paponblog

Saturday, 14 April 2012

অনলাইনে আয়ের উপযোগী সুন্দর ও আকর্ষণীয় ব্লগ তৈরী করুন মাত্র এক মাসে

অনলাইনে ব্লগিং করেন অথচ উক্ত ব্লগ দিয়ে আয় করতে চান না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে, অধিকাংশ লোক আয়ের উদ্দেশ্যকে সামনে রেখে ব্লগ বা ওয়েবসাইট খুলে থাকেন এবং সেখানে নানা ধরনের এড যেমনঃ গুগল এডসেন্স বা এডব্রাইট ইত্যাদি ব্যবহার করে থাকেন। কিন্তু সাইটের ভিজিটর কম হওয়ার কারণে সাইট থেকে কাঙ্ক্ষিত ফলাফলটি পাননা। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আবার অনেকে চান যে, রাতারাতি টাকা কামাতে। এই উভয় ধরণের গ্রাহককে সামনে রেখে আজকের এই পোস্ট। আজকে আপনাদের এমন একটি বই বা ইবুকের সন্ধান দেব যার অনুসরণের মাধ্যমে মাত্র ৩১ দিনে আপনি তৈরী করতে পারবেন অনলাইনে আয়ের উপযোগী সুন্দর ও আকর্ষণীয় একটি ব্লগ বা ওয়েবসাইট। বইটি লিখেছেন ডারেন রোজ। এমনিতে বইটি কিনতে ভালো অংকের টাকা খসাতে হয়। কিন্তু আমি একটি লিংক দিচ্ছি যেখান থেকে আপনি বইটি ফ্রি নামাতে পারবেন।


বইটির ডাউনলোড লিংক পেতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

free counters
^ Back ToTop