paponblog

Sunday, 24 June 2012

আপনার মোবাইল থেকে Mp3 গান Convert করুন




বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের মোবাইলের জন্য জোস একটি Mp3 Converter সফট্ওয়ার উপহার দেব । সফট্ওয়ারটি মাত্র 700KB . এই সফট্ওয়ারটি দিয়ে আপনি খুব সহজেই যে কোন গানের মেগাবাইট কম বেশী, এই ফাইল থেকে অন্য ফাইলে যেমন, Mp3 থেকে Ogg,Amr,Wav,Acc ইত্যাদি ফাইলে ও গানের Sound কোয়ালিটি কম বেশী করতে পারবেন । তাছাড়া এই সফট্ওয়ারটি আপনি যে কোন গানের Rington তৈরী করতে পারবেন । এই সফট্ওয়ারটি আপনার সিম্বিয়ান S60v3 মোবাইলের জন্য ।

 সফট্ওয়ারটি এখান থকে ডাউনলোড করে নিন
»» read more

এবার ভিডিও চ্যাট করুন আপনার মোবাইল

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটে ভিডিও চ্যাট করার জন্য কম্পিউটারে ওয়েবক্যাম থাকতে হয়। ভিডিও চ্যাটে কথা বলার পাশাপাশি একে অন্যের ছবি (ভিডিও) দেখার সুযোগ রয়েছে। ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা ভিডিও অন্য প্রান্তের ব্যবহারকারীর কাছে পৌঁছে। যাঁদের ওয়েবক্যাম নেই, তাঁরা মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। নকিয়ার যেসব হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ান তিন থেকে সংস্করণ পাঁচ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সেসব হ্যান্ডসেটে এ সুবিধা পাওয়া যাবে। সুবিধাটি পাওয়ার জন্য ‘মবিওলা ওয়েবক্যাম’ নামের একটি সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে নিতে হবে।
এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। পিসি থেকে   মোবাইল থেকে। কম্পিউটারে ইনস্টল করে মোবাইলের রেজিস্ট্রেশন লাইসেন্স বের করতে হবে। এ জন্য কম্পিউটারে সফটওয়্যারটির ‘প্যাচ’ ইনস্টল করার পর ইউএসবি কেবল দিয়ে মোবাইলটি কম্পিউটারে সংযুক্ত করতে হবে। তাহলে মোবাইল ফোনটিই কম্পিউটার ওয়েবক্যাম হিসেবে দেখাবে। ভিডিও চ্যাটিংয়ের সময় মোবাইলের ক্যামেরাও চলতে থাকবে।
যাঁরা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করার ঝামেলায় যেতে চান না, তাঁরা ব্লুটুথের মাধ্যমেও কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করতে পারেন। এ জন্য www.warelex.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
»» read more

জেনে নিন আপনার মোবাইল এর কোয়ালিটি ( নকিয়া )

বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।

*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর আই এম ই নম্বার পাবেন।

নোট: আই. এম. ই = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট।

এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত ( ৭ ) এবং আট ( ৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।

IME NO 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
X X X X X X ? ? X X X X X X X

সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত ( যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [ অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি]

সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী এবং এর কোয়ালিটি মোটামুটি মানের।

সাত এবং আট নং ডিজিট যদি 01 বা 10 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির।

সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উতপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট।

সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে।
»» read more
free counters
^ Back ToTop