সেটা কি ধারনা করা সম্ভব ?
সম্ভব। যারা এবিষয়ে বিশেষজ্ঞ তারা চারিদিকের ঘটনাপ্রবাহ বিশ্লেষন করে আগাম বলে দিতে পারেন ভবিষ্যত কোনদিকে যাচ্ছে। এধরনের কিছু মত সংগ্রহ করে তুলে ধরা হচ্ছে এখানে।


ফ্রিল্যান্সারের সংখ্যা
.          অতীতের যে কোন সময়ের চেয়ে ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাবে
এবছর আগের চেয়ে অনেক বেশি মানুষ ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে ব্যবহারের চেষ্টা করবে। অনেক প্রচলিত চাকরী ছেড়ে ফ্রিল্যান্সিং পছন্দ করবে। সেইসাথে যারা পড়াশোনা শেষ করছে তারা এদিকে বেশি ঝুকবে।
.          অনেক বেশি ফ্রিল্যান্সার পেশা ছেড়ে যাবে।
যে পরিমান মানুষ ফ্রিল্যান্সিং এ যোগ দেয়ার চেষ্টা করবেন ফ্রিল্যান্সিং এর বাজার এখনও তাদের ধারন করার মত বড় হয়নি। ফলে অনেককে সরে যেতে হবে ফ্রিল্যান্সিং থেকে। এছাড়া ফ্রিল্যান্সারদের বড় একটি অংশের এখনও ব্যবসা বা মার্কেটিং  এর দক্ষতা গড়ে ওঠেনি। ফলে তাদের পক্ষে স্থায়ী যায়গা করে নেয়া কঠিন হবে।
.          মোট ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বাড়বে
নতুনভাবে যোগ দেয়া এবং সরে যাওয়া যাও দুটি বিষয় একসাথে করার পর যারা ফ্রিল্যান্সিং পেশায় থেকে যাবেন তাদের সংখ্যাই বেশি। ফলে মোট ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাবে।

ফ্রিল্যান্সিং এবং সোস্যাল মিডিয়া
.          সোস্যাল মিডিয়ার ব্যবহার আরো বৃদ্ধি পাবে
বর্তমানে সকলে না হলেও অনেকে ফ্রিল্যান্সার প্রচারের জন্য সোস্যাল মিডিয়া ব্যবহার করেন। এই প্রবনতা আরো বৃদ্ধি পাবে।
.          ব্লগিং এর আরো কাছাকাছি আসবে
সোস্যাল মিডিয়া এবং ব্লগ এর সম্পর্ক আরো গভীর হবে। ব্লগ যাদের কাছে পৌছায় না তাদের কাছে পৌছার জন্য সোস্যাল মিডিয়াগুলি কাজ করবে।
.          দুএকটি জনপ্রিয় সোস্যাল মিডিয়া ব্যর্থ হবে
বর্তমানে মোটামুটি একই ধরনের অনেকগুলি সোস্যাল মিডিয়া বিদ্যমান। এদের সকলের ভাল করার সম্ভাবনা নেই। ফল হিসেবে বর্তমানে ভাল অবস্থানে থাকা কোন সোস্যাল মিডিয়াকে বাজার থেকে সরে যেতে হতে পারে।

ফ্রিল্যান্সার কিভাবে কাজ করবেন
.          আরো বেশি প্রতিস্ঠান ফ্রিল্যান্সার ব্যবহার করবে
খ্যাতিসম্পন্ন প্রতিস্ঠানগুলি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করানো শুরু করবে এবং বেতনভোগি কর্মী সংখ্যা কমাবে। সেইসাথে উপযুক্ত ফ্রিল্যান্সার সহজে খুজে বের করার পদ্ধতি বের করা হবে।
.          ফ্রিল্যান্সারদের সহযোগিতা বাড়বে
ফ্রিল্যান্সাররা একে অন্যের সাথে যোগাযোগ বাড়াবেন এবং মিলেমিশে কাজ করবেন। ২০১২ কে ফ্রিল্যান্সিং এর বছর বললে খুব বেশি বলা হয় না। দুবছর কিংবা আরো বেশি সময় যারা কাজ করছেন তারা দলগতভাবে কাজ করবেন। ফলে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট উভয়েই উপকৃত হবেন।
.          কিছু ফ্রিল্যন্সার ব্যবসা শুরু করবেন
অভিজ্ঞ ফ্রিল্যান্সার একাজ কাজ না করে ব্যবসা প্রতিস্ঠান গড়ার দিকে যাবেন। অন্যদের নিয়োগ দিয়ে বড় ধরনের কাজের দিকে যাবেন।

ফ্রিল্যান্সিং এবং সমাজ
.          ফ্রিল্যান্সিং সমাজের পেশায় পরিনত হবে
ফ্রিল্যান্সিংকে এখনও পেশার মর্যাদা দেয়া হয় না। ফ্রিল্যান্সারের সংখ্যা এবং কাজের পরিমান বৃদ্ধি পাওয়ায় এক পৃথক একটি পেশা হিসেবে স্বিকৃতি দেয়া হবে।
.          ফ্রিল্যান্সাররা অর্থনীতিতে বড় ভুমিকা রাখবেন
ফ্রিল্যান্সিং যত ব্যাপক হবে অর্থনীতিতে তাদের অবদান তত বাড়বে। অর্থনীতিবিদরাও তাদের বিবেচনায় এদেরকে আনবেন।
.          ফ্রিল্যান্সারের জন্য আরো বিধিনিশেধ চালু হবে
রাষ্ট্র, ইন্টারনেট সহ অন্যান্য কারনে ফ্রিল্যান্সার বাধার সম্মুখিন হবেন। সবচেয়ে বড় সমস্যা তৈরী হতে পারে ইন্টারনেটের বিধিনিষেধ। সেইসাথে অতিরিক্ত ট্যাক্স আরোপ করা তাদের জন্য সমস্যা হয়ে দাড়াতে পারে।

যে কোন ভবিষ্যতবানীই অনিশ্চিত। ঠিক যা ধারনা করা হয়েছে সেটা নাও ঘটতে পারে। বর্তমান প্রবনতার কথাই প্রকাশ পেয়েছে এই বক্তব্যগুলিতে। আর সাধারনত প্রবনতা চালু থাকলে তারসাথে মানানসই ফলই পাওয়া যায়।

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop