Wednesday, 14 September 2016
Wednesday, 7 September 2016
নতুন ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আসুসের তিনটি নতুন ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে। এগুলো হলো রিপাবলিক অব
গেমার (আরওজি) সিরিজের জি ৭০১ ভিও, ভিভোবুক ম্যাক্সএক্স ৪৪১/৫৪১ এবং
জেনবুক ফ্লিপইউএক্স ৩৬০। জি ৭০১ ভিও ল্যাপটপে ডেস্কটপ মানের গ্রাফিকস কার্ড
ব্যবহার করা হয়েছে। এতে আছে ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮ গিগাবাইটের
জিফোর্স জিটিএক্স ৯৮০ ভিডিও কার্ড। আরও থাকছে ৬৪ গিগাবাইট র্যাম, ১
টেরাবাইট এসএসডি প্রভৃতি। জেনবুক ফ্লিপ আল্ট্রাবুকটি ৩৬০ ডিগ্রি পর্যন্ত
বাঁকানো যায়। ভিভোবুক ম্যাক্স তৈরি করা হয়েছে ব্যাবহারকারীর মাল্টিমিডিয়া
এবং দৈনন্দিন কাজের বিষয়টি মাথায় রেখে। এতে আছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের
প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স ৯২০ এমএক্স গ্রাফিকস কার্ড
ইউরোপে ড্রোন নিবন্ধনের আহ্বান
ওই জোটের পক্ষ
থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উপদ্রব হিসেবে পরিণত হওয়া ড্রোনগুলোর মালিক বা
চালক শনাক্ত করা গেলে, আইনের বাস্তবায়ন উন্নত করা যাবে।
২২৮ গ্রাম-এর বেশি ভরের ড্রোন নিবন্ধন ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক করা হয়েছে।
ইউরোপিয়ান ককপিট অ্যাসোসিয়েশন আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনসহ ইউরোপিয়ান ইউনিয়ন-এর মোট ১০টি সংস্থা মিলে এই আহ্বান জানিয়েছে। এই জোটের পক্ষ থেকে বলা হয়, "পুনরায় তৈরি করা যায় এমন ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে, আর এই সব মানুষ বহনকারী আকাশযানের ঘটনা আর দুর্ঘটনা সম্পৃক্ত ঝুঁকি অবশ্যই প্রশমিত করতে হবে।"
ড্রোনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রায়ই অবমূল্যায়ন করা হয় বলে জানান তারা।
ড্রোন নিবন্ধনের এই আহ্বানে যোগ দেয়নি যুক্তরাজ্যের সিভিল অ্যাসোসিয়েশন অথরিটি (সিএএ)। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, "আমাদের সামগ্রিক লক্ষ্য হচ্ছে প্রথম থেকে আকাশে হয়ে আসা যে কোনো ধরনের সংঘর্ষ ঠেকানো। নিবন্ধনের সুবিধা রয়েছে, কিন্তু নিবন্ধনের সুবিধাগুলো কি?- তা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা জটিল।"
নিবন্ধনের পাশাপাশি ড্রোনগুলোতে উচ্চতা আর দূরত্ব নিয়ন্ত্রণকারী সফটওয়্যার দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছে ইউরোপীয় আর আন্তর্জাতিক সংস্থাগুলো। ইতোমধ্যে ডিজেআইসহ অন্যান্য ড্রোন নির্মাতারা তাদের পণ্যে এই প্রযুক্তি ব্যবহার করছে।
২২৮ গ্রাম-এর বেশি ভরের ড্রোন নিবন্ধন ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক করা হয়েছে।
ইউরোপিয়ান ককপিট অ্যাসোসিয়েশন আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনসহ ইউরোপিয়ান ইউনিয়ন-এর মোট ১০টি সংস্থা মিলে এই আহ্বান জানিয়েছে। এই জোটের পক্ষ থেকে বলা হয়, "পুনরায় তৈরি করা যায় এমন ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে, আর এই সব মানুষ বহনকারী আকাশযানের ঘটনা আর দুর্ঘটনা সম্পৃক্ত ঝুঁকি অবশ্যই প্রশমিত করতে হবে।"
ড্রোনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি প্রায়ই অবমূল্যায়ন করা হয় বলে জানান তারা।
ড্রোন নিবন্ধনের এই আহ্বানে যোগ দেয়নি যুক্তরাজ্যের সিভিল অ্যাসোসিয়েশন অথরিটি (সিএএ)। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, "আমাদের সামগ্রিক লক্ষ্য হচ্ছে প্রথম থেকে আকাশে হয়ে আসা যে কোনো ধরনের সংঘর্ষ ঠেকানো। নিবন্ধনের সুবিধা রয়েছে, কিন্তু নিবন্ধনের সুবিধাগুলো কি?- তা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা জটিল।"
নিবন্ধনের পাশাপাশি ড্রোনগুলোতে উচ্চতা আর দূরত্ব নিয়ন্ত্রণকারী সফটওয়্যার দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছে ইউরোপীয় আর আন্তর্জাতিক সংস্থাগুলো। ইতোমধ্যে ডিজেআইসহ অন্যান্য ড্রোন নির্মাতারা তাদের পণ্যে এই প্রযুক্তি ব্যবহার করছে।
Subscribe to:
Posts (Atom)